1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া নিয়ে রুশ-মার্কিন ঐকমত্য

৮ মে ২০১৩

অবশেষে সিরিয়ার প্রশ্নে আন্তর্জাতিক স্তরে কিছু অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মস্কোয় রুশ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর একটা বোঝাপড়ায় এসেছেন৷

ছবি: MLADEN ANTONOV/AFP/Getty Images

একদিকে কেরি, অন্যদিকে খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ৷ এতদিনের রেষারেষি সরিয়ে রেখে তাঁরা সিরিয়ার পরিস্থিতির উন্নতির লক্ষ্যে একটা ঐকমত্যে পৌঁছলেন৷ দুই পক্ষই এবার চায়, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী ও বিদ্রোহীরা অবিলম্বে হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করুক৷ তারপর আলাপ-আলোচনা সহ শান্তিপূর্ণ পথে সংকটের সমাধান করতে হবে৷ চলতি মাসের শেষেই সিরিয়া সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার প্রস্তুতি চলছে৷ গত বছর জুন মাসে জেনিভায় সিরিয়া বিষয়ক যে সম্মেলন আয়োজন করা হয়েছিল, তাতেও একটি বোঝাপড়া হয়েছিল৷ তবে তা কার্যকর করা সম্ভব হয় নি৷ সিরিয়ার মানুষই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে – সেটাই ছিল তার মূলমন্ত্র৷

জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি সিরিয়ার প্রশ্নে অ্যামেরিকা ও রাশিয়ার বোঝাপড়াকে স্বাগত জানিয়েছেন৷ তিনি বলেন, বহুদিন পর সিরিয়ার জন্য আবার কিছুটা আশার আলো দেখা যাচ্ছে৷ তবে এটা একটা প্রাথমিক পদক্ষেপ মাত্র৷ এবার নিরাপত্তা পরিষদের বাকি স্থায়ী সদস্যদের সমর্থন পেলেই অগ্রগতির প্রত্যাশা করা যেতে পারে৷

মস্কো এতকাল আসাদ সরকারকে সমর্থন ও সাহায্য দিয়ে এসেছে৷ অন্যদিকে বিদ্রোহীরা পশ্চিমা জগত থেকে নানা রকম সহায়তা পাচ্ছে৷ কিন্তু তার ফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেড়ে চলেছে৷ এবার ওয়াশিংটন ও মস্কো সর্বশক্তি প্রয়োগ করলে হিংসা বন্ধ হতে পারে, এমনটাই আশা করা হচ্ছে৷ তারপর সরকার ও বিদ্রোহীরা মিলে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারে৷

অর্থাৎ, অ্যামেরিকা সহ পশ্চিমা জগত যেভাবে বাশার আল-আসাদকে সরিয়ে সিরিয়ার ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করে আসছিল, সেই মনোভাবে রদবদল হয়েছে বলে মনে করছে রাশিয়া৷ ভবিষ্যৎ সমাধানসূত্রে আসাদকেও শামিল করা হলে তবেই যে কোনো চুক্তি টেকসই হবে বলে তাদের ধারণা৷ দুই পরাশক্তির এই ঐকমত্য সত্ত্বেও আসাদ ও বিদ্রোহীরা নিজেদের মধ্যে কতটা সহযোগিতা করতে প্রস্তুত, তার উপর নির্ভর করবে অগ্রগতির সম্ভাবনা৷

এসবি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ