1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ হবে, আশ্বাস বিএসএফের

২৪ সেপ্টেম্বর ২০১০

ঢাকায় বৃহস্পতিবার থেকে শুরু হল বিডিআর- বিএসএফ মহাপরিচালক পর্যায়ে পাঁচদিনের বৈঠক৷ পিলখানা বিডিআর সদর দফতরে প্রথমদিনের বৈঠক শেষে বিএসএফ মহাপরিচালক শ্রীবাস্তব সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷

ভারত-বাংলাদেশ সীমান্তে সাধারণ মানুষের প্রাণহানির খবর শোনা যায় মাঝে মাঝে (ফাইল ফটো)ছবি: AP

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের সঙ্গে রমন বিএসএফ মহাপরিচালক শ্রীবাস্তবের বৈঠকে সীমান্তে গুলি করে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলে বিএসএফ প্রধান জানান, বিষয়টি নিয়ে কী করা যায় তা ভাবছে ভারত সরকার৷ বিএসএফ প্রধানকে উদ্ধৃত করে স্বরাষ্ট্রসচিব আব্দুস সোবহান শিকদার জানান, সীমান্তে গুলি করে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেবে ভারত৷

স্বরাষ্ট্রসচিব আব্দুস সোবহান শিকদার বলেন, ভারত সীমান্তে উপজাতি গোষ্ঠীর চলাফেরা বন্ধ করার বিষয়ে আশ্বস্ত করেছেন বিএসএফ মহাপরিচালক৷ পাশাপাশি রাতের বেলা সীমান্তে বাংলাদেশি নাগরিকদের চলাচল বন্ধ করতে অনুরোধ জানিয়েছে বিএসএফ৷

বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম জানান, মাদক চোরাচালান বন্ধ করার বিষয়ে আলোচনা শুরু হয়েছে৷ সীমান্তের যেসব এলাকা দিয়ে বাংলাদেশে ফেনসিডিল প্রবেশ করছে তার একটি তালিকা দেওয়া হয়েছে বিএসএফ প্রধানকে৷

পাঁচদিনের এই বৈঠকে সীমান্ত সমস্যা, আন্ত:সীমান্ত অপরাধ, নারী ও শিশু পাচারসহ আরো অনেক বিষয় নিয়ে আলোচনা চলবে বলে জানানো হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ