1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংকট

৯ আগস্ট ২০১২

সিরিয়ার সংকট সমাধানে তেহরানে বৈঠক ডেকেছে ইরান৷ এদিকে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ ত্যাগ করলেন তাঁর প্রশাসনের আরেক শীর্ষ কর্মকর্তা৷

ছবি: Reuters

আলেপ্পোর সালাহেদ্দিন জেলা থেকে বিদ্রোহীরা কৌশলগত কারণে পিছু হটেছে বলে জানিয়েছে ফ্রি সিরিয়ান আর্মি এফএসএ৷

সিরিয়ার সংকট সমাধানে অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে এসেছে প্রেসিডেন্ট বাশার আল-আসদের মিত্র দেশ ইরান৷ বৃহস্পতিবার ইরানে সিরিয়ার সংকট নিয়ে এক সংলাপ আয়োজন করা হয়েছে৷ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি বলছেন, সাবেক জাতিসংঘ মহাসচিব কোফি আনান'এর প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু অংশ বাস্তবায়নের চেষ্টা করছে তাঁর দেশ৷ বিশেষ করে অস্ত্রবিরতি, মানবিক ত্রাণ সহায়তা এবং সিরিয়ায় জাতীয় সমঝোতা আলোচনার পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে তেহরান৷

তেহরান বৈঠকের শুরুতে এক বক্তৃতায় সালেহি সিরিয়ার সংকট সমাধানে সরকার ও বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে সমঝোতা আলোচনার জন্য সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘ইসলামি প্রজাতন্ত্র ইরান দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সিরিয়ার সংকট সমাধান হতে পারে শুধুমাত্র সরকার ও বিরোধী পক্ষের মধ্যে আন্তরিক সমঝোতা আলোচনার মাধ্যমে৷’’ সালেহি আরো বলেন, ‘‘সিরিয়ায় বিদেশি শক্তির সামরিক হস্তক্ষেপ ইরান সমর্থন করে না বরং সংকট দূর করতে জাতিসংঘের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতা করবে তেহরান৷’’ উল্লেখ্য, সিরিয়া বিষয়ক তেহরান বৈঠকে জাতিসংঘ এবং আরো ২৯টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন৷

মৃতদেহের সন্ধান চলছেছবি: Reuters

এদিকে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের সারিতে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট ভবনের শীর্ষ কর্মকর্তা মুহেদ্দিন মুসলমানি৷ আসাদ সরকারে থাকা সাবেক প্রধানমন্ত্রী রিয়াদ হিজাব'এর পক্ষত্যাগের মাত্র কয়েকদিন পরেই প্রেসিডেন্ট ভবন ছাড়লেন মুসলামানি৷ তবে তিনি এখনও সিরিয়াতেই অবস্থান করছেন বলে আল আরাবিয়া টেলিভিশনকে জানিয়েছেন মুক্ত সিরীয় বাহিনীর এক সেনাপতি ইয়াসির আবুদ৷

অবশ্য, বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী হিজাব’এর জায়গায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন বাশার আল-আসাদ৷ রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রী ওয়ায়িল আল-হালকি’কে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে৷ পেশায় চিকিৎসক হালকি ১৯৬৪ সালে দারা প্রদেশের দক্ষিণাঞ্চলে জন্ম গ্রহণ করেন৷

সিরিয়ার সংঘাতপূর্ণ এলাকা থেকে পালিয়ে জর্ডান-সিরীয় সীমান্তবর্তী শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া মানুষের জন্য সামরিক চিকিৎসক দল পাঠিয়েছে ফ্রান্স৷ বৃহস্পতিবার ২৫ জন চিকিৎসক এবং ২৫ জন সহায়তাকারীর একটি দল এ৩১০ বিমানে করে আম্মান গেছে৷ জর্ডান সরকারের সম্মতি সাপেক্ষেই এই দলটি পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলোঁদ'এর দপ্তর৷ এছাড়া ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরঁ ফাবিয়াস'এর চলতি মাসের ১৫ তারিখে জর্ডান সফর করার কথা রয়েছে৷

অন্যদিকে, বিদ্রোহীদের সামরিক শাখা এফএসএ বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, আলেপ্পোর উত্তরাঞ্চলের সালাহেদ্দিন জেলা থেকে বিদ্রোহী সেনারা কৌশলগত কারণে সম্পূর্ণ পিছু হটেছে৷ এফএসএ মুখপাত্র হোসাম আবু মোহাম্মেদ জানিয়েছেন, ‘‘আমরা সালাহেদ্দিন থেকে সরে এসেছি৷ তবে সাইফ আল-দাউলা এবং মাশহাদ জেলায় আমরা অবস্থান করছি৷’’
এএইচ / ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ