আবারও সতর্ক বাণী
১৫ আগস্ট ২০১২ বোমা হামলায় তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সরকারি টেলিভিশন৷ বোমাটি জ্বালানিবাহী একটি ট্রাকে রাখা ছিল৷
বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি এই বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে৷ সংগঠনটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা মাহের নুওয়াইমি বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, ঐ এলাকায় অবস্থিত সামরিক বাহিনীর একটি কার্যালয় তাদের লক্ষ্য ছিল৷ সেখানে বসে সেনা কর্মকর্তারা প্রতিদিন দামেস্কে অভিযান চালানোর পরিকল্পনা করে বলে দাবি করেছেন তিনি৷
এদিকে, হোটেলে অবস্থানরত জাতিসংঘের পর্যবেক্ষকরা অক্ষত আছেন বলে জানিয়েছেন সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ৷
উল্লেখ্য, এর আগে গতমাসে সিরিয়ার জাতীয় নিরাপত্তা সংস্থার সদর দপ্তরে বোমা হামলায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঊর্ধ্বতন তিন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছিলেন৷
এদিকে সৌদি আরবের মক্কায় আজ ওআইসি’র দুই দিনের শীর্ষ সম্মেলন শেষ হচ্ছে৷ ইতিমধ্যে সম্মেলনের প্রস্তাবনার একটি খসড়া হাতে পেয়েছে বার্তা সংস্থা এএফপি৷ তাতে সিরিয়াকে ওআইসি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে৷ এর আগে সিরিয়াকে গত বছর আরব লিগ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল৷
ওআইসি’র সদস্য ইরান সিরিয়া নিয়ে সংগঠনটির সিদ্ধান্তের সমালোচনা করেছে৷ উল্লেখ্য, সিরিয়া নিয়ে সুন্নি প্রধান সৌদি আরব আর শিয়া প্রধান ইরানের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে৷ সৌদি আরব সিরীয় বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে৷ ইরান এ বিষয়ে সৌদি আরবের কড়া সমালোচনা করেছে৷
এদিকে রাশিয়া সিরিয়া নিয়ে আবারও সতর্ক করেছে পশ্চিমা বিশ্বকে৷ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, সিরিয়ায় পরিবর্তন আনতে গত জুন মাসে যে চুক্তি হয়েছিল তাতে প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা থেকে সরানোর কোনো কথা না থাকলেও, পশ্চিমা বিশ্ব তা মানছেনা৷ বরং তারা বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহায়তা করছে৷ পশ্চিমারা কেন এমন করছে সে বিষয়ে তাদের কাছে আগামী কদিনের মধ্যেই রাশিয়া একটা উত্তর চাইবে বলে জানান তিনি৷
রাজধানী দামেস্কে প্রধানমন্ত্রীর বাসভবনের নিকটে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে৷
জেডএইচ / ডিজি (এএফপি, রয়টার্স)