২৪ বছর বয়সি এক জার্মানের বিরুদ্ধে সিরীয় এক নাগরিকের দিকে নিজের কুকুর লেলিয়ে দিয়ে আহত করার দায়ে চার বছরের কারাদণ্ডের রায় দেয়া হয়েছে৷ মে মাসে ঘটনাটি ঘটেছে৷
বিজ্ঞাপন
জার্মানির মাগডেবুর্গ শহরের এক পার্কে পিকনিক করছিল এক সিরীয় পরিবার৷ সেখানে শিশুরাও ছিল৷ ঐ সময় পার্কে দুটি কুকুর নিয়ে হাঁটছিলেন এক জার্মান৷ তিনি সিরীয় পরিবারকে দেখে প্রথমে চিৎকার চেঁচামেচি করেন৷এরপর আবার কিছুক্ষণ পর ফিরে এসে ঐ পরিবারের প্রতি রাগ প্রকাশ করতে থাকেন৷ শুধু তাই নয়, নিজের কুকুর দুটির গলায় বাঁধা দড়ি বেশ কয়েকবার এমনভাবে টানতে থাকেন যেন কুকুর দুটি বিরক্ত হয়ে ঐ পরিবারকে আক্রমণ করে৷
এই অবস্থায় পরিবারের সদস্য ২৯ বছরের এক ব্যক্তি, যিনি ঐ শিশুদের বাবা, তিনি বিষয়টি নিয়ে কথা বলতে এগিয়ে আসেন৷ কিন্তু কুকুর দুটি তার উপর হামলে পড়ে কামরাতে থাকে৷ এতে ঐ ব্যক্তি মারাত্মকভাবে আহত হন বলে আদালত জানিয়েছে৷ এমনকি একটি কুকুর তাঁর পায়ে এমনভাবে কামড় দেয় যে, অল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ শিরা পুরোপুরি ছিঁড়ে যায়নি৷
আদালত জানিয়েছেন, অভিযুক্ত ঐ ব্যক্তি এর আগেও এমন অপরাধ করেছেন৷ মার্চ মাসে তিনি এক জার্মান ব্যক্তির দিকেও কুকুর লেলিয়ে দিয়েছিলেন৷ তার আগের মাসে এক ট্রামে তিনি জার্মানির বাইরে থেকে আসা এক ব্যক্তিকে প্রহার করেছিলেন৷
নিজের বান্ধবীকে মারধর ও নির্যাতনের অভিযোগও রয়েছে ঐ ব্যক্তির বিরুদ্ধে৷
জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)
জার্মানি এবং জার্মানদের কিছু খবর
জার্মানরা নিয়ম-নীতি মেনে চলতেই পছন্দ করেন৷ তা স্বাস্থ্য, অপরাধ কিংবা পরিবেশ – যা-ই হোক না কেন? তাই কোনো সমস্যা দেখা দিলে কিছু দিনের মধ্যেই তা সমাধানের চেষ্টা হয়৷ বিভিন্ন সমীক্ষায় উঠে আসা এমন কিছু নমুনা থাকছে ছবিঘরে৷
ছবি: picture alliance/dpa/B. Roessler
জার্মানিতে অপরাধের ঘটনা কমেছে
জার্মানিতে ২০১৭ সালে মোট ৫,৭৬ মিলিয়ন অপরাধের ঘটনা নিবন্ধন করা হয়, যা কিনা ১৯৯২ সালের পর সবচেয়ে কম৷ এরমধ্যে বাড়িতে চুরির ঘটনা কমেছে শতকরা ২৩ ভাগ এবং পকেটমারের সংখ্যা কমেছে শতকরা প্রায় ২৩ ভাগ৷ ২০১৭ সালের এই তথ্যটি পাওয়া গেছে জার্মান অপরাধ পরিসংখ্যান বিভাগ থেকে৷
ছবি: picture alliance/dpa/A. Burgi
স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি
২০১৬ সাল পর্যন্ত জার্মানির স্বাস্থ্য ব্যবস্থারও উন্নতি হয়েছে৷ ১০০ পয়েন্টের মধ্যে ৯২ পয়েন্ট পেয়ে আন্তর্জাতিক তালিকায় জার্মানি রয়েছে ১৮ নম্বরে রয়েছে৷ মোট ১৯৫টি দেশ নিয়ে ৩২টি রোগের ওপর পরিচালিত সমীক্ষা থেকে এই তথ্য বেরিয়ে এসেছে৷ সমীক্ষাটি করেন মার্কিন গবেষকরা৷ যে রোগগুলো নিয়ে গবেষণা করা হয়েছে তার মধ্যে ক্যানসার, স্ট্রোক আর মৃগীরোগ অন্যতম৷
ছবি: Colourbox
কোমর ব্যথা
জার্মানিতে শতকরা ৭৫ ভাগ পেশাজীবী মানুষই কোমর ব্যথায় ভোগেন৷ ২০১৮ সালের এই রিপোর্টটি প্রকাশ করেছে জার্মানির স্বাস্থ্যবীমা কোম্পানি ডিএকে৷ এই বীমা কোম্পানির মোট ৫২০০ জন পেশাজীবীকে নিয়ে করা এক সমীক্ষায় থেকে তথ্যটি বেরিয়ে এসেছে৷ তবে ২০০৩ সালে কোমর ব্যথায় ভোগা রোগীর সংখ্যা ছিলো শতকরা ৫৫ ভাগ৷
সারাদিন কাজের শেষে বিয়ার পান এবং রাতের খাবারে এক গ্লাস রেড ওয়াইন খাওয়া বেশির ভাগ জার্মানের কাছেই একেবারে স্বাভাবিক৷ জার্মানরা বছরে গড়ে ১৩৪ লিটার অ্যালকোহল পান করে থাকেন৷ এক্ষেত্রে জার্মানির নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের স্বাস্থ্য বিষয়ক বিভাগের পরামর্শ, সপ্তাহে অন্তত দু’দিন এবং বছরে একবার এক নাগাড়ে কয়েক সপ্তাহ অ্যালকোহল বা মদ্যপান থেকে বিরত থাকা৷
ছবি: Imago/argum
মদ্যপানে আসক্ত বোঝার উপায়
স্বাস্থ্য বিষয়ক এই বিভাগটি জানায়, এভাবে কয়েক সপ্তাহ মদ্যপান থেকে বিরতি থাকলে পরেই বোঝা যাবে জার্মানরা পদ্যপানে কতটা আসক্ত এবং মদ শারীরিক ও মানসিক স্বাস্থ্যে কতটা প্রভাব ফেলে৷ শুধু তাই নয়, এর মধ্য দিয়ে মদ্যপানে আসক্তির ঝুঁকিও কমানো সম্ভব বলে মনে করে তারা৷
ছবি: picture-alliance/dpa/K. Krämer
প্লাস্টিক ব্যাগ আউট
জার্মানির প্রথম পরিবেশ সংরক্ষণ উদ্যোগের অভিযান ছিল – ‘প্লাস্টির ব্যাগ বাতিল’৷ বর্তামানে জার্মানিতে শতকরা ৫৭ ভাগ মানুষ প্লাস্টিক ব্যাগ কেনেন না৷ ২০১৫ সালের এই হিসেবে ছিল শতকরা ৩৩ ভাগ৷ বর্তমানে কেনাকাটার সময় শতকরা ৮০,৪ ভাগ জার্মানদের ব্যাগ সঙ্গে নিয়ে যাওয়া দেখেই বোঝা যায় যে, তাঁরা পরিবেশ সম্পর্কে কতটা সচেতন৷