1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিলেটে বন্যা: গুজবেরও বিরুদ্ধে লড়তে হচ্ছে গণমাধ্যমকে

২৪ জুন ২০২২

শুরুটা হয়েছিল এপ্রিলে৷ বৈশাখের তীব্র দাবদাহে দেশ যখন পুড়ছিল, সিলেটের নিম্নাঞ্চলে ধেয়ে আসে অসময়ের বন্যা৷ তারপর মে মাসের মাঝামাঝিতে এসে আবারও পরিস্থিতি অবনতি হতে থাকে৷ যা গত দেড় যুগে সিলেটের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা৷

ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে তিন দিনে বৃষ্টিপাত হয়েছে দুই হাজার ৪৫৮ মিলিমিটারছবি: Dasarath Deka/ZUMA Press/picture alliance

দিন দশেকের মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে৷ নামতে শুরু করে পানি৷ তার রেশ না কাটতেই ১০ জুন থেকে শুরু হয় বৃষ্টি৷ পাঁচ দিনের টানা বর্ষণে ১৫ জুন থেকে চলতি মৌসুমে তৃতীয় দফায় বন্যার মুখে পড়ে সিলেট অঞ্চলের মানুষ৷

ধেয়ে আসা পাহাড়ি ঢলে শুরু হয় সিলেটের ইতিহাসে ‘স্মরণকালের ভয়াবহ বন্যা'৷ ঢলের সঙ্গে টানা বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েন লাখো মানুষ৷ তৃতীয় দফার প্রথম দিনে ভয়াবহতা বুঝতে কিছুটা দেরি হয়ে যায়৷ কারণ ছিল, বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে সিলেট বিভাগের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়৷ যা দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসে৷

কিন্তু ১৬ জুন থেকে বোঝা যায় বন্যার ভয়াবহ রূপ৷ গণমাধ্যমকর্মীরাও ছুটে যান উপদ্রুত এলাকায়৷ পানিবন্দি মানুষের দুর্দশার চিত্র যেমন তুলে ধরা হচ্ছে, তেমনি উঠে আসছে দুর্গত জনপদের দুর্দশার চিত্র৷ বার্তাকক্ষেও ছিল না অবসর৷ খবর আসে, হু হু করে বাড়ছে প্লাবিত এলাকার সংখ্যা৷

স্থানীয় প্রতিনিধির সঙ্গে কেন্দ্রীয় অফিস অর্থাৎ ঢাকা থেকেও পাঠানো হয় রিপোর্টারদের৷ প্রতিকূল আবহাওয়া, বৃষ্টিপাতের মধ্যেও টেলিভিশন চ্যানেলগুলো প্রতি ঘণ্টায় ঘণ্টায় সবশেষ খবর জানাতে ব্যস্ত ছিল সরাসরি সম্প্রচারে৷

তথ্যপ্রযুক্তির সময়ে দেশে অনলাইন পোর্টালের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি মূলধারার প্রায় প্রতিটি সংবাদমাধ্যমে যোগ হয়েছে অনলাইন সংস্করণ৷ ফলে বন্যা পরিস্থিতি ও বন্যার্তদের খবর গুরুত্বসহকারে ওঠে আসে দেশের গণমাধ্যমে৷ টেক্সট রিপোর্টিংয়ের সঙ্গে অনলাইনের সাংবাদিকেরাও সরাসরি সম্প্রচারে যোগ দিয়ে দর্শকদের জানান সবশেষ পরিস্থিতি৷

বার্তাকক্ষ থেকে মাঠের রিপোর্টারদের দেয়া হয় নানা নির্দেশনা, মাঠের বাস্তবতার সঙ্গে বার্তা সংশ্লিষ্টদের অভিজ্ঞতার মিশেলে দেয়া হয় ভিন্ন ভিন্ন আঙ্গিকের প্রতিবেদন পরিকল্পনা৷

চলমান বন্যার মধ্যে প্রতিদিন ঢাকা থেকে আবহাওয়ার পূর্বাভাস, বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য নিয়ে মানুষকে করা হচ্ছে সচেতন৷ সচিবালয়ের প্রতিবেদকেরাও রাখছেন ত্রাণ নিয়ে সরকারের ব্যবস্থাপনার খোঁজখবর৷

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতির অবনতি হতে থাকে৷ বন্যার পানিতে বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ৷ বানের জল ঠেকাতে না পেরে বন্ধ রাখা হয় বিমানবন্দর৷ ‘মরার ওপর খাড়ার ঘা’ যাতে না হয়, সেজন্য বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎসংযোগ৷ যদিও সময়ের ব্যবধানে পানি নামতে শুরু করেছে৷ সচল হচ্ছে সবকিছু৷

বানের জল ঠেলে মূলধারার গণমাধ্যম ঠিকই ছুটে গেছে৷ শত প্রতিকূলতা মোকাবিলা করে তুলে ধরছে বন্যার্তদের হাহাকার৷ কোথায় ত্রাণ পৌঁছেছে, কোথায় পৌঁছেনি সেই খবরগুলোও কিন্তু জানিয়েছে গণমাধ্যম৷ সরকারও পেয়েছে তথ্য, নেয়া হচ্ছে ব্যবস্থা৷

কিন্তু নেটিজেনদের ধারণা বাংলাদেশের গণমাধ্যম এখন সরকারের প্রচারযন্ত্র৷ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমকে বিশেষ করে ফেসবুককে এখন ভাবতে শুরু করেছে বিকল্প গণমাধ্যম হিসেবে৷

দেশের ‘সক্ষমতার প্রতীক’ মর্যাদা পাওয়া পদ্মা সেতুর উদ্বোধন আয়োজনকে বেশি প্রাধান্য দিতে গিয়ে বন্যা সম্পর্কিত সংবাদকে উপেক্ষা করা হচ্ছে বলে দাবি ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে৷ এসব দাবির সঙ্গে অনেক নেটিজেনদের সমর্থন জোগাতে দেখা যায়৷ কিন্তু বাস্তবতা কি তাই?

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে তিন দিনে (১৫ থেকে ১৭ জুন) যে বৃষ্টিপাত হয়েছে তার পরিমাণ দুই হাজার ৪৫৮ মিলিমিটার৷ যা সিলেটের সুরমা নদী হয়ে প্রবাহিত হচ্ছে৷ পুরো বাংলাদেশে এক বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ২ হাজার ৩০০ মিলিমিটার৷

ফলে দেখা যাচ্ছে, বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণকে ছাড়িয়ে গেছে চেরাপুঞ্জির তিন দিনের বৃষ্টি৷ পাহাড় গড়িয়ে ভারত থেকে ঢল আকারে নেমে আসা এই বিপুল পরিমাণ বৃষ্টির পানি এবারের বন্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে রাষ্ট্রীয় সংস্থাটি৷

ভারতের আবহাওয়া অফিস বলছে, ১২২ বছরের মধ্যে দেশটির ওই অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা৷ ঢল এসে সীমান্তবর্তী মানুষকে বাস্তুহারা করে বানের পানি প্লাবিত করেছে সিলেটের ৮০ শতাংশ আর সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা৷ পানি নামতে শুরু করলেও, বুধবার রাত পর্যন্ত এই ছিল তথ্য৷

কিন্তু ফেসবুকে ছড়ানো হলো, সিলেটে বন্যার নেপথ্যে ভারত৷ দাবি করা হয় তিস্তার বাঁধের লকগেট খুলে দেয়ায় এই পরিস্থিতি হলো৷ অথচ কোথায় উত্তরবঙ্গ আর কোথায় সিলেট, সেই হিসাবটা কষে না দেখে ওই খবরে আস্থা রাখেন অনেক ফেসবুক ব্যবহারকারী৷

কিশোরগঞ্জের হাওরে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কটিও সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণের শিকার হয়৷ ব্যবহারকারীদের একাংশের দাবি, এ সড়কটির কারণেই বন্যার পানি নেমে যেতে পারছে না৷

এমনকি বৈশাখে সুনামগঞ্জে অকাল বন্যায়ও এই সড়কটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল৷ তবে সে সময় সড়কের ১০ কিলোমিটারের আশপাশেও পানি ছিল না৷

এবারও দেখা গেছে, কিশোরগঞ্জে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম হাওরে অল ওয়েদার সড়কের দুই পাশের পানির উচ্চতায় কোনো পার্থক্য নেই৷ সেখানকার পানিতে স্রোতও নেই৷ তবে অন্যান্য বছরের সঙ্গে তুলনা করলে, এই সময়ে পানি কিছুটা বেশি রয়েছে৷

এই বন্যায় দুর্গত মানুষের সহযোগিতায় যখন মূলধারার গণমাধ্যম যখন ছুটে বেড়াচ্ছে উপদ্রুত এলাকায়, তখন অনেকের দৃষ্টিতে ‘বিকল্প গণমাধ্যম ফেসবুক' জুড়ে গুজবের ছড়াছড়ি৷ এমন সব তথ্য সেখানে হাজির করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই৷

চলমান এই বন্যার সংবাদ পরিবেশন করতে গিয়ে গণমাধ্যমকে পড়তে হয়েছে অন্য ধরনের চ্যালেঞ্জের মুখে৷ গুজব খণ্ডন বা ফ্যাক্টচেকও চালিয়ে যেতে হচ্ছে গণমাধ্যমকর্মীদের৷

ফেসবুকে বন্যার্তদের সংকট তুলে ধরতে নানা মানুষ নানা ছবি পোস্ট করেছেন, শেয়ার করেছেন৷ একটি ছবিতে দেখা যায় পানিতে প্রায় ডুবে যাওয়া এক শিশু মাথায় গামলা নিয়ে কোনোমতে একটি কুকুরছানাকে নিরাপদ আশ্রয়ের দিকে নিয়ে যাচ্ছে৷

কুকরছানা মাথায় নিয়ে পানি ঠেলে চলা শিশুটির ছবিটি কোথায় তোলা- সেটির অনুসন্ধান করতে গিয়ে সার্চ ইঞ্জিন ইয়াহুর আলোকচিত্র ব্লগ ‘ফ্লিকার'-এ তথ্য পাওয়া গেছে৷ ফ্লিকারে এই ছবিটি আপলোড করা হয় ২০০৯ সালের ২৮ নভেম্বর৷ এর বিবরণে লেখা হয়েছে ভিয়েতনামের বাক লিউ রাজ্যের পরিবেশগত পরিস্থিতি৷

এবার আসা যাক একটি ভিডিওচিত্রের গল্পে৷ দেখা যায়, বিস্তৃত জলরাশির মাঝে ভাসছে একটি নৌকা৷ নেই কোনো মাঝি৷ নৌকার আরোহী বলতে দুটো বানরছানা৷ দুটির একটিকে আক্রমণ করছে পানিতে ভেসে আসা দুটি কুকুর৷ কুকুরের আক্রমণ থেকে ছানাকে রক্ষার জন্য প্রাণান্ত লড়াই করছে সঙ্গী বানর৷

সিলেট আর সুনামগঞ্জে ভয়াবহ বন্যার মাঝে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে৷ যা দেখে আঁতকে উঠছেন সবাই৷

নেটিজেনদের অনেকে আক্ষেপ করে বলছেন, বন্যায় মানুষের জীবনের সঙ্গে সঙ্গে পশুপাখির জীবনেও নেমে এসেছে বিপর্যয়৷ কেউ কেউ এই ভিডিওটি না করে বরং বানর দুটিকে বাঁচানোর চেষ্টার ওপর জোর দিচ্ছেন৷

ভিডিওটির উৎস খুঁজতে গিয়ে দেখা গেল, পুরো দৃশ্যায়নটি অভিনয়ের অংশ৷ যে দুটি বানর এই অভিনয়ে অংশ নিয়েছে ওদের নাম ‘লোরা’ এবং ‘কাকা’৷ আর ‘অভিনয়শিল্পী’ হিসেবে ভিডিওতে অংশ নেয়া মোটাতাজা কুকুর দুটির নাম ‘লাকি’ ও ‘লুকাস’৷

ক্যাম্বোডিয়ান এক বানরপ্রেমী নারী ‘মাঙ্কি ড্রিম’ নামে একটি ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করেন ২০২১ সালের ৩ মে৷

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, সারা দেশে বন্যায় ১৭ মে থেকে বুধবার দুপুর পর্যন্ত মারা গেছে ৪২ জন৷ দুর্গত এলাকায় বন্যাসৃষ্ট দুর্ঘটনা এবং বিভিন্ন রোগে তাদের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে অধিদপ্তর৷ এদের মধ্যে সবচেয়ে বেশি ২১ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে৷

বন্যার ভয়াবহতা দেখতে ছুটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ মঙ্গলবার সকালে হেলিকপ্টার যোগে লো ফ্লাইং মোডে নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকা দেখে সিলেটে অবতরণ করেন তিনি৷ সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতা ও মাঠপ্রশাসনের কর্মকর্তাদের দিক নির্দেশনা দিয়েছেন৷

আগামী দু-তিন মাসের মধ্যে দেশের মধ্যাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চলও বন্যায় আক্রান্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী৷ বলেছেন, সরকারের সব ধরনের প্রস্তুতি আছে, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই৷

তানজীর মেহেদী, সাংবাদিকছবি: Privat

প্রধানমন্ত্রীর সফর নিয়েও ফেসবুকে গুজব ছড়িয়েছে৷ বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সফরের কারণে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে৷ তাই ত্রাণ কার্যক্রম বন্ধ ছিল৷ অনেকে দাবি তুললেন, সড়ক বন্ধ থাকায় খাবার নষ্ট হয়েছে লাখ লাখ মানুষ অভুক্ত থেকেছে৷

অথচ এর কোনো সত্যতা মেলেনি৷ প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ করা হয়নি৷ প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে তার আসা-যাওয়ার সময়ে নগরের কিছু এলাকায় যান চলাচল বন্ধ ছিল৷

সবক্ষেত্রেই যে সামাজিক যোগাযোগমাধ্যম ভুল তথ্য পরিবেশন করছে তা নয়৷ অনেক প্রত্যন্ত এলাকার খবরের প্রাথমিক সোর্স হিসেবেও ভূমিকা আছে ফেসবুক৷ কিন্তু এবার বন্যায় ঢালাওভাবে যে অভিযোগের তীর মূলধারার গণ্যমাধ্যমের দিকে ছোঁড়া হয়েছে, সেটি একেবারেই ভ্রান্ত৷

বানভাসি মানুষের দুর্দশার খবর সংগ্রহের সঙ্গে গণমাধ্যমকর্মীদের লড়াই করতে হচ্ছে গুজবের বিরুদ্ধে৷ বাংলাদেশে বেশিরভাগ গুজবই এখন ফেসবুকের মাধ্যমে ছড়ানো হচ্ছে৷ অনেক ব্যবহারকারীরা সেসব তথ্য যাচাই না করেই রাখছে বিশ্বাস৷ ফলে গুজব ভাইরাল হতে সময়ও লাগছে না৷ তাই গণমাধ্যমকর্মীদের পড়তে হচ্ছে নতুন চ্যালেঞ্জের মুখে৷ বস্তুনিষ্ঠতা বজায় রাখার দায়িত্বটা যেমন কাঁধে আছে, তার সঙ্গে প্রতিহত করতে হচ্ছে গুজবকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ