1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারও সতর্ক বাণী

১৫ আগস্ট ২০১২

সিরিয়ার রাজধানী দামেস্কে জাতিসংঘ পর্যবেক্ষকদের হোটেলের পেছনে বুধবার সকালে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ এদিকে সিরিয়া নিয়ে পশ্চিমা বিশ্বকে আবারও সতর্ক করেছে রাশিয়া৷

ছবি: dapd

বোমা হামলায় তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সরকারি টেলিভিশন৷ বোমাটি জ্বালানিবাহী একটি ট্রাকে রাখা ছিল৷
বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি এই বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে৷ সংগঠনটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা মাহের নুওয়াইমি বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, ঐ এলাকায় অবস্থিত সামরিক বাহিনীর একটি কার্যালয় তাদের লক্ষ্য ছিল৷ সেখানে বসে সেনা কর্মকর্তারা প্রতিদিন দামেস্কে অভিযান চালানোর পরিকল্পনা করে বলে দাবি করেছেন তিনি৷
এদিকে, হোটেলে অবস্থানরত জাতিসংঘের পর্যবেক্ষকরা অক্ষত আছেন বলে জানিয়েছেন সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ৷
উল্লেখ্য, এর আগে গতমাসে সিরিয়ার জাতীয় নিরাপত্তা সংস্থার সদর দপ্তরে বোমা হামলায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঊর্ধ্বতন তিন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছিলেন৷
এদিকে সৌদি আরবের মক্কায় আজ ওআইসি’র দুই দিনের শীর্ষ সম্মেলন শেষ হচ্ছে৷ ইতিমধ্যে সম্মেলনের প্রস্তাবনার একটি খসড়া হাতে পেয়েছে বার্তা সংস্থা এএফপি৷ তাতে সিরিয়াকে ওআইসি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে৷ এর আগে সিরিয়াকে গত বছর আরব লিগ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল৷
ওআইসি’র সদস্য ইরান সিরিয়া নিয়ে সংগঠনটির সিদ্ধান্তের সমালোচনা করেছে৷ উল্লেখ্য, সিরিয়া নিয়ে সুন্নি প্রধান সৌদি আরব আর শিয়া প্রধান ইরানের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে৷ সৌদি আরব সিরীয় বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে৷ ইরান এ বিষয়ে সৌদি আরবের কড়া সমালোচনা করেছে৷
এদিকে রাশিয়া সিরিয়া নিয়ে আবারও সতর্ক করেছে পশ্চিমা বিশ্বকে৷ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, সিরিয়ায় পরিবর্তন আনতে গত জুন মাসে যে চুক্তি হয়েছিল তাতে প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা থেকে সরানোর কোনো কথা না থাকলেও, পশ্চিমা বিশ্ব তা মানছেনা৷ বরং তারা বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহায়তা করছে৷ পশ্চিমারা কেন এমন করছে সে বিষয়ে তাদের কাছে আগামী কদিনের মধ্যেই রাশিয়া একটা উত্তর চাইবে বলে জানান তিনি৷
রাজধানী দামেস্কে প্রধানমন্ত্রীর বাসভবনের নিকটে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে৷
জেডএইচ / ডিজি (এএফপি, রয়টার্স)

বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছেছবি: picture-alliance/dpa
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ