1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া

১৭ আগস্ট ২০১২

সিরিয়ার পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় সেখান থেকে চলে যাচ্ছেন জাতিসংঘের পর্যবেক্ষকরা৷ আগামী রোববার এই মিশনের সমাপ্তি ঘটবে৷ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সমঝোতা না হওয়ায় সিরিয়া নিয়ে অচলাবস্থা এখনও বিরাজ করছে৷

epa03204993 A Syrian man carries a gas cylinder as he walks with family past a group of UN observers in the central province of Homs, Syria, 03 May 2012. According to local sources, the head of the observer team, Norwegian Major-General Robert Mood agreed to let foreign and Syrian media accompany them as they tour the central provinces of Homs and Hama. A group of UN observers are monitoring the ceasefire between the government troops and rebels which started since 12 April. EPA/YOUSSEF BADAWI pixel
Syrien Gas UN Beobachterছবি: picture-alliance/dpa

সিরিয়া নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীন টানা তিনবার ভিটো দেওয়ার পর পরিস্থিতি একরকম ঝুলে গেছে বলা যায়৷ কোনো পক্ষই তাদের অবস্থান থেকে নড়তে রাজি নয়৷ সিরিয়ার আসাদ প্রশাসনের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোসহ নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্যই অবস্থান নিয়েছে৷ তবে রাশিয়ার অভিযোগ, সিরিয়াতে সহিংসতা বন্ধ হোক, সেই ইস্যুতে পশ্চিমা দেশগুলো কোনো সততার পরিচয় দেয়নি৷

জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি ভিতালি শুরকিন বললেন, ‘‘এই দেশগুলো এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি, যার ফলে মনে হয় যে তারা চায় সিরিয়ায় সহিংসতা থেমে যাক এবং একটি রাজনৈতিক সমাধান আসুক৷''

আশ্রয়ের খোঁজে পালাচ্ছে মানুষছবি: PHIL MOORE/AFP/GettyImages

সিরিয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা ও সেখানে জাতিসংঘের পর্যবেক্ষক দলের উপস্থিতি সত্ত্বেও পরিস্থিতির কোনো অদল বদল হয়নি৷ সিরিয়ার সরকার সশস্ত্র দমনাভিযান বন্ধ করেনি, সহিংসতা কমানোরও কোনো লক্ষণ দেখা যায়নি৷ এই অবস্থাতে নিরাপত্তা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জেরা আরো সেখানে জাতিসংঘের মিশনের সমাপ্তি ঘোষণা করেন৷ রোববার থেকে এটি কার্যকর হবে৷ তবে গত কয়েক মাস ধরে পর্যবেক্ষকরা খুব কমই কাজ করতে পেরেছেন৷ জুনের মাঝামাঝি সময় থেকে পর্যবেক্ষকদের বেশিরভাগ সময় কেটেছে হোটেলে অবস্থান করে৷ তাঁরা বিদায় নিলেও একটি জাতিসংঘের একটি লিয়াঁজো অফিস থাকবে দামেস্কে, জানালেন জেরা আরো৷ তাঁর কথায়, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি দামেস্কে একটি লিয়াঁজো অফিস খোলার৷''

এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন চাচ্ছেন আলজেরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী লখদর ব্রাহিমিকে সিরিয়াতে পাঠাতে৷ এজন্য ব্রাহিমির সঙ্গে জাতিসংঘের পক্ষ থেকে আলোচনাও চলছে৷ অন্যদিকে সিরিয়াতে ২০ থেকে ৩০ জনের একটি প্রতিনিধি দল রাখারও কথাবার্তা হচ্ছে, যাতে জার্মানিরও অংশগ্রহণ থাকবে৷ অন্যদিকে রাশিয়া চাচ্ছে সিরিয়া নিয়ে আলোচনায় সৌদি আরব এবং ইরানেরও অংশগ্রহণ থাকুক৷

এর আগে গত জুন মাসে জাতিসংঘের স্থায়ী পাঁচ দেশ, তুরস্ক, ইরাক, কুয়েত ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা সম্মেলন করেন৷ সেখানে সিরিয়াতে আসাদ ও তাঁর বিরোধীদের সমন্বয়ে একটি ঐকমত্যের সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়৷

প্রতিবেদন: থমাস শ্মিড্ট / আরআই (এএফপি)

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ