1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থী ফুটবলারের গল্প

২০ জুন ২০১৬

সিরিয়ার অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ জাদৌ-এর গল্প যে কারো কাছেই অবিশ্বাস্য মনে হবে৷ যুদ্ধের কারণে ঘরবাড়ি, পরিবার ছেড়ে এখন জার্মানিতে আশ্রয় নিয়েছে সে৷

শরণার্থীরা ইউরোপের পথে
ফাইল ছবিছবি: Reuters/M.Djurica

মাত্র ১৭ বছর বয়সেই নানা বিভৎসতার মুখোমুখি হতে হয়েছে জাদৌকে৷ মাকে যেতে দেখেছে তুরস্কের পথে৷ তাই জাদৌ জানে না কবে আবার মায়ের সাথে দেখা হবে৷ কিন্তু জীবনে যতই সংকটই আসুক না কেন, ফুটবলকে ছাড়েনি জাদৌ৷ জার্মানিতে আজ সে শরণার্থী৷ তারপরও ফুটবল নিয়ে নিজের স্বপ্নের কথা তুলে ধরেছে মোহাম্মদ জাদৌ, একটি সাক্ষাৎকারে৷

তার এই সাক্ষাৎকার ইউটিউবে দেখেছেন ২ লাখ ১৬ হাজার মানুষ৷ ভিডিওর নীচে অনেকেই মন্তব্য করেছেন যে, সাক্ষাৎকারটি তাদের চোখে জল এনে দিয়েছে৷ অনেকেই এই কিশোরের জন্য শুভকামনা জানিয়েছেন৷

জাদৌ যখন ইউরোপে আসছিল, দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে তাকে৷ পথে ৫০০ মানুষের মৃত্যু নিজের চোখে দেখেছে সে৷ এখানেই শেষ নয়৷ জার্মানিতে এসেও শরণার্থী হিসেবে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে জাদৌকে৷ কিন্তু সেই বন্ধুর পথেও সব সময় তার ‘বন্ধু' ছিল ফুটবল৷

খেলা যে তার জীবন৷ তাই আজও খেলা চালিয়ে যাচ্ছে জাদৌ৷ তার স্বপ্ন বুন্দেসলিগায় খেলার, স্বপ্ন সিরিয়ায় ফিরে পরিবারের সাথে মিলিত হওয়ার৷

ভিডিওটি দেখলেন? কেমন লাগলো জাদৌর গল্প? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

এপিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ