1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া নিয়ে ভিয়েনার বৈঠকে আশার ইঙ্গিত

৩০ অক্টোবর ২০১৫

সিরিয়া সংকট নিরসনের সহজ উপায় বের করার জন্য ভিয়েনায় বৈঠকে বসেছে পররাষ্ট্রমন্ত্রীরা৷ পরস্পরের বৈরি দুই দেশ ইরান আর সৌদি আরবও অংশ নিচ্ছে আলোচনায়৷ পাশাপাশি অবশ্য মৃত্যুর খবরও এসেছে যুদ্ধক্ষেত্র থেকে৷

Syrien-Konferenz in Wien Außenminister
ছবি: picture-alliance/AA/C. Oguz Gumrukcu

শুক্রবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ বেশ কিছু দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক৷ বৈঠকের আলোচ্য বিষয় সিরিয়া সংকট৷ আড়াই বছরে প্রায় আড়াই লাখ মানুষের প্রাণ কেড়ে নেয়া সিরিয়া যু্দ্ধ বন্ধ করার উপায় বের করার জন্য আয়োজিত বৈঠকটিতে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও গিয়েছেন৷ নিজের বক্তব্যে বৈঠক ফলপ্রসূ হবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার বলেন, ‘‘আমরা সবাই যদি সমঝোতার চেষ্টা করার মানসিকতা নিয়ে এসে থাকি, যদি সবাই সিরিয়া সংকট নিরসনে কিছু ভূমিকা রাখার চেষ্টা করি, তাহলে এ বৈঠক সফল হবে৷''

বৈঠক নিয়ে এমন আশাবাদ শোনা গেলেও শুক্রবারও অন্তত ৪০ জন মারা গেছেন সিরিয়ায়৷ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী রাজধানী দামেস্কের কাছের এক বাজারে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে৷

সিরিয়া যুদ্ধে এ পর্যন্ত অন্তত আড়াই লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে৷ গৃহহারা হয়ে দেশ ছেড়েছেন অন্তত ৪২ লক্ষ সিরীয়৷ তুরস্ক ও প্রতিবেশী অন্যান্য দেশ এবং ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছেন তাঁরা৷

এসিবি/জেডএইচ (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ