1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় ৩০০'র বেশি শ্রমিককে অপহরণ করল আইএস

৮ এপ্রিল ২০১৬

সিরিয়ায় তিনশ'র বেশি কারখানা শ্রমিক নিখোঁজ৷ ইসলামিক স্টেট তাদের অপহরণ করেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ যুক্তরাষ্ট্রের এক জেনারেল বলেছেন, লিবিয়ায় আইএস যোদ্ধা দ্বিগুন হয়েছে৷ জার্মানি ও ডেনমার্কে গ্রেপ্তার হয়েছে ৬ আইএস ‘জঙ্গি'৷

Propagandabild IS-Kämpfer ARCHIV
ছবি: picture-alliance/abaca/Yaghobzadeh Rafael

সিরিয়া, লিবিয়া, জার্মানি, ডেনমার্ক ও ক্যানাডার সংবাদমাধ্যমে তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন আইএস-কে নিয়ে পাঁচটি খবর এসেছে৷ সবচেয়ে বড় খবর, লিবিয়ার ডুনমেইরের একটি সিমেন্ট কারখানার তিনশ'রও বেশি শ্রমিকের একসঙ্গে নিখোঁজ হয়ে যাওয়া৷ বৃহস্পতিবার থেকে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টায় ব্যর্থ হয়ে কারখানা কর্তৃপক্ষ বিষয়টি সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানায়৷ আশঙ্কা করা হচ্ছে, সিমেন্ট কারখানাটির এই শ্রমিকদের হয়ত আইএস অপহরণ করেছে৷

গত কয়েকমাস ধরে সিরিয়ায় বেশ কোণঠাসা অবস্থায় রয়েছে আইএস৷ মার্চের শেষদিকে পালমিরা নগর থেকে আইএস-কে হঠিয়ে দেয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী৷

জার্মানির মিউনিখে আইএস জঙ্গি সন্দেহে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ বৃহস্পতিবার শহরের ফ্যুরস্টেনফেল্ডব্রুক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারকৃতদের একজন নাইজেরীয় এবং অন্যজন ইরাকি৷ মিউনিখে তারা বড় রকমের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন বলে পুলিশের আশঙ্কা৷

ওদিকে ডেনমার্কের পুলিশও আইএস জঙ্গি সন্দেহে চারজনকে আটক করেছে৷ রাজধানী কোপেনহেগেনের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷ পুলিশ এক বিবৃতিতে জানায়, ওই চারজন সে দেশের সন্ত্রাস দমন আইন লঙ্ঘনের প্রস্তুতি নিচ্ছিলেন- এই সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তার অভিযানে কিছু অস্ত্রও উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ৷

ক্যানাডাতে ১৬ বছর বয়সি এক কিশোরের আইএস-এ যোগ দেয়ার চেষ্টার অভিযোগে দু বছরের কারাদণ্ড হয়েছে৷ কথিত এ কিশোরকে তার বাবার অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করে পুলিশ৷ ছেলের কাছে একটি ব্যাগে মুখোশ, ছুরিসহ বেশ কিছু সন্দেহজনক জিনিস দেখে বিষয়টি তিনি পুলিশকে জানান৷ কিশোরটি জানিয়েছে, সে একটি দোকানে ডাকাতি করতে চেয়েছিল৷ তবে ডাকাতির টাকা আইএস-কে দেয়া বা আইএস-এ যোগ দেয়ার পরিকল্পনার অভিযোগ সে অস্বীকার করেছে৷

লিবিয়ায় গত এক বছরে আইএস যোদ্ধার সংখ্যা দ্বিগুন হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা জেনারেল ডেভিড রডরিগুয়েজ৷ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি জানান, গত এক বছরে লিবিয়ায় আইএস যোদ্ধার সংখ্যা ৬ হাজার-এ পৌঁছেছে৷

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ