1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংকট

২১ মার্চ ২০১২

সিরিয়া ইস্যুতে একটি বিবৃতি প্রকাশে ঐক্যমত্যে পৌঁছেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷ তবে সিরিয়ায় সহিংসতা অব্যাহত রয়েছে৷ বুধবারও সংহিসতায় মৃতের সংখ্যা ১২৷ এই সংকট নিরসনে রাজনৈতিক সমঝোতার পক্ষে চীন এবং রাশিয়া৷

U.S. Secretary of State Hillary Rodham Clinton, and Russian Foreign Minister Sergei Lavrov flank U.N. Secretary-General Ban Ki-moon, center, who gestures to a video screen, during a photo session at the beginning of the beginning of their meeting at United Nations headquarters, Monday, March 12, 2012. The bloody conflict in Syria is likely to dominate public and private talks Monday as key ministers meet at the United Nations on the Israeli-Palestinian conflict and challenges from the Arab Spring. (Foto:Richard Drew/AP/dapd)
UN-Sicherheitsratssitzung zu Syrienছবি: dapd

সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি

সিরিয়ায় বুধবারও সহিংসতায় প্রাণ হারিয়েছে ১২ ব্যক্তি৷ এদের মধ্যে দুটি শিশু রয়েছে৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে এই তথ্য৷ এই গোষ্ঠীর মুখপাত্র রামি আবদুল রহমান বলেন, হামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে দুটি মেয়ে শিশু প্রাণ হারিয়েছে৷ সিরিয়ার সরকারবিরোধী পক্ষ জানিয়েছে, আল-খালিদিয়া এলাকায় সরকারি সেনাদের গোলাবর্ষণে নিহত হয়েছে ৬ ব্যক্তি৷ আন্দোলনকারীদের দাবি, অন্যান্য শহরেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে৷ এছাড়া, ইডলিব প্রদেশের একটি শহর ঘিরে গুলিবর্ষণ করছে সরকারি সেনারা৷ ফ্রি সিরিয়ান আর্মি জানিয়েছে এই খবর৷ কয়েকঘন্টা ধরে চলছে এই গুলিবর্ষণ৷

হিংসালীলা থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে নাছবি: dapd

সিরিয়া ইস্যুতে নতুন বিবৃতি

সিরিয়ার সংকট নিরসনে জাতিসংঘ-আরব লিগের দূত হিসেবে কাজ করছে কোফি আনান৷ কূটনৈতিক পন্থায় সহিংসতা নিরসনের পথে আগাচ্ছেন তিনি৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন বিবৃতি কার্যত কোফি আনানের সমঝোতা প্রস্তাবকে আরো মজবুত করবে৷ এর আগে আনান নিজেই নিরাপত্তা পরিষদের সহায়তা কামনা করছেন৷ তবে এই বিবৃতি খসড়া নিয়ে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে দীর্ঘ আলোচনা হয়৷ সর্বশেষ খবর অনুযায়ী, সিরিয়া বিষয়ক বিবৃতি প্রকাশের ব্যাপারে সম্মত হয়েছে নিরাপত্তা পরিষদের সদস্যরা৷ এতে যুদ্ধবিরতির একটি প্রস্তাবও রয়েছে৷

আসাদকে বোঝানোর চেষ্টা করছেন আনানছবি: picture-alliance/dpa

রাজনৈতিক সমাধান চায় চীন এবং মিশর

সিরিয়ায় সহিংসতা নিরসনে রাজনৈতিক সমঝোতার পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে চীন এবং মিশর৷ এক্ষেত্রে জাতিসংঘ-আরব লিগ’এর বিশেষ দূত কোফি আনানের সমঝোতা উদ্যোগকে সমর্থন জানিয়েছে দেশ দুটি৷ চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিয়েচি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আমর মনে করেন, সিরিয়া সংকট নিরসনে আন্তর্জাতিক সমাজের উচিত রাজনৈতিক সমঝোতার উদ্যোগ এগিয়ে নিয়ে যাওয়া৷ চীনা মন্ত্রণালয় জানিয়েছে এই তথ্য৷

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার সকল পক্ষেরই অবিলম্বে সহিংসতা বন্ধ করা উচিত, একইসঙ্গে সংকট নিরসনে রাজনৈতিক সংলাপের পথ উম্মুক্ত করতে হবে৷ সেদেশের মানবিক পরিস্থিতি উন্নয়নেও কাজ করতে হবে৷

উল্লেখ্য, জাতিসংঘের হিসেব অনুযায়ী, সিরিয়ায় গত বছরের মার্চ থেকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা আট হাজারের বেশি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ