1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংঘাত-সংঘর্ষে জর্জরিত সিরিয়া

৩০ জানুয়ারি ২০১২

সিরিয়ার সংঘাতময় পরিস্থিতি নিয়ে আগামীকাল মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হতে যাচ্ছে৷ এদিকে বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়ার প্রস্তাবে সাড়া দিয়েছে সিরিয়া৷

দামেস্কের উপকণ্ঠে সংঘর্ষের চিহ্নছবি: Reuters

নিরাপত্তা পরিষদের বৈঠক

সিরিয়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবার কথা রয়েছে৷ ইতিমধ্যে একটা খসড়া তৈরি করা হয়েছে এবং শুক্রবার সেটা জমাও দেয়া হয়েছে৷ বৈঠকে যোগ দিতে ব্রিটিশ ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যাচ্ছেন৷ আরব লিগের প্রধান নাবিল আল-আরাবিও উপস্থিত থাকবেন বৈঠকে৷ সিরিয়ার পরিস্থিতি নিয়ে আরব লিগ একটি প্রতিবেদন উপস্থাপন করবে৷ উল্লেখ্য, সিরিয়ায় আরব লিগের ১৬৫ সদস্যের একটি পর্যবেক্ষণ মিশন কাজ করেছে৷ অবশ্য শনিবার থেকে সেটা স্থগিত রয়েছে৷ কারণ সাধারণ জনগণের উপর সরকারি নিরাপত্তা বাহিনীর নির্যাতন বেড়েই চলেছে৷

বিদ্রোহী সৈন্যদের উল্লাসছবি: Reuters

প্রস্তাবে কী বলা হয়েছে?

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে তাঁর এক ডেপুটির কাছে ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে৷ আর ঐ ডেপুটির কাজ হবে বিরোধীদের সঙ্গে আলোচনা করে দুই মাসের মধ্যে একটি ঐকমত্যের সরকার গঠন করা৷

প্রতিক্রিয়া

এখন পর্যন্ত রাশিয়া এর বিরোধিতা করেছে৷ তারা বলছে আসাদকে ক্ষমতাচ্যুত করার মতো কোনো প্রস্তাবে তারা রাজি হবে না৷ উল্লেখ্য, এর আগে গত বছরও রাশিয়া এবং চীনের কারণে সিরিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দেয়া যায়নি৷

সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করে পরিস্থিতি সামাল দিতে চাইছে রাশিয়াছবি: picture-alliance/dpa

রাশিয়ার প্রস্তাবে রাজি সিরিয়া

বিরোধীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে বসার প্রস্তাব দিয়েছে রাশিয়া৷ এবং বৈঠকটা রাশিয়ায় করার কথা বলা হয়েছে৷ এই প্রস্তাবে সিরিয়ার সরকার রাজি হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়৷ আজ এক বিবৃতিতে রাশিয়া বিরোধীদেরও এই প্রস্তাবে রাজি হওয়ার আহ্বান জানিয়েছে৷

হতাহত

সোমবার ১৩ জন সাধারণ নাগরিক নিহত হওয়ার খবর দিয়েছে 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস'৷ এর মধ্যে হোমসে নয়জন আর কুসুর শহরে চারজন নিহত হয়েছে৷ এছাড়া ছয়জন সিরীয় সেনাও নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ এদিকে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বলছে, কিছু সন্ত্রাসী আজ হোমস শহরের গ্যাস পাইপলাইনে হামলা করেছে৷ উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সিরিয়ার শহরগুলোতে জ্বালানি সংকট চলছে৷ সরকার বলছে সন্ত্রাসীদের কারণে এমনটা হচ্ছে৷ আর বিরোধীরা বলছে, সরকার ইচ্ছে করেই জ্বালানি সংকট তৈরি করেছে৷ এদিকে সরকারি নির্যাতনের বিরোধীতা করে গত জুন মাসে সেনাবাহিনী ত্যাগ করা কর্ণেল হুসেইন হারমুসকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ