সিয়েরা লিওনে তেল ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত অনেক
৬ নভেম্বর ২০২১
আফ্রিকার সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে একটি গ্যাস স্টেশনে তেল ট্যাংকারের বিস্ফোরণের ঘটনায় স্থানীয় সময় শনিবার সকাল পর্যন্ত অন্তত ৯২ জন প্রাণ হারিয়েছেন৷ আহত হয়েছেন আরো শতাধিক৷
বিজ্ঞাপন
গ্যাস স্টেশনটিতে ছিদ্র হওয়া একটি ট্যাংকার থেকে তেল সংগ্রহ করতে শুক্রবার বিপুল মানুষ জড়ো হয়েছিলেন৷ এর মধ্যেই ঘটে প্রকাণ্ড বিস্ফোরণের ঘটনাটি৷ এসময় চারপাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়, অগ্নিদগ্ধ হন আশেপাশে রাস্তায় ও গাড়িতে থাকা মানুষ৷
ফ্রিটাউনের কনট হাসপাতালের মর্গে শনিবার সকালে অন্তত ৯২টি মরদেহ আনা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ অন্যদিকে বার্তা সংস্থা এএফপিকে রেডক্রসের একজন উদ্ধারকর্মী জানিয়েছেন তারা গত রাতেই ৮০টি মরদেহ উদ্ধার করেছেন৷
শতাধিক মানুষ রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন উপ স্বাস্থ্যমন্ত্রী আমারা জামবাই৷ বন্দর নগরীটির মেয়র ইভোনে আকি-সয়্যার ফেসবুক পোস্টে জানিয়েছেন, হতাহতদের মধ্যে ট্যাংকার থেকে তেল সংগ্রহ করতে আসা মানুষও আছেন৷ গুরুতর আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে বলে জানান একটি হাসপাতালের একজন নার্স৷ একে ভয়াবহ দুর্ঘটনা অ্যাখ্যায়িত করে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ব্রিমা বুরেহ সেসে বলেন, ‘‘আমরা অনেক হতাহত, পোড়া লাশ পেয়েছি৷’’
এই ঘটনায় দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন স্কটল্যান্ডে জলবায়ু সম্মেলনে অবস্থানরত সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাডা বিও৷ হতাহতের পরিবারের সহায়তায় সরকার সবকিছু করবে বলে আশ্বাস দেন তিনি৷
সাব-সাহারা আফ্রিকা অঞ্চলে এমন দুর্ঘটনা এবারই প্রথম নয়৷ ২০১৯ সালে তানজানিয়ায় ট্যাংকার বিস্ফোরণে ৮৫ জন মারা যান৷ ২০১৮ সালে এমনই আরেক ঘটনায় কঙ্গোতে প্রায় অর্ধশত প্রাণ হারান৷
এফএস/জেডএ (এপি, এএফপি, রয়টার্স)
২০২১ সালে ভবন ধস ও অগ্নিকাণ্ডের যত ঘটনা
২০২১ সালের জুন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড ও ভবন ধসের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে এই ছবিঘর৷
ছবি: Giorgio Viera/AFP/Getty Images
মগবাজার বিস্ফোরণ
২৭শে জুন ঢাকার মগবাজারে একটি ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে৷ ওই ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছে এবং গুরুতর আহত ৬৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, ভবনের কোথাও গ্যাস জমে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷
ছবি: bdnews24.com
মায়ামি ভবন ধস
২৫শে জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে একটি ১২ তলা অ্যাপার্টমেন্ট ভবন ধসে ১১ জন নিহত হয়েছে৷ এখনও নিখোঁজ অন্তত ১৫০ জন৷ ভবনটি ধসে পড়ায় ওই কমপ্লেক্সের ১৩০টি ইউনিটের অর্ধেক তছনছ হয়ে গেছে৷ তবে ভবন ধসের কারণ এখনও জানা যায়নি৷
ছবি: mpi04/MediaPunch/picture alliance
চীনে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত ১৮
২৫শে জুন চীনের হেনান প্রদেশে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগে মারা গেলেন ১৮ জন৷ নিহতদের সকলেই ছিলেন শিক্ষার্থী৷
ছবি: Andy Wong/AP Photo/picture alliance
দক্ষিণ কোরিয়ায় ভবন ধস, নিহত ৯
৯ জুন দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে বহুতল ভবন ভাঙার সময় এক অংশ ধসে অন্তত নয় জন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন আরও আটজন৷ ভবনটি ভাঙার কাজ চলছিলো৷ হঠাৎ এর একটি অংশ ব্যস্ত রাস্তার মধ্যে ধসে পড়লে চাপা পড়ে একটি বাস৷ নিহতদের সবাই ওই বাসের যাত্রী৷ (ফাইল ছবি)
ছবি: Reuters
ভারতে স্যানিটাইজার কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১৪
৭ই জুন ভারতের মহারাষ্ট্রের পুনের এসভিএস অ্যাকুয়া টেকনোলজিসের একটি প্ল্যান্টের স্যানিটাইজার প্রস্তুতকরণ ইউনিটে আগুন লেগে অন্তত ১৪ জন মারা যান৷
ছবি: Imago-Images/Pacific Press Agency
গুজরাটে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৮ করোনা রোগীর মৃত্যু
পহেলা মে ভারতের গুজরাটে এক হাসপাতালে আগুন লেগে করোনায় সংক্রমিত অন্তত ১৮ জন রোগীর মৃত্যু হয়৷ গুজরাটের ভরুচ এলাকার ওয়েলফেয়ার হাসপাতালে ৫০ জনের মতো রোগী ভর্তি ছিলো৷
ছবি: Naveen Sharma/Zuma/picture alliance
ইরাকে হাসপাতালে আগুন, মৃত ৮২ করোনা রোগী
২৬শে এপ্রিল অক্সিজেন কনটেনার ফেটে বাগদাদের হাসপাতালে আইসিইউ-তে আগুন লেগে মারা যায় অন্তত ৮২ জন করোনা রোগী৷ বাগদাদের হাসপাতাল ইবন আল-খাতিব-এ এই ভয়াবহ ঘটনায় ১১০ জন আহত হন৷
ছবি: Thaier Al-Sudani/REUTERS
মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, ১৩ করোনা রোগীর মৃত্যু
২৩শে এপ্রিল মহারাষ্ট্রের বিরারে বিজয় বল্লভ হাসপাতালে আগুন লেগে আইসিইউতে থাকা ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়৷ শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে জানা গেছে৷আগুন প্রথমে লাগে আইসিইউ-তে৷
২১শে এপ্রিল মহারাষ্ট্রের নাসিকে হাসপাতালে ট্যাঙ্কার লিক হলে আধাঘন্টা অক্সিজেন বন্ধ থাকায় মৃত্যু হয় ২২ জন করোনা রোগীর৷ ১০ জন ভেন্টিলেটারে ছিলেন৷ তারা সকলেই মারা যান। অনেক রোগীকে সেসময় অক্সিজেন দেয়া হচ্ছিলো৷ তাদের মধ্যে ১২ জন মারা যান৷
ছবি: ANI/REUTERS
বহুতল ভবন ধসে মিশরে নিহত ১৮
২৭শে মার্চ মিশরের রাজধানী কায়রোতে বহুতল ভবন ধসে নিহত হয়েছে ১৮ জন৷ আহত হয়েছে অন্ততপক্ষে ২৪ জন৷ রাত ৩টার দিকে ১০ তলা ভবনটি ধসে পড়ে৷ এছাড়া ২৭ জুন আবাসিক ভবন ধসে মিসরের আলেকজান্দ্রিয়াতে চার নারীর মৃত্যু হয়েছে৷
ছবি: Mohamed Asad/Xinhua/picture alliance
রোহিঙ্গা ক্যাম্পে আগুন
২২শে মার্চ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ সরকারি হিসেবে সেই অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয় এবং নয় হাজার ৩০০ পরিবারের আনুমানিক ৪৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে৷ ২রা এপ্রিল উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে তিনজনের, আহত কয়েকজন৷
ছবি: ROHINGYA RIGHT TEAM/Md Arakani/REUTERS
কলকাতায় রেলভবনে আগুনে মৃত ৯
৯ মার্চ কলকাতায় রেলের একটি ভবনে আগুনের ঘটনা ঘটে৷ স্ট্র্যান্ডরোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয় জনের মৃত্যুর হয়েছে৷ এদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে লিফটে৷
ছবি: DW/S. Bandyopadhyay
ঢামেকের আইসিইউতে আগুন, তিনজনের মৃত্যু
১৭ই মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার আইসিইউ ইউনিটে আগুনের ঘটনায় রোগী সরানোর সময় তিন জন মারা গেছেন৷ এ সময় করোনা ইউনিটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানান হাসপাতাল পরিচালক৷
ছবি: DW/H. Ur Radhid
সেরাম ইনস্টিটিউটে আগুন, নিহত ৫
পুনায় একশ একর জমির উপর সেরামের কারখানা৷ ২২শে জানুয়ারি ভ্যাকসিন প্রস্তুতকারক এই ইনস্টিটিউটের নির্মীয়মান ভবনে আগুন লেগে মারা যায় পাঁচ জন৷