সিয়েরা লিওনের রাজধানী ফ্রি টাউনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশ' জনে৷ এখনও নিখোঁজ অন্তত ৬শ' জন৷ দেশটির প্রেসিডেন্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অবিলম্বে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছেন৷
বিজ্ঞাপন
প্রেসিডেন্ট আর্নেস্ট বাই করোমা বলেছেন, ‘‘পুরো রাজধানীকে যেন কেউ উপড়ে ফেলেছে৷ উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধান করছেন৷'' তিনদিন ধরে টানা বর্ষণের পর সোমবার সকালে পাহাড়ের এক অংশ ধসে পড়লে কয়েকশ' বাড়ি এর তলায় চাপা পড়ে৷ সে সময় বেশিরভাগ মানুষই ঘুমিয়েছিলেন৷ ভূমিধসে এ পর্যন্ত চারশ মানুষের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা৷
যেসব এলাকা প্লাবিত হয়েছে সেখান থেকে অধিবাসীদের অবিলম্বে অন্যত্র সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট৷ সেনাবাহিনীকে এ কাজে সাহায্য করতে নির্দেশ দিয়েছেন তিনি৷ দেশটির সেনাপ্রধান সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাঁরা এ পর্যন্ত চারশ মৃতদেহ উদ্ধার করেছেন৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন তিনি৷
হাসপাতালের মর্গগুলোতে জায়গা দেয়া সম্ভব না হওয়ায় বুধবার সকাল থেকে মৃতদেহগুলোর সৎকার শুরু করেছে কর্তৃপক্ষ৷ রেডক্রস বলছে, ৬০০ মানুষ এখনও নিখোঁজ এবং তিন হাজার মানুষ গৃহহীন অবস্থায় রয়েছে, যাদের অবিলম্বে মাথা গোজার ঠাঁই দরকার, আর দরকার খাবার এবং চিকিৎসা সহায়তা৷
রেডক্রসের মুখপাত্র আবু বকর থমসন রয়টার্স ফাউন্ডেশনকে জানান, ‘‘আমরা কেবল এটাই প্রার্থনা করছি এরমধ্যে যেন আর কোন ভূমিধস না হয়৷'' রাজধানী ফ্রি টাউনে প্রায় ১০ লাখ মানুষের বাস৷ পুরো শহরটি প্লাবিত৷ তাই পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে৷
ব্রিটেনের ত্রাণ বিভাগ জানিয়েছে, তারা এরইমধ্যে সাহায্য পাঠিয়েছে৷ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, তারা সবধরনের সহায়তা দিতে প্রস্তুত৷ দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, ওষুধ এবং কম্বল পাঠাবে বলে জানিয়েছে তারা৷
জলবায়ু পরিবর্তন রুখতে যা যা করতে পারেন
জলবায়ু পরিবর্তন রোধ, বিশেষ করে বিশ্ব উষ্ণায়নের মাত্রা কমানোর উপায় নিয়ে বছর জুড়েই চলে আলোচনা৷ রাষ্ট্রীয় পর্যায়ের উদ্যোগেরও শেষ নেই৷ ব্যক্তি পর্যায়ের ছোট ছোট কিছু উদ্যোগও কিন্তু এ ক্ষেত্রে ভালো ফল বয়ে আনতে পারে৷
ছবি: picture alliance/Bildagentur-online
লাইটের বাল্ব বদলে ফেলুন
ঘরে খুব সুন্দর সুন্দর লাইট লাগিয়েছেন? সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি এসব লাইটের বাল্ব অনেক সময় খরচও বাড়ায়৷ বিদ্যুতের খরচ কমাতে চাইলে শিগগির এলইডি বাল্ব লাগিয়ে নিন৷ অন্য সব বাল্বের চেয়ে এলইডি বাল্ব শতকরা ৯০ ভাগ পর্যন্ত কম বিদ্যুৎ খরচ করে৷
ছবি: DW/Gero Rueter
সব কাপড় রোদে-হাওয়ায় শুকান
কাপড় শুকানোর জন্য ড্রায়ার ব্যবহার করেন? যখনই সম্ভব ধোঁয়া কাপড় ড্রায়ারে না দিয়ে বাইরে টানিয়ে দিন৷ একটু সময় লাগলেও এক সময় কাপড়গুলো ঠিকই শুকিয়ে যাবে৷ বিদ্যুৎচালিত যন্ত্রপাতি যত কম ব্যবহার করবেন, ততই উপকার৷ জানেন তো, বিশ্বের উষ্ণায়ন বৃদ্ধি পরিবেশের জন্য কতটা ক্ষতিকর? ড্রায়ার আপনার কাপড় শুকায় ঠিকই, পাশাপাশি উষ্ণতা বৃদ্ধিতেও ভূমিকা রাখে৷
ছবি: picture-alliance/AP/Hussein Malla
রিসাইক্লিং
বিশ্বকে বাসযোগ্য রাখতে অনেক জিনিসই রিসাইক্লিং, অর্থাৎ পুনর্ব্যবহার করার চল শুরু হয়েছে সারা বিশ্বে৷ তবে রিসাইক্লিংয়ের চর্চা থেকে অনেক মানুষই এখনো দূরে৷ একজন একজন করে শুরু করলেও সংখ্যাটা বাড়বে৷ জলবায়ুর ক্ষতিকর পরিবর্তন রোধের জন্য সেটাও কাম্য৷
ছবি: Fotolia/TrudiDesign
ঠান্ডা পানিতে কাপড় ধোয়া ভালো
আপনি কি গরম পানিতে কাপড় ধুয়ে অভ্যস্ত? তাহলে কিন্তু গ্রিন হা্উ গ্যাস নির্গমন বাড়িয়ে আপনি জলবায়ু পরিবর্তনেও ভূমিকা রাখছেন৷ ঠান্ডা পানিতে কাপড় ধোয়া মোটেই কঠিন কাজ নয়৷ সহজ এই কাজটি করেও পরিবেশের উপকার করতে পারেন৷
ছবি: Fotolia/Kzenon
হাইব্রিড গাড়ি চালান
গাড়ির ধোঁয়া পরিবেশের ব্যাপক ক্ষতি করে৷ তাই গাড়ি যদি চালাতেই হয়, তাহলে হাইব্রিড ইলেকট্রিক গাড়ি কিনুন৷ তাতে ক্ষতি কিছুটা কম৷
ছবি: picture-alliance/Photoagency Interpress
গরু, খাশির মাংস কম খান
গরু, খাশি এবং অন্যান্য পশুর মাংস খাওয়া কমিয়ে বা পুরোপুরি বাদ দিয়ে নিরামিষভোজী হলেও পরিবেশের উপকার৷
ছবি: FOX BROADCASTING/The Simpsons
স্বল্প দূরত্বে বিমানযাত্রা কমান
বিমান চলাচলেও পরিবেশের অনেক ক্ষতি৷ ফলে আপনি যদি দেশের ভেতরে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সময় অন্তত বিমানে না ওঠেন, তা পরিবেশ রক্ষায় কিছুটা ভূমিকা অবশ্যই রাখবে৷
ছবি: picture-alliance/P. Mayall
গাড়ি ছেড়ে বাইসাইকেল
যে কোনো ধরনের গাড়ি বর্জন করে যদি বাইসাইকেলে যাতায়াত করেন তাতে শরীর এবং পরিবেশ দুয়েরই উপকার৷
ছবি: picture-alliance/akg-images
বেশি সন্তান নয়
জনসংখ্যা বাড়লে পরিবেশের ওপর চাপও বাড়ে৷ ফলে বেশি সন্তান না নেয়াই ভালো৷