1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তাল সিরিয়া

১২ আগস্ট ২০১২

সিরিয়ার আলেপ্পোতে প্রেসিডেন্ট আসাদের নিরাপত্তা বাহিনীর হামলা বেড়ে চলছে৷ এদিকে, সিরিয়া নিয়ে সৌদি আরবে রবিবার যে আরব লিগের বৈঠক হওয়ার কথা ছিল সেটা স্থগিত করা হয়েছে৷

ছবি: AP

রবিবার সকাল থেকেই দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ শুরু করে সরকারি বাহিনী৷ শার, তারিক-আল-বাব, সাখুর, হানানো ও বুস্তান আল-কাসর এলাকায় বোমা দিয়ে হামলা করে আসাদ বাহিনী৷ লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, এসওএইচআর দিয়েছে এই তথ্য৷

এদিকে সাফিরা এলাকায় বিদ্রোহীদের হামলায় সেনাবাহিনীর এক কর্নেল নিহত হয়েছে বলে জানিয়েছে এসওএইচআর৷

সকাল থেকে আলেপ্পো শহর ও আশেপাশের এলাকার সঙ্গে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে সংস্থাটি৷

আলেপ্পো ছাড়াও রাজধানী দামেস্কের কাদাম এলাকায়ও অভিযান চালিয়েছে সরকারি বাহিনী৷ আর কাবর আতকা এলাকায় চলেছে ধরপাকড়৷

বিদ্রোহী সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল জানিয়েছে, হোমস প্রদেশের শামাস এলাকা থেকে সাড়ে তিনশো জনকে ধরে নিয়ে গেছে নিরাপত্তা কর্মীরা৷ এরপর ১০ জনকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কাউন্সিল৷ বাকিদের অবস্থা কি সেটা অবশ্য তারা জানাতে পারেনি৷

আলেপ্পোতে হামলা বাড়িয়েছে সরকারি বাহিনীছবি: AP

এদিকে, সিরিয়ার সরকারি গণমাধ্যমের উপর আক্রোশ বেড়েছে বিদ্রোহীদের৷ সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, তাদের এক ঊর্ধ্বতন সাংবাদিককে শনিবার রাতে তাঁর নিজ বাসভবনে হত্যা করা হয়েছে৷ এর আগে শুক্রবার দামেস্কে সরকারি বাহিনীর সঙ্গে থাকা সরকারি টেলিভিশনের তিন সাংবাদিককে অপহরণ করে বিদ্রোহীরা৷ গত সপ্তাহে সরকারি টেলিভিশনের সদর দপ্তরে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছিল বিদ্রোহীরা৷ এছাড়া এ মাসের শুরুতে সরকারি টেলিভিশনের এক উপস্থাপককে হত্যা করা হয়েছিল৷

কোফি আনান চলে যাওয়ার পর সিরিয়া বিষয়ে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূতের দায়িত্ব কে পালন করবেন তা নিয়ে আজ একটি বৈঠক করার কথা ছিল আরব লিগ পররাষ্ট্রমন্ত্রীদের৷ সৌদি আরবের জেদ্দাতে সেটা হওয়ার কথা ছিল৷ কিন্তু কোনো কারণ না দেখিয়েই সেটা স্থগিত করা হয়েছে৷

উল্লেখ্য, সিরিয়া সমস্যা সমাধানে নিজের দেয়া প্রস্তাবে আশান্বিত সাড়া না পেয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান৷ সিরিয়ায় বর্তমানে জাতিসংঘের যে পর্যবেক্ষন মিশন রয়েছে তার মেয়াদ ১৯ তারিখে শেষ হচ্ছে৷ তারপর কী হবে তা নিয়ে জাতিসংঘে আলোচনা হবে বৃহস্পতিবার৷

জেডএইচ / আরআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ