কায়রোয় ব্রাহিমি
৯ সেপ্টেম্বর ২০১২
জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের কাছ থেকে গত পহেলা সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম মধ্যপ্রাচ্যে গেলেন ব্রাহিমি৷ তিনি মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেন৷ ইরানের বার্তা সংস্থা মেহর জানিয়েছে, ব্রাহিমি টেলিফোনে ইরানি পররাষ্ট্র মন্ত্রী আলি আকবর সালেহির সাথে কথা বলেন৷ সিরিয়া সফর করে তেহরান যাবেন ব্রাহিমি এমন পরিকল্পনার কথা জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি৷ সালেহি-ব্রাহিমি আলোচনায় সিরিয়ার সংকট সমাধানে শান্তিপূর্ণ পন্থা ও কৌশল প্রয়োগে উভয় নেতা ঐকমত্য পোষণ করেন বলে জানিয়েছে মেহর৷ তবে ইরান সিরিয়ার সংকট সমাধানে বহির্দেশের হস্তক্ষেপের বিরোধিতা করে৷
এদিকে, অ্যাপেক শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে রাশিয়ায় গিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন৷ বৈঠকে সিরিয়া প্রসঙ্গ নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হলেও মতপার্থক্য রয়েই গেছে৷ ক্লিন্টনের সাথে বৈঠকের পর ল্যাভরভ আশা প্রকাশ করেন যে, গত জুন মাসে গৃহীত জেনেভা শান্তি পরিকল্পনায় সিরিয়ায় অস্ত্রবিরতি এবং রাজনৈতিক ক্ষমতা বদলের যে প্রস্তাব ছিল তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন করা হবে৷
কিন্তু রাশিয়ার এমন অবস্থানের সাথে ভিন্ন মত পোষণ করে ক্লিন্টন বলেন, ‘‘এমন দন্তহীন প্রস্তাব অনুমোদন করার কোন প্রয়োজন নেই, কারণ বারবার দেখা গেছে যে, আসাদ এমন প্রস্তাব অবজ্ঞা করেছে এবং তাঁর জনগণের উপর হামলা অব্যাহত রেখেছে৷'' এছাড়া ক্লিন্টন আরো খানিকটা কড়া সুরেই জানিয়ে দিয়েছেন যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত ফলপ্রসূ না হলে যুক্তরাষ্ট্র সমমনা দেশগুলোকে নিয়ে আসাদ প্রশাসনকে দ্রুত সরানোর জন্য পদক্ষেপ গ্রহণ করবে৷
অন্যদিকে, সিরিয়ার আলেপ্পো শহরে বিদ্রোহীদের রুখে দাঁড়াতে গোলা হামলা চালিয়েছে সরকারি বাহিনী, এমন খবর দিচ্ছে লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ গোলা হামলায় মাইদান এলাকায় বেশ কিছু বাড়িঘর ধ্বংস হয়েছে বলেও খবর পাওয়া গেছে৷ এছাড়া হানানো এলাকায় সেনা-বিদ্রোহী সংঘর্ষে বেশ কিছু হতাহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি৷ আর হোমস শহরে সেনা সদস্য ও সাধারণ যাত্রী বহনকারী একটি বাসে বোমা হামলায় অন্তত চার জন নিহত হয়েছে৷ মানবাধিকার সংস্থাটির হিসাবে, রবিবার সিরিয়ার বিভিন্ন অঞ্চলে সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছে৷
এএইচ / জেডএইচ (এএফপি, ডিপিএ, রয়টার্স)