1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংকট

৯ আগস্ট ২০১২

সিরিয়ার সংকট সমাধানে তেহরানে বৈঠক ডেকেছে ইরান৷ এদিকে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ ত্যাগ করলেন তাঁর প্রশাসনের আরেক শীর্ষ কর্মকর্তা৷

ছবি: Reuters

আলেপ্পোর সালাহেদ্দিন জেলা থেকে বিদ্রোহীরা কৌশলগত কারণে পিছু হটেছে বলে জানিয়েছে ফ্রি সিরিয়ান আর্মি এফএসএ৷

সিরিয়ার সংকট সমাধানে অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে এসেছে প্রেসিডেন্ট বাশার আল-আসদের মিত্র দেশ ইরান৷ বৃহস্পতিবার ইরানে সিরিয়ার সংকট নিয়ে এক সংলাপ আয়োজন করা হয়েছে৷ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি বলছেন, সাবেক জাতিসংঘ মহাসচিব কোফি আনান'এর প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু অংশ বাস্তবায়নের চেষ্টা করছে তাঁর দেশ৷ বিশেষ করে অস্ত্রবিরতি, মানবিক ত্রাণ সহায়তা এবং সিরিয়ায় জাতীয় সমঝোতা আলোচনার পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে তেহরান৷

তেহরান বৈঠকের শুরুতে এক বক্তৃতায় সালেহি সিরিয়ার সংকট সমাধানে সরকার ও বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে সমঝোতা আলোচনার জন্য সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘ইসলামি প্রজাতন্ত্র ইরান দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সিরিয়ার সংকট সমাধান হতে পারে শুধুমাত্র সরকার ও বিরোধী পক্ষের মধ্যে আন্তরিক সমঝোতা আলোচনার মাধ্যমে৷’’ সালেহি আরো বলেন, ‘‘সিরিয়ায় বিদেশি শক্তির সামরিক হস্তক্ষেপ ইরান সমর্থন করে না বরং সংকট দূর করতে জাতিসংঘের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতা করবে তেহরান৷’’ উল্লেখ্য, সিরিয়া বিষয়ক তেহরান বৈঠকে জাতিসংঘ এবং আরো ২৯টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন৷

মৃতদেহের সন্ধান চলছেছবি: Reuters

এদিকে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের সারিতে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট ভবনের শীর্ষ কর্মকর্তা মুহেদ্দিন মুসলমানি৷ আসাদ সরকারে থাকা সাবেক প্রধানমন্ত্রী রিয়াদ হিজাব'এর পক্ষত্যাগের মাত্র কয়েকদিন পরেই প্রেসিডেন্ট ভবন ছাড়লেন মুসলামানি৷ তবে তিনি এখনও সিরিয়াতেই অবস্থান করছেন বলে আল আরাবিয়া টেলিভিশনকে জানিয়েছেন মুক্ত সিরীয় বাহিনীর এক সেনাপতি ইয়াসির আবুদ৷

অবশ্য, বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী হিজাব’এর জায়গায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন বাশার আল-আসাদ৷ রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রী ওয়ায়িল আল-হালকি’কে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে৷ পেশায় চিকিৎসক হালকি ১৯৬৪ সালে দারা প্রদেশের দক্ষিণাঞ্চলে জন্ম গ্রহণ করেন৷

সিরিয়ার সংঘাতপূর্ণ এলাকা থেকে পালিয়ে জর্ডান-সিরীয় সীমান্তবর্তী শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া মানুষের জন্য সামরিক চিকিৎসক দল পাঠিয়েছে ফ্রান্স৷ বৃহস্পতিবার ২৫ জন চিকিৎসক এবং ২৫ জন সহায়তাকারীর একটি দল এ৩১০ বিমানে করে আম্মান গেছে৷ জর্ডান সরকারের সম্মতি সাপেক্ষেই এই দলটি পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলোঁদ'এর দপ্তর৷ এছাড়া ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরঁ ফাবিয়াস'এর চলতি মাসের ১৫ তারিখে জর্ডান সফর করার কথা রয়েছে৷

অন্যদিকে, বিদ্রোহীদের সামরিক শাখা এফএসএ বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, আলেপ্পোর উত্তরাঞ্চলের সালাহেদ্দিন জেলা থেকে বিদ্রোহী সেনারা কৌশলগত কারণে সম্পূর্ণ পিছু হটেছে৷ এফএসএ মুখপাত্র হোসাম আবু মোহাম্মেদ জানিয়েছেন, ‘‘আমরা সালাহেদ্দিন থেকে সরে এসেছি৷ তবে সাইফ আল-দাউলা এবং মাশহাদ জেলায় আমরা অবস্থান করছি৷’’
এএইচ / ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ