1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া ও মধ্যপ্রাচ্য

১৬ সেপ্টেম্বর ২০১২

দামেস্কসহ বেশ কিছু শহরে বিদ্রোহী সেনাদের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ এদিকে, ইরান সিরিয়া ও লেবাননে তাদের কুদস বাহিনীর সদস্যদের তৎপরতার কথা স্বীকার করেছে৷ অন্যদিকে, মধ্যপ্রাচ্যে শান্তির ডাক দিলেন পোপ৷

Faithfuls attend an open air mass conducted by Pope Benedict XVI at Beirut City Centre Waterfront, September 16, 2012. REUTERS/Mohamed Azakir (LEBANON - Tags: RELIGION)
ছবি: Reuters

দামেস্ক থেকে রবিবার ফেসবুকে খুব সকালেই ম্যাক দামেস্ক নামের এক তরুণ লিখেছেন, ‘গোলা হামলার বিকট শব্দে ঘুম ভেঙে গেল৷' ঠিক ম্যাক-এর মতোই প্রতিটি সকালে আতঙ্কের মাঝে ঘুম ভাঙছে সিরিয়ার জনগণের৷ রবিবারও আল-বাব শহরে আকাশ থেকে ঘর-বাড়ির উপর গোলা ফেলা হয়েছে৷ ঘুমের মাঝেই প্রাণ হারিয়েছেন বেশ কিছু বাড়ির নারী-পুরুষ ও শিশুরা৷ এছাড়া দামেস্ক, আলেপ্পো, দারা, হামা, হোমস এবং দিরেজ্জুর শহরে বিদ্রোহী সেনাদের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষ চলছে বলে জানিয়েছে সিরয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ সংস্থাটি বলছে, শনিবার সারা দেশে সংঘর্ষ ও গোলা হামলায় কমপক্ষে ১১৫ জন নিহত হয়েছে৷ আর রবিবার এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে৷

এদিকে, রবিবার তেহরানে এক সাংবাদিক সম্মেলনে ইরানের বিপ্লবী প্রহরী বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আলি জাফরি জানিয়েছেন, সিরিয়া ও লেবাননে তাঁর কুদস বাহিনীর সদস্যরা রয়েছে৷ তবে তারা সেখানে যুদ্ধ করছে না বরং তাদের অভিজ্ঞতা অনুসারে যুদ্ধ পরিচালনায় ও পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে পরামর্শ ও নির্দেশনা দেওয়ার কাজ করছে৷ এছাড়া সিরিয়ার আসাদ প্রশাসন বাইরে থেকে সামরিক হামলার সম্মুখীন হলে ইরানও সেক্ষেত্রে সিরিয়ার জন্য সামরিক সহায়তার হাত বাড়িয়ে দেবে বলে ঘোষণা দেন জাফরি৷

অন্যদিকে, পোপ ষোড়শ বেনেডিক্ট রবিবার লেবানন সফরের শেষ পর্যায়ে এক বিশাল সমাবেশে সিরিয়া এবং মধ্যপ্রাচ্য শান্তির ডাক দিয়েছেন৷ তিনি খ্রিষ্টান জনগোষ্ঠীর সদস্যদেরকে মধ্যপ্রাচ্যের শান্তির বাহক হওয়ার আহ্বান জানান৷ তিনি বলেন, ‘‘আমি প্রার্থনা করি, প্রভূ যেন তোমাদের এই দেশে, সিরিয়ায় এবং মধ্যপ্রাচ্যে শান্তিময় পরিবেশ উপহার দেন এবং সেখানে যেন অস্ত্রের ঝনঝনানি ও সহিংসতা বন্ধ হয়৷''

৮৫ বছর বয়সি পোপ তাঁর বক্তৃতায় আরো বলেন, ‘‘আমাদের ভাই হিসেবে আরব দেশগুলোর মানুষের প্রতি আমি আহ্বান জানাই, যেন তারা সংকট সমাধানে উপযুক্ত প্রস্তাব নিয়ে এগিয়ে আসে৷ যাতে করে প্রত্যেকটি মানুষের মর্যাদা, অধিকার এবং ধর্ম যথাযথভাবে সংরক্ষিত হয়৷'' লেবাননে ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলমান গৃহযুদ্ধের দিকে ইঙ্গিত করে পোপ বলেন, এদেশের মানুষ যুদ্ধের করুণ পরিণতির কথা ভালোভাবে জানেন৷ তাঁরা দেখেছেন বিধবা এবং পিতৃহীন শিশুর আর্তনাদ৷ তাই তাদেরকে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে৷

এএইচ / এআই (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ