1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া

৯ জুন ২০১২

সিরিয়াতে স্থিতিবস্থা আনতে আন্তর্জাতিক সংলাপের উদ্যোগ নিতে যাচ্ছে রাশিয়া৷ দেশটিতে সেনা ও বিদ্রোহীদের পাশাপাশি নিরীহ মানুষের প্রাণহানি ঘটে চলেছে৷ এদিকে অন্তর্কোন্দল দূর করার চেষ্টা করছে আসাদ বিরোধীরা৷

Syrians attend an anti-Bashar Assad protest after Friday prayers on the outskirts of Idlib, Syria, Friday, June 8, 2012. (Foto:AP/dapd) // eingestellt von nis
Syrien - Neue Proteste gegen Assadছবি: AP

রুশ সংলাপের উদ্যোগ

রাশিয়া চাচ্ছে সিরিয়া নিয়ে একটি বহুপক্ষীয় আলোচনা শুরু করতে৷ জাতিসংঘের বিশেষ দূত কোফি আনান যেভাবে আন্তর্জাতিক মহলকে সংশ্লিষ্ট করার চেষ্টা করছেন সেই রাস্তা ধরেই একটি বিকল্প প্রস্তাবের কথাবার্তা এখন শোনা যাচ্ছে রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে৷ উল্লেখ্য, মাত্র দিন কয়েক আগে আনান বলেছিলেন যে সিরিয়া ক্রমেই গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে৷ এবং সেটা ঘটলে তার আগুন আশেপাশেও ছড়িয়ে পড়তে পারে৷ রুশ কর্তৃপক্ষ যে সম্ভাব্য আলোচনার কথা বলেছে তাতে কেবল পশ্চিমা দেশগুলো নয় সিরিয়ার প্রতিবেশী দেশগুলোকেও পক্ষ করতে চায় রাশিয়া৷ এই ক্ষেত্রে রাশিয়া চায় ইরানও সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নিক৷ তবে এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে যেটা সহজেই বোধগম্য৷

তবে সংলাপের ফলাফল যা-ই হোক না কেন সিরিয়াতে কোন সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরভ৷ আজ তিনি স্পষ্টই জানিয়েছেন, সিরিয়ার ওপর জোর জবরদস্তির কোন পদক্ষেপই তারা অনুমোদন করবে না৷ উল্লেখ্য, এর আগেও জাতিসংঘের দুটি নিষেধাজ্ঞা প্রস্তাবে চীনের পাশাপাশি রাশিয়া ভেটো ক্ষমতা প্রয়োগ করেছিলো৷

রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেল লাভরভ (মাঝে)ছবি: dapd

অব্যাহত রক্তপাত

শনিবার অন্তত ২৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে বিদ্রোহী সমর্থক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ তারা সবাই বেসামরিক নাগরিক এবং তারা আসাদ বাহিনীর গোলায় প্রাণ হারিয়েছে, এমন দাবি এই সংস্থাটির৷ এর আগে তারা জানিয়েছিলো শুক্রবার গোটা দেশে ৬৮ জন মানুষ প্রাণ হারিয়েছে যাদের মধ্যে ২৫ জন সেনা এবং সাতজন বিদ্রোহী যোদ্ধা রয়েছে৷ বাকিরা নিরীহ বেসামরিক নাগরিক৷ উভয় পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেই চলেছে৷

বিদ্রোহীদের অন্তর্কোন্দল

সেটা মেটাতেই তুরস্কে বৈঠক করতে যাচ্ছে আসাদ বিরোধী সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের নেতারা৷ নিজেদের মধ্যে কোন্দলের জের ধরে গত ১৭ই মে পদত্যাগ করেন এসএনসির প্রধান বুরহান গালিউন৷ তাঁর জায়গায় নতুন নেতা নির্বাচনের চেষ্টা করছে নির্বাসিত আসাদ বিরোধী নেতারা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এএফপি, রয়টার্স)

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ