1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সীমান্তে যৌথ বাহিনী গঠন করছে ইরান ও পাকিস্তান

২৩ এপ্রিল ২০১৯

সীমান্তে নিরাপত্তা জোরদার ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে যৌথ নিরাপত্তা বাহিনী গঠনে একমত হয়েছে ইরান ও পাকিস্তান৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরান সফরে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা আসে৷

Pakistan PM Imran Khan trifft  Iran Präsident Hassan Rouhani in Tehran
ছবি: Press Office/Prime Minister House

সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়েও এক সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে দেশ দুটি৷

দ্বিপাক্ষিক আলোচনা শেষে গত সোমবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘‘সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করাতে আমরা যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি৷ পাশাপাশি, সীমান্তে সন্ত্রাসবাদী কার্যক্রম ঠেকাতে যৌথভাবে একটি ‘কুইক রিয়েকশন ফোর্স' গঠনের বিষয়েও একমত হয়েছি৷''

দু'নেতার এ দ্বিপাক্ষিক আলোচনায় সন্ত্রাসবাদ নিরসনে নিজ নিজ দেশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়৷ আলোচনা শেষে ইমরান খান বলেন, ‘‘প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের একে অপরের উপর যথেষ্ট আস্থা রয়েছে৷ সন্ত্রাসীরা যেন এক দেশের ভূমি ব্যবহার করে অন্য দেশে হামলা চালাতে না পারে সে ব্যাপারে দু' দেশই সতর্ক থাকব৷''

ইমরান খান এ সময় জানান, দু'দেশের নিরাপত্তা বাহিনীর প্রধান এ বিষয়ে আলোচনায় বসবেন এবং যৌথ পদক্ষেপের মাধ্যমে কিভাবে নিরাপত্তা জোরদার করা যায়, সে সিদ্ধান্ত নেবেন৷ 

সীমান্তে অস্থিরতা

এশিয়ার প্রতিবেশী এ দেশ দুটির প্রায় এক হাজার কিলোমিটার যৌথ সীমান্ত রয়েছে৷ গত কয়েক মাসে এ সীমান্তে বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে৷ ঘটনাগুলোর জন্য পরস্পরকে দোষারোপ করছে দেশ দুটি৷ গত ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের বালুচিস্তান সীমান্তের নিকটবর্তী এলাকায় সন্ত্রাসীদের হামলায় ইরানের এলিট রেভ্যুলেশনারি গার্ড-এর ২৭ সদস্য নিহত হয়৷  এ ঘটনায় পাকিস্তানকে ইঙ্গিত করে ইরানের প্রেসিডেন্ট বলেন, পাকিস্তানের উচিত সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা৷ এদিকে গত সপ্তাহে বালুচিস্তানে এক সন্ত্রাসী হামলায় পাকিস্তান নৌবাহিনীর ও কোস্টগার্ডের সদস্যসহ ১৪ জন নিহত হয়৷ হামলার সাথে জড়িত সন্ত্রাসীরা ইরান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বলে দাবি করে ইসলামাবাদ৷

নতুন বাণিজ্য

ইমরানের এ তেহরান সফর দু'দেশের বাণিজ্যিক সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে৷ দ্বিপাক্ষিক বৈঠক শেষে ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কে তৃতীয় কোনো দেশ ‘চিড়' ধরাতে পারবে না৷ ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে পরোক্ষ ইঙ্গিত করে রুহানি বলেন, চলমান পরিস্থিতিতে এ অঞ্চলের দেশগুলোকে নিজেদের স্বার্থে বিভিন্ন বিষয়ে ‘সরাসরি ও স্বাধীন' সিদ্ধান্ত নিতে হবে৷ পাকিস্তানের জ্বালানি চাহিদা মেটাতে ইরান সবসময় প্রস্তুত উল্লেখ করে রুহানি বলেন, প্রয়োজন হলে বিদ্যুত সরবরাহ অন্তত দশগুণ বাড়াতে পারে তাঁর দেশ৷ এ সময় তিনি দেশ দুটির সমুদ্র বন্দরগুলোতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও পাকিস্তানে রেলপথ নির্মাণে সহযোগিতার কথাও বলেন৷ 

আরআর/এসিবি (এএফপি, রয়টার্স)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ