1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিয়েরা লিওনে নিহতের সংখ্যা বেড়ে চারশ'

১৬ আগস্ট ২০১৭

সিয়েরা লিওনের রাজধানী ফ্রি টাউনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশ' জনে৷ এখনও নিখোঁজ অন্তত ৬শ' জন৷ দেশটির প্রেসিডেন্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অবিলম্বে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছেন৷

ছবি: Getty Images/AFP/S. Bah

প্রেসিডেন্ট আর্নেস্ট বাই করোমা বলেছেন, ‘‘পুরো রাজধানীকে যেন কেউ উপড়ে ফেলেছে৷ উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধান করছেন৷'' তিনদিন ধরে টানা বর্ষণের পর সোমবার সকালে পাহাড়ের এক অংশ ধসে পড়লে কয়েকশ' বাড়ি এর তলায় চাপা পড়ে৷ সে সময় বেশিরভাগ মানুষই ঘুমিয়েছিলেন৷ ভূমিধসে এ পর্যন্ত চারশ মানুষের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা৷

যেসব এলাকা প্লাবিত হয়েছে সেখান থেকে অধিবাসীদের অবিলম্বে অন্যত্র সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট৷ সেনাবাহিনীকে এ কাজে সাহায্য করতে নির্দেশ দিয়েছেন তিনি৷ দেশটির সেনাপ্রধান সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাঁরা এ পর্যন্ত চারশ মৃতদেহ উদ্ধার করেছেন৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন তিনি৷

হাসপাতালের মর্গগুলোতে জায়গা দেয়া সম্ভব না হওয়ায় বুধবার সকাল থেকে মৃতদেহগুলোর সৎকার শুরু করেছে কর্তৃপক্ষ৷ রেডক্রস বলছে, ৬০০ মানুষ এখনও নিখোঁজ এবং তিন হাজার মানুষ গৃহহীন অবস্থায় রয়েছে, যাদের অবিলম্বে মাথা গোজার ঠাঁই দরকার, আর দরকার খাবার এবং চিকিৎসা সহায়তা৷

রেডক্রসের মুখপাত্র আবু বকর থমসন রয়টার্স ফাউন্ডেশনকে জানান, ‘‘আমরা কেবল এটাই প্রার্থনা করছি এরমধ্যে যেন আর কোন ভূমিধস না হয়৷'' রাজধানী ফ্রি টাউনে প্রায় ১০ লাখ মানুষের বাস৷ পুরো শহরটি প্লাবিত৷ তাই পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে৷

ব্রিটেনের ত্রাণ বিভাগ জানিয়েছে, তারা এরইমধ্যে সাহায্য পাঠিয়েছে৷ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, তারা সবধরনের সহায়তা দিতে প্রস্তুত৷ দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, ওষুধ এবং কম্বল পাঠাবে বলে জানিয়েছে তারা৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ