জাতিসংঘে অ্যামেরিকা বলেছে, সিরিয়ায় নির্বাচন হবে বলে সন্তুষ্ট হওয়ার কিছু নেই। সেই নির্বাচন অবাধ নাও হতে পারে।
বিজ্ঞাপন
এই বছরেই সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। কিন্তু অ্যামেরিকা মনে করে, ওই নির্বাচনকে দেখিয়ে সবাইকে বোকা বানানো হতে পারে। জাতিসংঘে অ্যামেরিকার প্রতিনিধি লিন্ডা টমাস গ্রিনফিল্ড বলেছেন, ওই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ নাও হতে পারে। যদি না হয়, তা হলে নির্বাচন প্রেসিডেন্ট আসাদের শাসনকে আইনসঙ্গত করতে পারবে না।
সিরিয়ায় সংঘাতের দশম বার্ষিকী উপলক্ষে এই মন্তব্য করেছেন অ্যামেরিকার প্রতিনিধি। দশ বছর আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর মধ্যে দিয়ে এই সংঘাত শুরু হয়।
গ্রিনফিল্ড বলেছেন, সিরিয়ায় যে নির্বাচন হবে তা জাতিসংঘের শর্ত মেনে হচ্ছে না। ২০১৫ সালে জাতিসংঘের প্রস্তাবে বলা হয়েছে, সিরিয়ায় নতুন সংবিধান অনুসারে ভোট হবে এবং তা হবে জাতিসংঘের তত্ত্বাবধানে।
ইউরোপে অ্যামেরিকার বন্ধু দেশগুলি সিরিয়ার জনগণের পাশে থাকার কথা জানিয়েছে। ফ্রান্স, জার্মানি, ইটালি, যুক্তরাজ্য ও অ্যামেরিকার পররাষ্ট্রমন্ত্রীরা একটি বিবৃতিতে বলেছেন, সিরিয়ায় মানুষের উপর অত্যাচার হয়েছে, বাড়াবাড়ি হয়েছে, আন্তর্জাতিক আইন মানা হয়নি। এই অবস্থায় তারা পুরোপুরি সিরিয়ার মানুষের পাশে আছেন।
তারা সিরিয়ার মানুষের অধিকার বজায় রেখে, ভবিষ্যৎ সুনিশ্চিত করে সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান।
সিরিয়া যুদ্ধের ৯ বছরে জন্ম নেয়া ৯ শিশু
সিরিয়া যুদ্ধের ৯ বছরে জন্ম নেয়া ৯ শিশুর কথা তুলে ধরেছেন রয়টার্সের আলোকচিত্রী খলিল আশাউই৷ তারা এখন আছে সিরিয়া-তুরস্ক সীমান্তের আতমেহ শরণার্থী শিবিরে৷
ছবি: picture-alliance/AA/M. Said
সিরিয়ার অর্ধেক মানুষ গৃহহীন
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গৃহহীন দেশটির প্রায় অর্ধেক মানুষ৷ এখানকার প্রত্যেক শিশুর নিজেদের গল্প রয়েছে৷ রনিম বারাকাত এর বয়স ৯ বছর৷ সে এসেছে সিরিয়ার হামা থেকে৷
ছবি: Reuters/K. Ashawi
জমজ ভাই বোন
জুমানা এবং ফারহান আলিয়াউই এসেছে পূর্ব ইদলিব থেকে৷ জমজ এই ভাইবোনের বয়স আট বছর৷ আলোকচিত্রী খলিল আশাউই সেই শিশুদের ছবি তুলেছেন যারা সিরীয় যুদ্ধের নয় বছরের প্রতিটি বছরকে প্রতিনিধিত্ব করছে৷
ছবি: Reuters/K. Ashawi
সাত বছরের আবদাল্লাহ
মোহাম্মদ আবদাল্লাহ ইদলিবের দক্ষিণাঞ্চল জাবাল আল জাওইয়া থেকে এসেছে৷ বয়স ৭৷ আলোকচিত্রী খলিল আশাউই বলছেন, ‘‘এই শিশুদের কয়েকজন বাড়ি বলতে কী বোঝায় তা জানেনা, অন্যরা ভুলে গেছে যে বাড়িতে দেয়াল থাকে, দরজা থাকে৷’’
ছবি: Reuters/K. Ashawi
ছয় বছরের রাওয়ান
৬ বছরের রাওয়ান আল আজিজের এখনও মনে আছে ইদলিবের দক্ষিণে তাদের বাড়িটা ছিলো পুরানো ধাঁচের৷ তার কাছে বাড়ি মানে পরিবার পরিজন, বন্ধুবান্ধব যেখানে থাকে৷ সে বাড়ি থেকে তার খেলনা নিয়ে এসেছে৷ কিন্তু শরণার্থী শিবির একেবারেই পছন্দ নয় তার৷ ‘‘তাঁবু কোনো বাড়ি নয়, কারণ এখানে আগুন লেগে যেতে পারে, বাতাসে উড়ে যেতে পারে,’’ বলেছে রাওয়ান৷
ছবি: Reuters/K. Ashawi
পাঁচ বছরের মাইসা
হোমসের উপকণ্ঠ থেকে এসেছে পাঁচ বছরের মাইসা মাহমুদ৷
ছবি: Reuters/K. Ashawi
চার বছরের মারিয়া
হোমস থেকে এসেছে চার বছরের মারিয়া মাহমুদ৷
ছবি: Reuters/K. Ashawi
তিন বছরের মাহমুদ
ছবিতে দেখা যাচ্ছে তিন বছরের মাহমুদ আল বাশাকে৷
ছবি: Reuters/K. Ashawi
দুই বছরের ওয়ালিদ
আলেপ্পো থেকে এসেছে দুই বছরের ওয়ালিদ আল খালেদ৷
ছবি: Reuters/K. Ashawi
চার মাসের শিশু
দক্ষিণ ইদলিবের উপকণ্ঠে ছিলো চার মাস বয়সি আবদুল রহমান আল ফারেসের বাড়ি৷
ছবি: Reuters/K. Ashawi
9 ছবি1 | 9
তবে জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি অবশ্য সিরিয়াকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, ২০১১ সালে বাইরের শক্তি সিরিয়ায় ঝামেলা করেছিল। তারা আইনসঙ্গতভাবে নির্বাচিত সিরিয়ার কর্তৃপক্ষকে সরিয়ে দিতে চেয়েছিল।
জাতিসংঘের সিরিয়া নিয়ে বিশেষ দূত বলেছেন, সিরিয়া সমস্যার সমাধানের জন্য অ্যামেরিকা, রাশিয়া, ইরান, তুরস্ক, আরব দেশগুলি ও ইউরোপের দেশগুলিকে একসঙ্গে নিয়ে চলতে হবে।