1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া

১৭ আগস্ট ২০১২

সিরিয়ার পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় সেখান থেকে চলে যাচ্ছেন জাতিসংঘের পর্যবেক্ষকরা৷ আগামী রোববার এই মিশনের সমাপ্তি ঘটবে৷ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সমঝোতা না হওয়ায় সিরিয়া নিয়ে অচলাবস্থা এখনও বিরাজ করছে৷

epa03204993 A Syrian man carries a gas cylinder as he walks with family past a group of UN observers in the central province of Homs, Syria, 03 May 2012. According to local sources, the head of the observer team, Norwegian Major-General Robert Mood agreed to let foreign and Syrian media accompany them as they tour the central provinces of Homs and Hama. A group of UN observers are monitoring the ceasefire between the government troops and rebels which started since 12 April. EPA/YOUSSEF BADAWI pixel
Syrien Gas UN Beobachterছবি: picture-alliance/dpa

সিরিয়া নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীন টানা তিনবার ভিটো দেওয়ার পর পরিস্থিতি একরকম ঝুলে গেছে বলা যায়৷ কোনো পক্ষই তাদের অবস্থান থেকে নড়তে রাজি নয়৷ সিরিয়ার আসাদ প্রশাসনের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোসহ নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্যই অবস্থান নিয়েছে৷ তবে রাশিয়ার অভিযোগ, সিরিয়াতে সহিংসতা বন্ধ হোক, সেই ইস্যুতে পশ্চিমা দেশগুলো কোনো সততার পরিচয় দেয়নি৷

জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি ভিতালি শুরকিন বললেন, ‘‘এই দেশগুলো এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি, যার ফলে মনে হয় যে তারা চায় সিরিয়ায় সহিংসতা থেমে যাক এবং একটি রাজনৈতিক সমাধান আসুক৷''

আশ্রয়ের খোঁজে পালাচ্ছে মানুষছবি: PHIL MOORE/AFP/GettyImages

সিরিয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা ও সেখানে জাতিসংঘের পর্যবেক্ষক দলের উপস্থিতি সত্ত্বেও পরিস্থিতির কোনো অদল বদল হয়নি৷ সিরিয়ার সরকার সশস্ত্র দমনাভিযান বন্ধ করেনি, সহিংসতা কমানোরও কোনো লক্ষণ দেখা যায়নি৷ এই অবস্থাতে নিরাপত্তা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জেরা আরো সেখানে জাতিসংঘের মিশনের সমাপ্তি ঘোষণা করেন৷ রোববার থেকে এটি কার্যকর হবে৷ তবে গত কয়েক মাস ধরে পর্যবেক্ষকরা খুব কমই কাজ করতে পেরেছেন৷ জুনের মাঝামাঝি সময় থেকে পর্যবেক্ষকদের বেশিরভাগ সময় কেটেছে হোটেলে অবস্থান করে৷ তাঁরা বিদায় নিলেও একটি জাতিসংঘের একটি লিয়াঁজো অফিস থাকবে দামেস্কে, জানালেন জেরা আরো৷ তাঁর কথায়, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি দামেস্কে একটি লিয়াঁজো অফিস খোলার৷''

এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন চাচ্ছেন আলজেরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী লখদর ব্রাহিমিকে সিরিয়াতে পাঠাতে৷ এজন্য ব্রাহিমির সঙ্গে জাতিসংঘের পক্ষ থেকে আলোচনাও চলছে৷ অন্যদিকে সিরিয়াতে ২০ থেকে ৩০ জনের একটি প্রতিনিধি দল রাখারও কথাবার্তা হচ্ছে, যাতে জার্মানিরও অংশগ্রহণ থাকবে৷ অন্যদিকে রাশিয়া চাচ্ছে সিরিয়া নিয়ে আলোচনায় সৌদি আরব এবং ইরানেরও অংশগ্রহণ থাকুক৷

এর আগে গত জুন মাসে জাতিসংঘের স্থায়ী পাঁচ দেশ, তুরস্ক, ইরাক, কুয়েত ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা সম্মেলন করেন৷ সেখানে সিরিয়াতে আসাদ ও তাঁর বিরোধীদের সমন্বয়ে একটি ঐকমত্যের সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়৷

প্রতিবেদন: থমাস শ্মিড্ট / আরআই (এএফপি)

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ