1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় হাসপাতাল ও স্কুলে বিমান হানা

১৬ ফেব্রুয়ারি ২০১৬

শুধুমাত্র সোমবারে বিভিন্ন মিসাইল আক্রমণে প্রায় ৫০ জনের নিহত হওয়ার কথা বলেছে জাতিসংঘ৷ অথচ শুক্রবার যুদ্ধ বন্ধ হওয়ার কথা৷ ওদিকে তুরস্ক সীমান্ত থেকে ওপারে কুর্দদের দিকে গোলা দাগা হচ্ছে৷

Syrien Ärzte ohne Grenzen Bombardierung Krankenhaus
ছবি: picture-alliance/dpa/S.Taylor

আলেপ্পোর দক্ষিণে মারাৎ-আল-নুয়ামানে ডক্টর্স উইদাউট বর্ডার্স ত্রাণ সংগঠনের সাহায্যপ্রাপ্ত একটি হাসপাতাল মিসাইল আক্রমণের শিকার হওয়ায় প্রায় ১৫ জনের নিহত হওয়ার কথা বলেছে এমএসএফ – কিন্তু কাউকে দায়ী না করে৷ মনিটরিং গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস কিন্তু বলেছে, রুশ বিমান থেকেই এই হানা চলে এবং শহরের অপর একটি হাসপাতালও আক্রান্ত হয়৷ টুইটারে এই সংবাদকে একজন নাম দিয়েছেন ‘বম্বস উইদাউট বর্ডার্স' – সীমান্তবিহীন বোমাবাজি৷

মাত্র কয়েক ডজন জঙ্গিজেট পাঠিয়ে; দিনে ২০ থেকে ৪০ লাখ ডলার মাত্র ব্যয় করে; সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত, পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত লাটাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানঘাঁটি থেকে দিনে ৭০টি অবধি অভিযান চালিয়ে রাশিয়া সিরিয়ায় ক্ষমতার ভারসাম্যই পাল্টে দিয়েছে৷ বাশার আল-আসাদের অবস্থিতি আজ আগের থেকে জোরালো৷ আলেপ্পো প্রায় হাতের মুঠোয়৷ কুর্দরা আজেজ শহরের দোরগোড়ায়৷ এই অবস্থায় আসাদ অবশ্যই তাঁর রুশ সমর্থিত সেনাবাহিনীর অগ্রগতি থামাতে আগ্রহী নন৷ কাজেই তিনি সোমবার দামেস্কে সিরীয় আইনজীবীদের প্রতি প্রদত্ত একটি ভাষণে সন্দেহ প্রকাশ করেছেন, এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হবে কিনা৷ আসাদের শক্তি হলো তাঁর রুশ সমর্থন: শুধু বিমান হানা নয়, সেই সঙ্গে অস্ত্রশস্ত্র ও উপদেষ্টা৷ অপরদিকে ৩০শে সেপ্টেম্বর যাবৎ প্রতিটি বিমান হানার সঙ্গে সিরিয়ায় রুশ সামরিক কার্যকলাপের পরিধি বেড়েছে৷

গোটা পরিস্থিতি বিবেচনা করে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সিরিয়ায় একটি নো-ফ্লাই জোনের প্রস্তাব তুলেছেন৷ তবে সিরিয়া নিয়ে সামরিক পর্যায়ে রুশ-মার্কিন আলাপ-আলোচনা তার আগে ঘটতে পারে – কেননা সিরিয়ার আকাশে রুশ এবং মার্কিন জঙ্গিজেট থেকে আরো অনেক বেশি ভীতিকর সংঘাতের সম্ভাবনা ভেসে ওঠে৷

ইউরোপীয় ইউনিয়ন হাসপাতাল ও স্কুলের ওপর বিমান হানার নিন্দা করলেও, মূলত উদ্বাস্তু সংকট থেকে সৃষ্ট অভ্যন্তরীণ বিরোধ নিয়ে ব্যস্ত৷ তুরস্কের প্রধান চিন্তা দৃশ্যত কুর্দদের নিয়ে, উদ্বাস্তুদের নিয়ে নয়৷ কুর্দরা তেল রিফাৎ দখল করে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আজেজ শহরের দিকে এগোচ্ছে: সীমান্তের এতো কাছে কুর্দ যোদ্ধাদের উপস্থিতি তুরস্কের কাছে গ্রহণযোগ্য নয় – তাই তুর্কি কামান থেকে সীমান্তের অপরপারে কুর্দ ঘাঁটিগুলোর দিকে গোলা ছোঁড়া হচ্ছে৷

সোমবার তুরস্ক ঘোষণা করে যে, তারা সৌদি আরব থেকে আসা জঙ্গিজেটের অংশগ্রহণে বায়ু প্রতিরক্ষা মহড়া চালু করেছে৷ সৌদি আরব ইতিপূর্বেই সিরিয়ায় সৈন্য পাঠানো সম্পর্কে সোচ্চার চিন্তা করেছে৷ মোট কথা, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের পরে যে আশাবাদিতা দেখা দিয়েছিল, তা অনেকটা ফিকে হয়ে এসেছে৷

এসি/ডিজি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ