শুধুমাত্র সোমবারে বিভিন্ন মিসাইল আক্রমণে প্রায় ৫০ জনের নিহত হওয়ার কথা বলেছে জাতিসংঘ৷ অথচ শুক্রবার যুদ্ধ বন্ধ হওয়ার কথা৷ ওদিকে তুরস্ক সীমান্ত থেকে ওপারে কুর্দদের দিকে গোলা দাগা হচ্ছে৷
বিজ্ঞাপন
আলেপ্পোর দক্ষিণে মারাৎ-আল-নুয়ামানে ডক্টর্স উইদাউট বর্ডার্স ত্রাণ সংগঠনের সাহায্যপ্রাপ্ত একটি হাসপাতাল মিসাইল আক্রমণের শিকার হওয়ায় প্রায় ১৫ জনের নিহত হওয়ার কথা বলেছে এমএসএফ – কিন্তু কাউকে দায়ী না করে৷ মনিটরিং গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস কিন্তু বলেছে, রুশ বিমান থেকেই এই হানা চলে এবং শহরের অপর একটি হাসপাতালও আক্রান্ত হয়৷ টুইটারে এই সংবাদকে একজন নাম দিয়েছেন ‘বম্বস উইদাউট বর্ডার্স' – সীমান্তবিহীন বোমাবাজি৷
মাত্র কয়েক ডজন জঙ্গিজেট পাঠিয়ে; দিনে ২০ থেকে ৪০ লাখ ডলার মাত্র ব্যয় করে; সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত, পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত লাটাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানঘাঁটি থেকে দিনে ৭০টি অবধি অভিযান চালিয়ে রাশিয়া সিরিয়ায় ক্ষমতার ভারসাম্যই পাল্টে দিয়েছে৷ বাশার আল-আসাদের অবস্থিতি আজ আগের থেকে জোরালো৷ আলেপ্পো প্রায় হাতের মুঠোয়৷ কুর্দরা আজেজ শহরের দোরগোড়ায়৷ এই অবস্থায় আসাদ অবশ্যই তাঁর রুশ সমর্থিত সেনাবাহিনীর অগ্রগতি থামাতে আগ্রহী নন৷ কাজেই তিনি সোমবার দামেস্কে সিরীয় আইনজীবীদের প্রতি প্রদত্ত একটি ভাষণে সন্দেহ প্রকাশ করেছেন, এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হবে কিনা৷ আসাদের শক্তি হলো তাঁর রুশ সমর্থন: শুধু বিমান হানা নয়, সেই সঙ্গে অস্ত্রশস্ত্র ও উপদেষ্টা৷ অপরদিকে ৩০শে সেপ্টেম্বর যাবৎ প্রতিটি বিমান হানার সঙ্গে সিরিয়ায় রুশ সামরিক কার্যকলাপের পরিধি বেড়েছে৷
গোটা পরিস্থিতি বিবেচনা করে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সিরিয়ায় একটি নো-ফ্লাই জোনের প্রস্তাব তুলেছেন৷ তবে সিরিয়া নিয়ে সামরিক পর্যায়ে রুশ-মার্কিন আলাপ-আলোচনা তার আগে ঘটতে পারে – কেননা সিরিয়ার আকাশে রুশ এবং মার্কিন জঙ্গিজেট থেকে আরো অনেক বেশি ভীতিকর সংঘাতের সম্ভাবনা ভেসে ওঠে৷
ইউরোপীয় ইউনিয়ন হাসপাতাল ও স্কুলের ওপর বিমান হানার নিন্দা করলেও, মূলত উদ্বাস্তু সংকট থেকে সৃষ্ট অভ্যন্তরীণ বিরোধ নিয়ে ব্যস্ত৷ তুরস্কের প্রধান চিন্তা দৃশ্যত কুর্দদের নিয়ে, উদ্বাস্তুদের নিয়ে নয়৷ কুর্দরা তেল রিফাৎ দখল করে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আজেজ শহরের দিকে এগোচ্ছে: সীমান্তের এতো কাছে কুর্দ যোদ্ধাদের উপস্থিতি তুরস্কের কাছে গ্রহণযোগ্য নয় – তাই তুর্কি কামান থেকে সীমান্তের অপরপারে কুর্দ ঘাঁটিগুলোর দিকে গোলা ছোঁড়া হচ্ছে৷
সোমবার তুরস্ক ঘোষণা করে যে, তারা সৌদি আরব থেকে আসা জঙ্গিজেটের অংশগ্রহণে বায়ু প্রতিরক্ষা মহড়া চালু করেছে৷ সৌদি আরব ইতিপূর্বেই সিরিয়ায় সৈন্য পাঠানো সম্পর্কে সোচ্চার চিন্তা করেছে৷ মোট কথা, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের পরে যে আশাবাদিতা দেখা দিয়েছিল, তা অনেকটা ফিকে হয়ে এসেছে৷
দুনিয়া কাঁপানো ৮টি ছবি
তিন বছরের শিশু আয়লানের ছবি দেখে এখনো অনেকে কেঁদে ফেলেন৷ সিরীয় এই শিশুর মর্মান্তিক মৃত্যু ভীষণ নাড়া দিয়েছে বিশ্ববাসীকে৷ ছবিঘরে থাকছে এমন আটটি ছবির কথা, যে ছবিগুলো অতীতে একইভাবে বিশ্বময় আলোড়ন তুলেছিল৷
ছবি: STAN HONDA/AFP/Getty Images
নিজের কাপড় ছিঁড়ে বেঁচেছিল মেয়েটি
নাপাম বোমার আঘাতে দক্ষিণ ভিয়েতনাম তখন কেঁপে উঠেছে৷ ৯ বছরের ফান থি কিম পুক কিছু বুঝে ওঠার আগেই দেখলো সবাই পাগলের মতো ছুটছে৷ নিজে ছুটতে শুরু করার আগেই দেখে গায়ের জামাকাপড়ে আগুন৷ আগুন নেভানোর চেষ্টা করে কাজ হলো না, বুদ্ধি করে নিজের কাপড় ছিড়ে ফেলে কাঁদতে কাঁদতে দৌড়াতে শুরু করলো৷ ৯ বছরের মেয়েটির ছবিও বিশ্বজুড়ে তোলপাড় তুলেছিল৷ এ ছবির জন্য ১৯৭৩ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন ফটোগ্রাফার নিক উট৷
ছবি: picture-alliance/AP Images
ধুলায় ঢাকা নারী
মার্সি বর্ডার৷ ধুলায় তাঁর শরীর ঢেকে যাওয়ার কারণ বিশ্বের নিষ্ঠুরতম সন্ত্রাসী হামলা৷ ২০০১ সালে ১১ সেপ্টেম্বরের ছবি এটি৷ টুইন টাওয়ার ধ্বংস হয়ে যাওয়ার মুহূর্তে সেখানে ছিলেন মার্সি বর্ডার৷ এই ছবির কারণে ৯/১১-র পর থেকে সবাই ‘ডাস্ট লেডি’ নামেই সবাই তাঁকে চিনতো৷ ওই হামলার পরবর্তী প্রতিক্রিয়ায় পাকস্থলীতে ক্যানসার হয়েছিল৷ ক্যানসারে ভুগে এ বছরের ১৫ আগস্ট ৪২ বছর বয়সে মারা যান তিনি৷
ছবি: picture-alliance/dpa/AFP
নির্ভিক এক মানুষ
১৯৮৯ সালের ৫ই জুন তিয়েনানমেন স্কয়ারের প্রতিবাদ বিক্ষোভকে দমন করতে যখন চীনা সেনাবাহিনী হামলা চালায় তখন ট্যাংকের সামনে দাঁড়িয়ে পড়েছিলেন একজন৷ এভাবে বেশ কয়েকটি ট্যাংককে কিছুক্ষণ থামিয়েও রেখেছিলেন৷ সেই মুহূর্তটিকে ক্যামেরায় ধরে রেখেছিলেন জেফ উইডেনার৷ ছবিটি তোলার পরপরই অকুতোভয় ব্যাক্তিটিকে সেখান থেকে নিয়ে যায় পুলিশ৷ ২৬ বছরেও অসম সাহসী লোকটির পরিচয় জানা যায়নি, জানা যায়নি তিনি কোথায়, কেমন আছেন!
ছবি: Reuters/A. Tsang
প্রতিবাদ জানাতে গিয়ে প্রাণ দিল জার্মান তরুণ
ইরানের রেজা শাহ পেহলভির রাষ্ট্রীয় সফরের প্রতিবাদে বার্লিনের রাস্তায় বিক্ষোভে নেমেছিল অনেক মানুষ৷ শাহ বার্লিন অপেরায় বসে দিব্যি মোৎসার্টের ‘দ্য ম্যাজিক ফ্লুট’ উপভোগ করছেন৷ বাইরে শুরু হয়ে গেল জনতা-পুলিশ মারামারি৷ উত্তেজনা তৈরির পেছনে শাহ-র গোয়েন্দাদের উসকানির অবদান ছিল বলে অনেকে মনে করেন৷ একটা সময়ে প্রতিবাদী ছাত্র বেনো ওনেসর্গ-কে গুলি করে হত্যা করে পুলিশ৷
ছবি: AP
জন এফ কেনেডির মৃত্যু
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির আততায়ীর গুলিতে নিহত হবার ছবিটিও চাঞ্চল্য সৃষ্টি করেছিল৷ কেনেডি তখন গাড়িতে৷ হঠাৎ আততায়ীর গুলি৷ মাথায় লেগেছিল গুলি৷ অ্যাব্রাহাম জ্যাপারডার তুলেছিলেন ছবিটি৷ আর কোনো ক্যামেরায় ধরা পড়েনি মুহূর্তেরও খণ্ডাংশের সেই দৃশ্য৷
ছবি: picture-alliance/dpa
অলিম্পিকে সন্ত্রাসী হামলা
১৯৭২ সালে জার্মানির মিউনিখে বসেছিল অলিম্পিকের আসর৷ অনেকের কাছে আসরটি বেশি স্মরণীয় হয়ে আছে ইসরায়েলের অলিম্পিক দলের ওপর সন্ত্রাসী হামলার কারণে৷ ব্ল্যাক সেপ্টেম্বর নামের একটি ফিলিস্তিনি সন্ত্রাসবাদী সংগঠনের সশস্ত্র কর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে ইসরায়েলের ১১ জন ক্রীড়াবিদকে জিম্মি করে ফেলে৷ পরে তাদের হত্যা করা হয়৷ ছবিতে এক ভবনের ব্যালকনিতে দেখা যাচ্ছে এক অপহরণকারীকে৷
ছবি: dapd
আফগান মেয়ে
আফগানিস্তান তখন সাবেক সোভিয়েত ইউনিয়নের দখলে৷ পাকিস্তানে আশ্রয় নেয়া এই আফগান কিশোরীর ছবি তখনেই তুলেছিলেন স্টিভ ম্যাককারি৷ ১৯৮৫ সালে ন্যাশনাল জিওগ্রাফিক প্রচ্ছদ ছবির মর্যাদা দেয় ছবিটিকে৷ শরবত গুলা নামের মেয়েটি তা জানেনইনা৷ ২০০২ সালে তাকে খুঁজে পায় সংবাদমাধ্যম৷ শরবত গুলা তখন জানতে পারেন তাঁর ১২ বছর বয়সের কোনো ছবির জগত বিখ্যাত হওয়ার সত্যি কাহিনি৷