1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া প্রশাসনের ওপর ইইউ'এর নিষেধাজ্ঞা

১৪ নভেম্বর ২০১১

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার বাশার আল-আসাদ প্রশাসনের সঙ্গে যুক্ত ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে সোমবার৷

আরব লিগের পর এবার ইইউ’ও সিরিয়ার বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিলছবি: picture-alliance/dpa

সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন অব্যাহত রাখার কারণে আরব লিগ সিরিয়ার সদস্যপদ স্থগিত করায়, ঘটনাটির তীব্র সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম৷

সোমবারের এই নিষেধাজ্ঞা অবশ্য নতুন কিছু নয়৷ সিরিয়ার মানুষের ওপর সরকারি বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন এর আগেই একটি ‘কালো তালিকা' প্রস্তুত করেছিল৷ তাই আজ ই.ইউ.-র পররাষ্ট্রমন্ত্রীরা দীর্ঘ আলোচনা শেষে, আসাদ প্রশাসনের সঙ্গে যুক্ত আরো ১৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নেওয়ার পর, ঐ ‘কালো তালিকা'-য় মোট ৭৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অন্তর্গত করা হলো৷

আরব লিগ সিরিয়ার সদস্যপদ স্থগিত করার পর থেকে আসাদ প্রশাসনের ওপর চাপ আরও বেড়ে গেছে৷ কিন্তু এরপরও বাশার আল-আসাদ ক্ষমতা ত্যাগ করতে রাজি নন৷ তাঁর এই সিদ্ধান্ত অত্যন্ত ‘একগুঁয়ে' বলে মন্তব্য করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আলাঁ জুপ৷ এদিকে, জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ বাশার আল-আসাদের উদ্দেশ্যে সিরিয়ার স্বার্থে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন৷ কিন্তু তাতেও এখনও পর্যন্ত কোনো লাভ হয় নি৷ ওদিকে, দামেস্ক থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের জন্য আরব লিগ-এর সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসেম৷

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেমছবি: picture-alliance/landov

গত শনিবার কায়রোয় আরব লিগ-এর সদস্য রাষ্ট্রগুলোর ভোটে সিরিয়ার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ সংস্থাটির ১৮টি সদস্য রাষ্ট্রের মধ্যে সিরিয়া, লেবানন ও ইয়েমেন প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় এবং ইরাক ভোটদানে বিরত থাকে৷ বাকি ১৪টি সদস্য দেশের ভোটেই পাস হয় প্রস্তাবটি৷ জানা যায়, ১৬ই নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে৷ তবে স্বাভাবিকভাবেই, আরব লিগ-এর এহেন সিদ্ধান্তে অত্যন্ত ক্ষুব্ধ সিরিয়া৷ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম সোমবার আরব লিগ-এর এই সিদ্ধান্তকে একটি ‘বিপজ্জনক পদক্ষেপ' বলে উল্লেখ করেন৷ আরব লিগ'এর সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সংগঠনটির তুমুল সমালোচনাও করেন তিনি৷

পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম বলেছেন, তাঁর সরকার এই চাপের মুখে নতি স্বীকার করতে কিছুতেই প্রস্তুত নয়৷ তাছাড়া, আরব লিগ-এর এই সিদ্ধান্ত অত্যন্ত লজ্জার৷ এর ফলে সিরিয়া আরো শক্তিশালী একটি জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তাঁর দাবি৷ তিনি বলেন, ‘‘সিরিয়াতে রক্তক্ষয়ী সংঘাতের জন্য আমি দুঃখিত৷ কিন্তু আমি মনে করি, খুব শীঘ্রই আমরা এ ধরনের একটি পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হতাম৷ তাই আরব লিগ-এর এমন একটা সিদ্ধান্ত আমরা কখনোই মেনে নিতে পারি না৷''

উল্লেখ্য, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের দাবিতে সিরিয়ায় চলমান আন্দোলনে, নিরাপত্তা বাহিনীর সহিংসতায় এখনও পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ