1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কায়রো সম্মেলন

১২ ফেব্রুয়ারি ২০১২

সিরিয়া বিষয়ক আরব লিগের পর্যবেক্ষক দলের প্রধান পদত্যাগ করেছেন৷ এদিকে, আরব লিগের পরররাষ্ট্রমন্ত্রীরা পরবর্তী করণীয় নির্ধারণে কায়রোতে বৈঠকে বসেছেন৷ ইতিমধ্যে অবশ্য নতুন আরেকজনকে বিশেষ দূত’এর দায়িত্ব দেওয়া হয়েছে৷

ছবি: dapd

সিরিয়া বিষয়ক আরব লিগের বিশেষ দূত নিযুক্ত হয়েছেন জডার্নের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল-ইল্লাহ আল-খাতাবি৷ এর আগে বিতর্কিত সুদানি জেনারেল মোহাম্মেদ আল-দাবি, যিনি মাসখানেক সিরিয়া বিষয়ক আরব লিগের প্রতিনিধি দলের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন, পদত্যাগ করেন৷ মানবাধিকার সংস্থাগুলো দারফুরে জেনারেল আল-দাবি'র কর্মকাণ্ডের সমালোচনা করেন৷ দারফুরে গণহত্যার অভিযোগ রয়েছে সুদানের বিরুদ্ধে৷

এদিকে, সিরিয়ার হোমস শহরে শনিবারও সংঘর্ষে নিহতের সংখ্যা কমপক্ষে ৩৫৷ সেদেশের রাজধানী দামেস্কে একটি সামরিক হাসপাতালের প্রধান, ব্রিগেডিয়ার জেনারেল ড. ইসা আল-খোলি গুলিতে নিহত হয়েছেন৷ সিরিয়া সরকার এই হত্যাকাণ্ডের জন্য ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী'কে দায়ী করেছে৷ সিরিয়ার এই সহিংস পরিস্থিতির ইতি টানতে কায়রোতে আবারো বৈঠকে বসেছেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা৷ আল-জাজিরা জানিয়েছে, সিরিয়ার জন্য একটি শান্তিরক্ষী বাহিনী প্রস্তুত রাখার প্রস্তাবও পরীক্ষা করে দেখছে আরব লিগ৷

ছবি: picture-alliance/dpa

সিরিয়ার মুখ্য বিরোধী দলগুলোর সমন্বয়ে তৈরি সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল, এসএনসি'র নেতারাও কায়রোতে পৌঁছেছেন৷ আরব বিশ্বের আরো দেশের কাছ থেকে স্বীকৃতি আদায়ের প্রত্যাশায় কায়রোতে এই সফর করেছেন সেদশের নেতারা৷

হোমস শহরে সপ্তাহ ধরে চলা গোলাবর্ষণের পর, এখন সেখানকার পরিস্থিতি বেশ নাজুক বলে শোনা যাচ্ছে৷ শহরে পানি-বিদ্যুৎসহ নিত্য ব্যবহার্য্য পণ্যের ঘাটতি দেখা দিয়েছে৷ আন্দোলনকারীরা জানিয়েছেন, হোমস শহরে গত শনিবার থেকে শুরু হওয়া সরকারি বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪০০ ব্যক্তি৷

উল্লেখ্য, মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সিরিয়ায় গত মার্চ থেকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা সাত হাজারের বেশি৷ অন্যদিকে সিরিয়া সরকারের দাবি, ‘সশস্ত্র গুন্ডা এবং সন্ত্রাসী'দের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ২,০০০ সদস্য প্রাণ হারিয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ