1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংকট

১৪ ডিসেম্বর ২০১২

যুক্তরাষ্ট্রসহ বিদ্রোহীদের মিত্ররা খুব খুশি৷ রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রীর এক বিবৃতিতে সেরকম রসদই ছিল৷ কিন্তু রাশিয়া জানিয়েছে, সিরিয়ার প্রশ্নে তারা আগের অবস্থানে এখনো অনড়৷

ছবি: Reuters

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, বিদ্রোহীদের সহায়তা করা তাঁদের নৈতিক দায়িত্ব৷

সিরিয়ার বিষয়ে রাশিয়ার অবস্থানটা কী তা মোটামুটি সবারই জানা৷ শুধু রাশিয়া নয়, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীনও বলে আসছে দেশটির চলমান সমস্যার সমাধান করতে হবে রাজনৈতিকভাবে, সরকার ও বিরোধীদের আলোচনার মাধ্যমে৷ কিন্তু আসাদবিরোধী দেশগুলো জাতিসংঘের কঠোর ব্যবস্থার পাশাপাশি দেশটির ওপর সরাসরি শক্তি প্রয়োগের কথাও ভাবছিল৷ জাতিসংঘেও তোলা হয়েছে এ আলোচনা৷ কিন্তু রাশিয়া আর চীনের বিরোধিতার কারণে সেটা সম্ভব হয়নি৷

কিন্তু প্রায় ২০ মাস ধরে চলে আসা যুদ্ধে এখন বাশার আল-আসাদের অনুগত বাহিনীর বেশ কোণঠাসা অবস্থা৷ যুদ্ধক্ষেত্র থেকে আসছে শুধু বিদ্রোহীদের সাফল্যের খবর৷ এ পরিস্থিতিতে সম্প্রতি সিরিয়ার সরকার বিরোধীদের জোট এসএনসি-কে স্বীকৃতি দিয়েছে আরব বিশ্ব ও পাশ্চাত্যের আসাদবিরোধী দেশগুলো৷ মার্কিন যুক্তরাষ্ট্রও আছে সেই তালিকায়৷ রাশিয়া আগের অবস্থান থেকে না সরলে তারপরও তো দুশ্চিন্তা থাকেই৷ বৃহস্পতিবার রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের এক বিবৃতি সেই দুশ্চিন্তা থেকে তাঁদের সাময়িকভাবে হলেও মুক্তি দিয়েছিল৷ বোগদানভ বলেছিলেন, ‘‘যুদ্ধের এখন যা অবস্থা তাতে আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের বিজয়ের সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না৷’’

তাঁর এ বক্তব্যে যুক্তরাষ্ট্র ভীষণ খুশি৷ সে দেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, ‘‘অবশেষে বাস্তব পরিস্থিতি বুঝে জেগে উঠেছে রাশিয়া৷ এখন তারা দেয়ালের লিখন পড়তে পারছে৷’’ কিন্তু যুক্তরাষ্ট্রকে হতাশ করার মতো পাল্টা বিবৃতি এসেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে৷ সেখানে বলা হয়েছে, বোগদানভ যা বলেছেন তা রাশিয়ার বক্তব্য নয়৷ তার মানে, সিরিয়ার সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে – আগের এ বক্তব্য থেকে একচুলও সরেনি রাশিয়া৷

শুক্রবার ন্যাটোর সামরিক কমিটির চেয়ারম্যান ক্নুড বারটেলস বক্তব্যেও শোনা গেছে বোগদানভের সুর৷ বারটেলস জানিয়েছেন, তাঁরও মনে হয় আসাদের পতন এখন স্রেফ সময়ের ব্যাপার৷

এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট হেরমান ফ্যান রমপয় বলেছেন, প্রেসিডেন্ট আসাদের অনুগত বাহিনীর হামলায় সিরিয়ায় প্রতিদিন অসংখ্য নিরপরাধ মানুষ মারা যাচ্ছে, এ অবস্থায় বিদ্রোহীদের যতভাবে সম্ভব সহায়তা করা এখন নৈতিক দায়িত্ব৷ ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ সম্মেলনে তিনি এ কথা বলেন৷

এসিবি/ডিজি (রয়টার্স, এএফপি)

ন্যাটো পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক...ছবি: AFP/Getty Images
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ