1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরীয় শরণার্থীদের জন্য ইউরোপ খুলে দেয়ার আহ্বান

১৭ অক্টোবর ২০১৪

সিরীয় শরণার্থীদের জন্য ইউরোপীয় দেশগুলোর সীমান্ত খুলে দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা৷ এদিকে ইরাক ও সিরিয়ার শরণার্থীদের শীতবস্ত্র ও অন্যান্য সামগ্রী দেবে একটি আন্তর্জাতিক সাহায্য সংস্থা৷

Flüchtlinge aus Kobane 16.10.2014
ছবি: Reuters/Kai Pfaffenbach

সিরিয়া থেকে গড়ে প্রতি মিনিটে একটি শিশু দেশ ছাড়তে বাধ্য হচ্ছে' – এ কথা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান আন্তনিও গুতেরেস বলেন, ‘‘মধ্যপ্রাচ্যের শরণার্থী সমস্যা সারা বিশ্বের নিরাপত্তার জন্যই হুমকি হয়ে দাঁড়াচ্ছে৷ এটা শুধু গত কয়েক দশকের মধ্যে জঘন্যতম মানবিক বিপর্যয়ই নয়, আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার জন্যও এটা বড় ধরনের হুমকি৷'' এ সময় তিনি বিশ্বের সব দেশ, বিশেষ করে ইউরোপের দেশগুলোকে সিরিয়া ছাড়তে বাধ্য হওয়া শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দেয়ার বিষয়টি বিবেচনা করে দেখারও আহ্বান জানান৷

সিরিয়া থেকে গড়ে প্রতি মিনিটে একটি শিশু দেশ ছাড়তে বাধ্য হচ্ছে'ছবি: Reuters/Kai Pfaffenbach

জাতিসংঘের হিসেব অনুযায়ী এ পর্যন্ত ২৭ লাখ সিরীয় প্রাণ বাঁচাতে নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছে৷ তাদের বেশিরভাগই পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে৷ এ ছাড়া ৬৫ লাখ সিরীয় ঘর-বাড়ি ছাড়তে বাধ্য হলেও সিরিয়া ভেতরেই ছড়িয়ে-ছিটিয়ে আছে বলেও জানিয়েছে জাতিসংঘ৷

এদিকে বৃষ্টি এবং আসন্ন শীতের কষ্ট থেকে বাঁচাতে ইরাক ও সিরিয়ার শরণার্থীদের শীতবস্ত্র ও অন্যান্য সামগ্রী দেবে ‘ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি' (আইআরসি) নামের একটি আন্তর্জাতিক সাহায্য সংস্থা৷ ইরাকের আনবার প্রদেশ এবং সিরিয়ার কোবানি শহরের ওপর সুন্নিদের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর হামলা এখনো চলছে৷ ফলে প্রতিদিন শরণার্থীর সংখ্যাও বাড়ছে৷ অক্টোবরের প্রথম সপ্তাহে আনবার প্রদেশের কুবালসা এবং হিত শহর দুটি দখল করে নেয় আইএস৷ জাতিসংঘের হিসেব অনুযায়ী, আইএস-এর আক্রমণের মুখে প্রায় ১ লক্ষ ৮০ হাজার মানুষ হিত ছেড়েছে৷ তুরস্কের সীমান্তবর্তী সিরীয় শহর কোবানি থেকেও অসংখ্য মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে দেশান্তরী হয়েছে৷ কোবানির অন্তত ৫ হাজার ৪শ বাসিন্দা আশ্রয় নিয়েছে ইরাকে৷ আগামীতে আরো ১৫ হাজার মানুষ কোবানি ছাড়বে বলে ধারণা করা হচ্ছে৷

এসিবি/এসবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ