1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিসিরিয়া

বিদ্রোহীরা দখল নেয়ার পর আলেপ্পোতে রাশিয়ার বিমান হামলা

৩০ নভেম্বর ২০২৪

সিরিয়ার আলেপ্পো শহরের অধিকাংশই বিদ্রোহীরা দখলে নেয়ার পর সেখানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া৷ ২০১৬ সালের পর এই প্রথম সেখানে হামলা চালালো রুশ বিমান৷

ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠী হায়াত তারির আল-শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের একটি অংশ আলেপ্পো শহরের অনেক ভেতরে প্রবেশে সক্ষম হয় বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস'৷
বিদ্রোহীরা প্রবেশের পর প্রায় জনশূন্য আলেপ্পো ছবি: OMAR HAJ KADOUR/AFP

সিরিয়ার গৃহযুদ্ধ পরিস্থিতি বেশ কিছুকাল শান্ত থাকার পর গত কয়েকদিন ধরে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে৷ জিহাদী বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেয়ার পর সেখানে বিমান হামলা চালিয়েছে রুশ ও যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিমান বাহিনী৷

ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠী হায়াত তারির আল-শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের একটি অংশ আলেপ্পো শহরের অনেক ভেতরে প্রবেশে সক্ষম হয় বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস'৷ 

সিরিয়ার ধ্বংসস্তূপে চিত্রকর্ম

00:58

This browser does not support the video element.

সিরিয়ার সামরিক বাহিনী শনিবার জানিয়েছে যে, গত কয়েকদিনে আলেপ্পো এবং ইডলিবে দেশটির কয়েক ডজন সেনা নিহত হয়েছে এবং পাল্টা হামলা চালানোর আগে সাময়িকভাবে সেনা প্রত্যাহার করা হয়েছে৷

এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে যে, সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো আলেপ্পোর বড় অংশের দখল নিয়ে নিয়েছে৷

সিরিয়ার সামরিক বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার শহর এবং গ্রামগুলোও রাশিয়া এবং সিরীয় বাহিনীর বিমান হামলার শিকার হয়েছে৷ জাতিসংঘের হিসেব অনুযায়ী, বিদ্রোহীরা প্রবেশের পর সংশ্লিষ্ট এলাকার ১৪ হাজারের মতো বাসিন্দা নিজেদের ঘর ছাড়তে বাধ্য হয়েছেন৷

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সামরিক বাহিনীর সঙ্গে ২০১৫ সাল থেকে যৌথভাবে রাশিয়ার বাহিনীও দেশটিতে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে৷ গত কয়েক বছরে রাশিয়া এবং ইরানের সহায়তায় সিরিয়ার দুই তৃতীয়াংশ এলাকা আসাদ তার সরকারের অধীনে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন৷ এরমধ্যে বিদ্রোহীদের সর্বশেষ শক্ত অবস্থান হিসেবে পরিচিত ইডলিব এবং আলেপ্পোর দক্ষিণপশ্চিমাঞ্চলও ছিল৷

আলেপ্পোয় সর্বশেষ সংঘাতে ৩০১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে অবজারভেটরি যাদের মধ্যে ২৮ জন বেসামরিক নাগরিক৷

উল্লেখ্য ২০১১ সালে সামগ্রিকভাবে অহিংস এক গণতন্ত্রপন্থি আন্দোলনের উপর বাশার আল আসাদের বাহিনী দমনপীড়ন শুরু করলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়েছিল৷

এআই/আরআর (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ