1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া প্রসঙ্গ

১১ ফেব্রুয়ারি ২০১২

সিরিয়া নিয়ে আবারো জাতিসংঘে আলোচনা শুরু হতে যাচ্ছে৷ তবে এবার নিরাপত্তা পরিষদে নয়, সাধারণ পরিষদে৷ সোমবার এই আলোচনা হবে৷ সৌদি আরব সেখানে একটি নতুন প্রস্তাব উপস্থাপন করবে৷

ছবি: AP

নিরাপত্তা পরিষদের মতো সাধারণ পরিষদের সিদ্ধান্ত মানার ক্ষেত্রে কোনো আইনগত বাধ্যবাধকতা নেই৷ তারপরও সেখানে নেয়া কোনো পদক্ষেপের একটা গুরুত্ব থেকে যায়৷

সে আশায় সোমবার সাধারণ পরিষদে আলোচনা হবে৷ সৌদি আরব সেখানে একটি নতুন প্রস্তাব উপস্থাপন করবে৷ অবশ্য সেটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে৷ এতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে৷ এছাড়া সংঘর্ষ বন্ধের জন্য সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে৷ কিছুদিন আগে ঠিক এ ধরণেরই একটি প্রস্তাবে রাশিয়া ও চীন ভেটো দিয়েছিল৷

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার হাইকমিশনার নাভি পিল্লাই সোমবার সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন৷

এদিকে সিরিয়ায় চলছে সরকারি বাহিনীর নির্যাতন৷ আজ বাবা আমর শহরে সরকার বিরোধী আন্দোলনে মর্টার দিয়ে আঘাত হানা হয়৷ এতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিরোধী সংগঠনগুলো৷ শুক্রবার নিহত হয়েছে ৫২ জন৷ এর মধ্যে ১৬ জন হোমসে৷ আর ১১ জন দামেস্কে৷

বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসেবে সিরিয়ায় এখন পর্যন্ত নিহত হয়েছে সাত হাজারেরও বেশি মানুষ৷ আর সরকার বলছে, সন্ত্রাসীদের হামলায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে দুই হাজার সদস্য নিহত হয়েছে৷

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, একদল সশস্ত্র সন্ত্রাসী একটি সামরিক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ড: ইসা আল-খোলিকে তাঁর বাড়ির কাছে হত্যা করেছে৷ গত বছর মার্চে সিরিয়ায় আন্দোলন শুরু হওয়ার পর এই পর্যায়ের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা এই প্রথম৷

এদিকে শুক্রবার সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে জোড়া বোমা হামলার জন্য সরকার ও ফ্রি সিরিয়া আর্মি একে অপরকে দোষারোপ করেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ