মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়া থেকে ‘খুব শিগগিরই’ সেনা প্রত্যাহার করা হবে৷ মধ্যপ্রাচ্যের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাত ট্রিলিয়ন মার্কিন ডলার অপচয় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি৷
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ওহাইয়ো রাজ্যে শিল্প শ্রমিকদের উদ্দেশে দেয়া ভাষণে বৃহস্পতিবার ট্রাম্প বলেন যে, তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের কাছ থেকে সিরিয়াকে মুক্ত করার কাজ প্রায় শেষ৷ তাই শিগগিরই ঘরে ফিরতে পারবেন সেনাসদস্যরা৷
‘‘আমরা শিগগিরই ফিরে আসবো৷ এবার অন্যরা সেখানে দায়িত্ব পালন করুক’’, বলেন তিনি৷
‘‘(আইএস) খেলাফতের শতভাগই আমরা মুক্ত করতে সক্ষম হতে যাচ্ছি৷ খুব তাড়াতাড়িই তা সম্ভব হতে যাচ্ছে’’, যোগ করেন ট্রাম্প৷ সেনারা খুব দ্রুতই ঘরে পরিবারের কাছে ফিরতে পারবে বলে জানিয়ে ট্রাম্প বলেন, ‘‘আমরা ঘরে ফিরে আসবো, যেটি আমাদের আসল জায়গা এবং যেখানে আমরা থাকতে চাই৷’’
সিরিয়ায় যুদ্ধের ছবি
সপ্তাহ কয়েক আগেই রণহুংকার ছেড়েছিল তুরস্ক৷ কুর্দিদের পরাস্ত করতে সৈন্য পাঠিয়েছিল সিরিয়ার আফরিনে৷ সিরিয়াও কুর্দিদের পক্ষে লড়াইয়ের কথা বলেছিল৷ দেখে নেওয়া যাক রণভূমি আফরিনের ছবি৷
ছবি: Reuters/Khalil Ashawi
শীতের সকালে জলপাই পোশাক
গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপের বিভিন্ন দেশের মতো তুরস্ক এবং সিরিয়াতেও তীব্র শৈত্যপ্রবাহ হচ্ছে৷ তারই মধ্যে তুরস্কের সীমান্ত পার করে সিরিয়ায় প্রবেশ করেছে তুরস্কের সৈন্য৷
কুর্দি বিদ্রোহীদের খুঁজতে মহল্লায় মহল্লায় হামলা চালাচ্ছে তুরস্কের বাহিনী৷ ছাড় দেওয়া হচ্ছে না সাধারণ মানুষ এবং গবাদি পশুকেও৷
ছবি: Reuters/Khalil Ashawi
ধোঁয়ার কুণ্ডলী
বোমারু হামলার পর আফরিনের চেহারা৷ ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে চারিদিকে৷
ছবি: Getty Images/AFP/N. Al-Khatib
পাল্টা আঘাত
আফরিনে ঘাঁটি গেড়ে থাকা কুর্দি বিদ্রোহীরাও লাগাতার প্রত্যাঘাত করছে৷ তাদেরই গুলিতে আহত এক তুরস্কের জওয়ানকে নিয়ে যাওয়া হচ্ছে৷
ছবি: Reuters/Khalil Ashawi
পাথুরে ঘুম
সারাদিন ধরেই চলছে লড়াই৷ তারই মাঝে পাথরের আড়ালে জিরিয়ে নিচ্ছেন সৈন্যরা৷ হাতে বন্দুক নিয়ে৷
ছবি: Reuters/Khalil Ashawi
যুদ্ধ এবং আলাপ
একদিকে যুদ্ধ চলছে৷ হাতে বন্দুক নিয়ে অতন্দ্র প্রহর গুনছেন যোদ্ধারা৷ তারই মধ্যে মোবাইলে কথা বলে নিচ্ছেন কাছের মানুষদের সঙ্গে৷ হয়তো এটাই তাঁর শেষ কথা!
ছবি: Reuters/Khalil Ashawi
দূরবীন
একনজরে দেখলে বোঝা যায় না৷ মনে হয় বোমা৷ আসলে এটা বহু দূর পর্যন্ত দেখার বাইনেকুলার৷ যুদ্ধের ট্যাঙ্কে ব্যবহার করা হয়৷
ছবি: Reuters/Khalil Ashawi
হামলার মুহূর্তে
গ্রামে গ্রামে এভাবেই বন্দুক উঁচিয়ে সাধারণ মানুষের উপর হামলা চালানো হচ্ছে বলে কুর্দি বিদ্রোহীদের অভিযোগ৷
ছবি: Reuters/Khalil Ashawi
মর্টার
এভাবেই মর্টার বসিয়ে দূরের লক্ষ্যে ছোড়া হচ্ছে আফরিনে৷ একেকটি মর্টার শেলের আঘাতে মৃত্যু হচ্ছে কয়েকশ’ মানুষের৷
ছবি: Reuters/Khalil Ashawi
যুদ্ধের মাঝে প্রার্থনা
যুদ্ধের মধ্যেও নামাজ পড়ে নিচ্ছেন সৈন্যরা৷ পড়ন্ত বিকেলে সকলে একসঙ্গে দাঁড়িয়ে নামাজ পড়ছে৷
ছবি: Reuters/Khalil Ashawi
11 ছবি1 | 11
পূর্ব সিরিয়ায় দুই হাজারেরও বেশি মার্কিন সেনা স্থানীয় মিলিশিয়াদের সঙ্গে মিলে আইএসকে হটানোর চেষ্টা করছে৷
এদিকে, এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হেদার নাওয়ার্টকে জিজ্ঞেস করা হলে তিনি জানান যে, প্রেসিডেন্টের এই ঘোষণার বিষয়ে কিছু জানেন না তিনি৷
গেল জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাবেক সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন বলেছিলেন যে, সিরিয়া থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করা ঠিক হবে না৷ কারণ, এতে দেশটিতে আইএস ও আল কায়েদার প্রত্যাবর্তন ঘটতে পারে এবং সেখানে ইরানের প্রভাবও বেড়ে যাবে৷
টিলারসনের এই বক্তব্যে সিরিয়া নিয়ে মার্কিন কৌশল কী হতে পরে তা আন্দাজ করা যাচ্ছিলো৷ ঠিক এমন সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এই উল্টো পথে হাঁটার বিষয়টি চমক হয়েই এল৷
টিলারসনকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত এক টুইট বার্তায় জানিয়েছিলেন ট্রাম্প৷ প্রায়ই তিনি রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মার্কিন জেনারেল বা কূটনীতিকদের কারো সাথে আলাপ না করেই ঘোষণা দিয়ে দেন৷
‘‘আমরা মধ্যপ্রাচ্যে সাত ট্রিলিয়ন ডলার খরচ করেছি৷ এর বদলে কী পেয়েছি জানেন? কিছুই না৷’’ ভাষণে বলছিলেন ট্রাম্প৷ তিনি মনে করেন, এই অর্থ নতুন চাকরির সুযোগ ও অবকাঠামো নির্মাণে ব্যয় করা উচিত৷
জেডএ/এসিবি (এএফপি)
যুদ্ধবিধ্বস্ত সিরিয়া
আবার মৃত্যু৷ আবার সারি সারি শিশুদের লাশ৷ আবার সিরিয়া৷ আসাদ সরকারের বোমারু হামলায় ফের শ’য়ে শ’য়ে শিশুর মৃত্যু হয়েছে৷ এর আগেও অবশ্য বহুবার এমন দৃশ্য দেখেছে সিরিয়া৷
ছবি: picture-alliance/dpa/AP/Syrian Civil Defense White Helmets
সপ্তাহব্যাপী বিমান হামলা
গত সপ্তাহেই রাজধানী দামেস্কের অদূরে ঘুটা অঞ্চলে বিদ্রোহীদের উপর হামলা শুরু করে আসাদ সরকারের অনুগত বাহিনী৷ একের পর এক বিমান থেকে বোমাবর্ষণ করা হয়৷ এখনো পর্যন্ত সেই হামলায় পাঁচশ’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যদিও জাতিসংঘ সিরিয়ায় আগেই ৩০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল৷
ছবি: picture-alliance/dpa/AP/Syrian Civil Defense White Helmets
নারকীয় অবস্থা
জাতিসংঘের মহাসচিব ইতিমধ্যেই সিরিয়ার অবস্থাকে ‘পৃথিবীর বুকে একটি নরক’ বলে বর্ণনা করেছেন৷ জাতিসংঘের দাবি– আসাদ বাহিনী যত দ্রুত সম্ভব সাধারণ মানুষের উপর এই আক্রমণ বন্ধ করুক৷ গত ১৯ ফেব্রুয়ারি থেকে নতুন করে আসাদ বাহিনী ঘুটায় আক্রমণ শুরু করেছে৷
ছবি: Reuters/B. Khabieh
রাসায়নিক বোমা
অভিযোগ আগেও ছিল, এবারো উঠেছে৷ অভিযোগ, আসাদ সরকার সিরিয়ার সাধারণ মানুষের উপর রাসায়নিক বোমা বর্ষণ করছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, বহু আহতের শরীরেই ক্লোরিন গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে৷ বোমা হামলার পরেই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তিরা৷ তবে সরকারপক্ষের দাবি, কখনোই ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়নি হামলায়৷
ছবি: Reuters/B. Khabieh
রাস্তা জুড়ে যুদ্ধের চিহ্ন
যুদ্ধবিধ্বস্ত এলাকার রাস্তাঘাট ভরে আছে নানা অস্ত্রের ভগ্নাবশেষে, যার মধ্যে মিসাইলের চিহ্নও মিলেছে৷ সবচেয়ে সমস্যার বিষয় হলো, অতর্কিতে আসাদ সরকার হামলা শুরু করায় অধিকাংশ সাধারণ মানুষই পালাতে পারেননি৷
ছবি: Reuters/B. Khabieh
সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুমা
নতুন করে আক্রমণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘুটা অঞ্চলের দুমা শহর৷ সাময়িক যুদ্ধ বিরতির পর সাধারণ মানুষ রাস্তা পরিষ্কার করার কাজে নেমে পড়েছেন৷
ছবি: Reuters/B. Khabieh
খাবার নেই, জল নেই
আক্রমণের ফলে দুমায় খাবার এবং পানীয় প্রায় ফুরিয়ে গিয়েছে৷ কিন্তু নতুন করে খাবার আসছে না৷ সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত৷
ছবি: Reuters/B. Khabieh
নতুন করে যুদ্ধবিরতি
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নতুন করে সিরিয়ায় যুদ্ধ বিরতি ঘোষণা করেছে৷ ৩০ দিনের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়েছে৷ যদিও রাশিয়ার তরফ থেকে বলা হয়, আইএস এবং আল কায়দার উপর হামলা চলতে পারে৷ রাশিয়া আসাদ বাহিনীর অন্যতম মিত্র৷