1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সীমান্তে নেপালের পুলিশের গুলিতে নিহত ভারতীয়

১৩ জুন ২০২০

নেপালের সীমান্তরক্ষীদের গুলিতে এক ভারতীয় প্রাণ হারিয়েছেন৷ আহত হয়েছেন আরও দুইজন৷ গত শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি ও ডিপিএ৷

Indien Alkoholverbot Grenzkontrolle
ফাইল ছবিছবি: Getty Images/AFP/S. Hussain

নেপালের কর্তৃপক্ষ দাবি করেছে বিহার রাজ্যের সীমান্ত দিয়ে ভারতীয়রা দেশটিতে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীরা বাধা দেয়৷ এসময় তাদের সঙ্গে সংঘর্ষ বাধে৷ প্রায় একশো ভারতীয় নেপালের বাহিনীর দিকে পাথর ছোঁড়ে৷ দেশটির আর্মড পুলিশ ফোর্সের সহকারী ইন্সপেক্টর জেনারেল নারায়ণ বাবু থাপা ডিপিএকে বলেছেন, ‘‘আমাদের সদস্যরা তাদের ফেরত পাঠানোর জন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে৷ কিন্তু তারা এসময় পাথর ছুঁড়তে থাকে এবং বন্দুক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে৷''

এদিকে একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে ভারতীয় পুলিশও৷ রাজেশ চন্দ্র নামের একজন কর্মকর্তা দাবি করেছেন, নেপালের পুলিশ সতর্ক করার জন্য প্রথমে গুলি ছোঁড়ে৷ পরবর্তীতে সংঘর্ষ বাধলে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়৷ নেপালে অবস্থানরত স্বজনদের সঙ্গে দেখা করার জন্য তারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বলে দাবি করেন তিনি৷

এদিকে সংঘর্ষে নিহত ২৭ বছর বয়সী বিকাশ কুমার রায়ের মরদেহ শনিবার ফেরত দিয়েছে নেপালের পুলিশ৷ সেই সঙ্গে গ্রেপ্তারকৃত একজনকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া৷

নেপালে সঙ্গে ভারতের সীমান্ত উন্মুক্ত থাকলেও করোনা পরিস্থিতির কারণে গত মার্চ থেকে পারাপার বন্ধ রয়েছে৷

এফএস/জেডএ (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ