1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংঘাত কোনদিকে?

১০ এপ্রিল ২০১৭

ওয়াশিংটন দৃশ্যত আগের মতোই আসাদের অপসারণ চায়৷ রাশিয়া যাতে আসাদের প্রতি সমর্থন প্রত্যাহার করে, সেজন্য সচেষ্ট জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশ৷

Syrien Bürgerkrieg Aleppo Wandbild Assad
ছবি: Reuters/M. Hasano

রাশিয়া সিরিয়ায় কথিত রাসায়নিক অস্ত্র ব্যবহারের তদন্ত সমর্থন করবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ৷ তিনি জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েলকে একটি ফোনালাপে এ কথা বলেন৷ তিনি আশা করবেন এই প্রস্তাব ‘‘আন্তরিক'' বলে গাব্রিয়েল জার্মান টেলিভিশন কেন্দ্র জেডডিএফ-এর সাক্ষাৎকারে মন্তব্য করেছেন৷

‘‘উত্তরোত্তর সামরিক সংঘাত বৃদ্ধি'' অতি অবশ্য রোধ করতে হবে, বলেছেন গাব্রিয়েল৷ এবং শুধুমাত্র রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বললে চলবে না – ইরান, সৌদি আরব ও অপরাপর প্রতিবেশি দেশের সঙ্গেও কথা বলতে হবে৷ ‘‘এই ভীতিকর মুহূর্তের সুযোগ নিয়ে বিভিন্ন পক্ষকে গোলটেবিলে বসানোর'' প্রচেষ্টা করতে হবে, গাব্রিয়েল ঘোষণা করেছেন৷ সবচেয়ে বড় কথা, রাশিয়াকে ‘‘আসাদের প্রতি অটল বিশ্বস্ততা'' থেকে সরে আসতে রাজি করাতে হবে, বলেছেন গাব্রিয়েল৷

দৃশ্যত ইরানের উদ্যোগে রবিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে ইরানের রাষ্ট্রপ্রধান হাসান রুহানির টেলিফোনে কথা হয়৷ দুই নেতা সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেইখুনে সম্ভাব্য রাসায়নিক আক্রমণের বস্তুনিষ্ঠ তদন্তের ডাক দিয়েছেন৷

মার্কিন সিরিয়া নীতি পাল্টাচ্ছে

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেইলি সিএনএন সংবাদ সংস্থার একটি সাক্ষাৎকারে বলছেন যে, আসাদ ক্ষমতায় থাকাকালীন সিরিয়ায় শান্তি সম্ভব হবে না৷ দৃশ্যত সিরিয়ায় সরকার বদলাবে, বলে মার্কিন প্রশাসন মনে করে৷

বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন যুক্তরাষ্ট্র আসাদের অপসারণ দাবি করে এসেছে – কিন্তু ট্রাম্পের প্রেসিডেন্সিতে সেই দাবি যেন কিছুটা নরম হতে চলেছে, বলে মনে হচ্ছিল৷ এমনকি খান শেইখুনের রাসায়নিক আক্রমণের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বলতে শোনা গেছে যে, সিরিয়ার জনগণের আসাদের ভাগ্য নির্ধারণ করা উচিত – অর্থাৎ আসাদ যদি আবার নির্বাচনের জন্য দাঁড়ান, তাহলে ওয়াশিংটন তার বিরোধিতা করবে না৷

খান শেইখুনের আক্রমণের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার বিমানবাহিনীর শরিয়ৎ বিমানঘাঁটির উপর টোমাহক মিসাইল নিক্ষেপের নির্দেশ দেন – যা শুক্রবার ভোরবেলা ঘটে এবং সিরিয়ায় মার্কিন নীতির খেলনলচে পাল্টে দেয়৷

এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার তাঁর প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে রাশিয়ার প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মস্কোর সমর্থনের পুনর্মূল্যায়ন করার ডাক দিয়েছেন৷ এছাড়া তিনি সিরিয়ার বিরুদ্ধে উত্তরোত্তর সামরিক পদক্ষেপের সম্ভাবনাও বাতিল করেননি৷ সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের দু'টি লক্ষ্যের কথা বলেন ম্যাকমাস্টার: ইসলামিক স্টেট গোষ্ঠীকে পরাজিত করা এবং আসাদকে ক্ষমতা থেকে অপসারণ করা৷

এসি/ডিজি (এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ