1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া

৯ জুন ২০১২

সিরিয়াতে স্থিতিবস্থা আনতে আন্তর্জাতিক সংলাপের উদ্যোগ নিতে যাচ্ছে রাশিয়া৷ দেশটিতে সেনা ও বিদ্রোহীদের পাশাপাশি নিরীহ মানুষের প্রাণহানি ঘটে চলেছে৷ এদিকে অন্তর্কোন্দল দূর করার চেষ্টা করছে আসাদ বিরোধীরা৷

Syrians attend an anti-Bashar Assad protest after Friday prayers on the outskirts of Idlib, Syria, Friday, June 8, 2012. (Foto:AP/dapd) // eingestellt von nis
Syrien - Neue Proteste gegen Assadছবি: AP

রুশ সংলাপের উদ্যোগ

রাশিয়া চাচ্ছে সিরিয়া নিয়ে একটি বহুপক্ষীয় আলোচনা শুরু করতে৷ জাতিসংঘের বিশেষ দূত কোফি আনান যেভাবে আন্তর্জাতিক মহলকে সংশ্লিষ্ট করার চেষ্টা করছেন সেই রাস্তা ধরেই একটি বিকল্প প্রস্তাবের কথাবার্তা এখন শোনা যাচ্ছে রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে৷ উল্লেখ্য, মাত্র দিন কয়েক আগে আনান বলেছিলেন যে সিরিয়া ক্রমেই গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে৷ এবং সেটা ঘটলে তার আগুন আশেপাশেও ছড়িয়ে পড়তে পারে৷ রুশ কর্তৃপক্ষ যে সম্ভাব্য আলোচনার কথা বলেছে তাতে কেবল পশ্চিমা দেশগুলো নয় সিরিয়ার প্রতিবেশী দেশগুলোকেও পক্ষ করতে চায় রাশিয়া৷ এই ক্ষেত্রে রাশিয়া চায় ইরানও সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নিক৷ তবে এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে যেটা সহজেই বোধগম্য৷

তবে সংলাপের ফলাফল যা-ই হোক না কেন সিরিয়াতে কোন সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরভ৷ আজ তিনি স্পষ্টই জানিয়েছেন, সিরিয়ার ওপর জোর জবরদস্তির কোন পদক্ষেপই তারা অনুমোদন করবে না৷ উল্লেখ্য, এর আগেও জাতিসংঘের দুটি নিষেধাজ্ঞা প্রস্তাবে চীনের পাশাপাশি রাশিয়া ভেটো ক্ষমতা প্রয়োগ করেছিলো৷

রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেল লাভরভ (মাঝে)ছবি: dapd

অব্যাহত রক্তপাত

শনিবার অন্তত ২৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে বিদ্রোহী সমর্থক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ তারা সবাই বেসামরিক নাগরিক এবং তারা আসাদ বাহিনীর গোলায় প্রাণ হারিয়েছে, এমন দাবি এই সংস্থাটির৷ এর আগে তারা জানিয়েছিলো শুক্রবার গোটা দেশে ৬৮ জন মানুষ প্রাণ হারিয়েছে যাদের মধ্যে ২৫ জন সেনা এবং সাতজন বিদ্রোহী যোদ্ধা রয়েছে৷ বাকিরা নিরীহ বেসামরিক নাগরিক৷ উভয় পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেই চলেছে৷

বিদ্রোহীদের অন্তর্কোন্দল

সেটা মেটাতেই তুরস্কে বৈঠক করতে যাচ্ছে আসাদ বিরোধী সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের নেতারা৷ নিজেদের মধ্যে কোন্দলের জের ধরে গত ১৭ই মে পদত্যাগ করেন এসএনসির প্রধান বুরহান গালিউন৷ তাঁর জায়গায় নতুন নেতা নির্বাচনের চেষ্টা করছে নির্বাসিত আসাদ বিরোধী নেতারা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এএফপি, রয়টার্স)

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ