1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিক্ষুব্ধ সিরিয়া

৫ ফেব্রুয়ারি ২০১২

সিরিয়া নিয়ে জাতিসংঘে ভেটো দিয়ে পশ্চিমা বিশ্বের নিন্দা কুড়ালো রাশিয়া ও চীন৷ সিরিয়ার বিরোধীরা বলছে, এর মাধ্যমে প্রেসিডেন্ট আসাদকে সাধারণ মানুষ ‘হত্যার লাইসেন্স’ দেয়া হলো৷

সিরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনাছবি: dapd

কেন ভেটো

জাতিসংঘে রাশিয়ার দূত ভিটালি চুরকিন বলছেন, যে খসড়ায় তারা ভেটো দিয়েছেন সেটা ছিল অসামঞ্জস্যপূর্ণ৷ সেটাকে ঠিক করার জন্য রাশিয়া আলোচনা চালিয়েছিল বলে জানান চুরকিন৷ কিন্তু অ্যামেরিকা সহ নিরাপত্তা পরিষদের অন্য সদস্যরা সেটা মেনে নেয়নি৷ তিনি বলেন, সিরিয়ার সমস্যা কূটনৈতিক উপায়ে ঠিক করতে হবে৷ চীনও একই মন্তব্য করেছে৷ উল্লেখ্য, জাতিসংঘের প্রস্তাবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে তাঁর এক ডেপুটির কাছে ক্ষমতা ছাড়ার আহ্বান জানানো হয়েছিল৷ আর ঐ ডেপুটির কাজ হতো বিরোধীদের সঙ্গে আলোচনা করে দুই মাসের মধ্যে একটি ঐকমত্যের সরকার গঠন করা৷ কিন্তু রাশিয়া আর চীন একে সিরিয়ার সরকার পরিবর্তনের প্রস্তাব মনে করে৷

সিরিয়ায় চলছে বিক্ষোভছবি: REUTERS

প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স থেকে শুরু করে আরব বিশ্ব এর তীব্র নিন্দা জানিয়েছে৷ টিউনিশিয়ার প্রধানমন্ত্রী হামাদি জেবালি বলছেন, এর মাধ্যমে এটাই প্রমাণিত হলো যে, নিরাপত্তা পরিষদের ভেটো ব্যবস্থাটি সঠিক নয়৷ তিনি বলেন, রাশিয়া ও চীন তাদের ক্ষমতার অপব্যবহার করেছে৷ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতুগলো বলেছেন, দেশ দুটি বাস্তবতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়নি৷ আর সিরিয়ার বিরোধীরা বলছে, তারা সহ সারা বিশ্ব নিরাপত্তা পরিষদের দিকে তাকিয়ে ছিল৷ একটা শক্তিশালী বিবৃতির আশা করেছিল সবাই৷ কিন্তু সেটা হলো না৷

রুশ পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া যাচ্ছেন

পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে যাবেন বিদেশি গোয়েন্দা শাখার প্রধান মিখাইল ফ্রাডকভ৷ তারা প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সিরিয়ার গণতান্ত্রিক সংস্কার নিয়ে কথা বলবেন বলে জানানো হয়েছে৷

সবশেষ পরিস্থিতি

রবিবার সেখানে ৬০ জন মারা গেছে বলে জানিয়েছে বিরোধীরা৷ এই নিয়ে গত ১১ মাসে সিরিয়ায় ছয় হাজারেরও বেশি লোক নিহত হয়েছে বলে জানিয়েছে তারা৷ এর মধ্যে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি শুরুর আগে হোমস শহরে আসাদ বাহিনীর হামলায় দুশোর বেশি লোক নিহত হয় বলে জানা গেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ