1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের এখনই সময় : ট্রাম্প

২০ ডিসেম্বর ২০১৮

হঠাৎ করেই সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাশাপাশি সিরিয়ায় তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিজয়ের ঘোষণাও দিয়েছেন তিনি৷

Präsident Trump reist für eine Veranstaltung in Utah vom Weißen Haus ab
Präsident Trump reist für eine Veranstaltung in Utah vom Weißen Haus ab
ছবি: Getty Images/A. Wong

বুধবার হোয়াইট হাউজ থেকে একটি ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন৷ ভিডিওতে ট্রাম্প বলেন, ‘‘আইসিস-এর বিরুদ্ধে আমরা জয় পেয়েছি৷ তাই সময় হয়েছে আমাদের সেনাদের দেশে ফিরিয়ে আনার৷ সেটা এখনই করা উচিত৷ ''

মার্কিন কর্মকর্তারা বুধবার জানান, ট্রাম্প সিরিয়া থেকে ২ হাজার মার্কিন সেনা প্রত্যাহার করবেন৷ তবে আইএস-এর বিরুদ্ধে বিজয়ের ট্রাম্পের এই আকস্মিক ঘোষণায় তাঁর বিশেষজ্ঞরা পর্যন্ত বিস্মিত হয়েছেন৷ কারণ, তাঁদের বিশ্লেষণ বলছে ভিন্ন কথা৷ এমনকি রিপাবলিকান আইন প্রণেতারাও এই ঘোষণায় মোটেই খুশি হননি৷ এই পদক্ষেপকে তাঁরা বিপজ্জনক বলে উল্লেখ করেছেন৷

২০১৪ সালে সিরিয়ায় বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র৷ সে বছরই স্থলভাগেও হামলা চালায় তারা, পাশাপাশি সিরিয়ার বিদ্রোহীদের আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রশিক্ষণ দেয়৷

টুইটারে যখন আইএস বিরুদ্ধে যুদ্ধ জয়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, ঠিক সেই সময় তাঁর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স পেন্টাগনে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন৷

পরিণতি কী হতে পারে?

মার্কিন সেনা প্রত্যাহারের ফলে কুর্দি যোদ্ধাদের জন্য তুরস্কের সেনাবাহিনী হুমকি হয়ে উঠতে পারে৷ কেননা, আঙ্কারা কুর্দিদের সন্ত্রাসী হিসেবে গণ্য করে৷ কুর্দি যোদ্ধাদের সমর্থন করায় তুরস্ক বরাবরই যুক্তরাষ্ট্রের সমালোচনা করে আসছি৷

তাই ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে তুরস্ক একটা বড় কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ তুরস্ক মার্কিন সেনাদের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন ট্রাম্প৷

এদিকে, ট্রাম্পের এই ঘোষণার পর ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী বৃহস্পতিবার জানিয়েছেন, ‘‘ইসলামিক স্টেটের সদস্যরা দুর্বল হলেও তাদের শক্তি একেবারে শেষ হয়নি৷ যে-কোনcf সময় তারা আবার মাথাচাড়া দিতে পারে৷'' তাই তারা তাদের সেনাদের এখনই প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন তিনি৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ