1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিয়েরা লিওনে তেল ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত অনেক

৬ নভেম্বর ২০২১

আফ্রিকার সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে একটি গ্যাস স্টেশনে তেল ট্যাংকারের বিস্ফোরণের ঘটনায় স্থানীয় সময় শনিবার সকাল পর্যন্ত অন্তত ৯২ জন প্রাণ হারিয়েছেন৷ আহত হয়েছেন আরো শতাধিক৷

অগ্নিদগ্ধ হন আশেপাশে রাস্তায় ও গাড়িতে থাকা মানুষ৷ছবি: SAIDU BAH/AFP/Getty Images

গ্যাস স্টেশনটিতে ছিদ্র হওয়া একটি ট্যাংকার থেকে তেল সংগ্রহ করতে শুক্রবার বিপুল মানুষ জড়ো হয়েছিলেন৷ এর মধ্যেই ঘটে প্রকাণ্ড বিস্ফোরণের ঘটনাটি৷ এসময় চারপাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়, অগ্নিদগ্ধ হন আশেপাশে রাস্তায় ও গাড়িতে থাকা মানুষ৷

ফ্রিটাউনের কনট হাসপাতালের মর্গে শনিবার সকালে অন্তত ৯২টি মরদেহ আনা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ অন্যদিকে বার্তা সংস্থা এএফপিকে রেডক্রসের একজন উদ্ধারকর্মী জানিয়েছেন তারা গত রাতেই ৮০টি মরদেহ উদ্ধার করেছেন৷

শতাধিক মানুষ রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন উপ স্বাস্থ্যমন্ত্রী আমারা জামবাই৷ বন্দর নগরীটির মেয়র ইভোনে আকি-সয়্যার ফেসবুক পোস্টে জানিয়েছেন, হতাহতদের মধ্যে ট্যাংকার থেকে তেল সংগ্রহ করতে আসা মানুষও আছেন৷ গুরুতর আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে বলে জানান একটি হাসপাতালের একজন নার্স৷ একে ভয়াবহ দুর্ঘটনা অ্যাখ্যায়িত করে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ব্রিমা বুরেহ সেসে বলেন, ‘‘আমরা অনেক হতাহত, পোড়া লাশ পেয়েছি৷’’

এই ঘটনায় দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন স্কটল্যান্ডে জলবায়ু সম্মেলনে অবস্থানরত সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাডা বিও৷ হতাহতের পরিবারের সহায়তায় সরকার সবকিছু করবে বলে আশ্বাস দেন তিনি৷

সাব-সাহারা আফ্রিকা অঞ্চলে এমন দুর্ঘটনা এবারই প্রথম নয়৷ ২০১৯ সালে তানজানিয়ায় ট্যাংকার বিস্ফোরণে ৮৫ জন মারা যান৷ ২০১৮ সালে এমনই আরেক ঘটনায় কঙ্গোতে প্রায় অর্ধশত প্রাণ হারান৷

এফএস/জেডএ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ