1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সীমান্তে হত্যা বন্ধে বাংলাদেশ সরকারকেই উদ্যোগ নিতে হবে: ভারত

৮ জুন ২০১১

সীমান্তে হত্যা বন্ধ করতে বাংলাদেশি নাগরিকদের ভারতে অবৈধ অনুপ্রবেশ রোধ করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব নিরুপমা রাও৷

** CORRECT DATE ** Indian Border Security Force (BSF) soldiers keep vigil at the western sector of India-Pakistan international border at Ranjitpura village, 200 kilometers (125 miles) from Bikaner, Rajasthan state, India, Thursday, Dec. 25, 2008. Pakistan began moving thousands of troops away from the Afghan border toward India on Friday amid tensions following the Mumbai attacks, intelligence officials said. (AP Photo/ Vinay Joshi)
সীমান্তে পাহারায় বিএসএফছবি: AP

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বলেছেন রাজনৈতিক পর্যায়ের সিদ্ধান্তের পরই তিস্তার পানি বন্টনসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে৷

তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব নিরুপমা রাও৷ তাঁর এই সফরের উদ্দেশ্য বাংলাদেশ-ভারতের মধ্যে ঝুলে থাকা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমাধানের পথ তৈরি করা৷

সফরের প্রথমদিনেই দু'দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সীমানা চিহ্নিত করা, তিস্তার পানি বন্টন, ট্রানজিট আর ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হয়৷

বৈঠক শেষে রাতে এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব জানান বাংলাদেশের উন্নয়নে তাঁর সরকার সবধরনের সহায়তা দেবে৷ নেপাল ও ভুটানে যেতে ভারতের ভূখন্ড ব্যবহার করতে দেয়া হবে বাংলাদেশকে৷ তিনি বলেন সীমান্ত হত্যা বন্ধ করতে হলে অবশ্যই বাংলাদেশের নাগরিকদের সীমান্ত অতিক্রম বন্ধে উদ্যোগ নিতে হবে এদেশের সরকারকে৷ তাঁর মতে যারা নিহত হন তাদের মধ্যে নিরীহ লোক থাকলেও অধিকাংশই অপরাধী৷

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বলেন, রাজনৈতিক সিদ্ধান্তের আগে তিস্তার বানি বন্টন, সমূদ্র সীমাসহ আরো কয়েকটি বিষয়ে বিস্তারিত বলতে অপরাগতা জানিয়েছে ভারত৷

নিরুপমা রাও জানান, এবছরের শেষ দিকে ঢাকা সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ তখন দু'দেশের মধ্যে ঝুলে থাকা ইস্যুগুলোর সমাধান হবে বলে আশা করেন তিনি৷

ব্রিফিংয়ের পর ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ