1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সীমান্ত আবারো খুলে দিয়েছে ইসরায়েল

হাফসা হোসাইন২৭ নভেম্বর ২০০৮

গাজায় মানবিক সাহায্য তত্‌পরতা চালানোর জন্য এর সীমান্ত আবারো খুলে দিয়েছে ইসরায়েল৷ তবে বার বারই সীমানা খোলা এবং বন্ধ করার কারণে গাজায় ঠিক মতো সাহায্য কাজ চালানো যাচ্ছে না বলে অভিযোগ করছে জাতিসংঘ৷

ছবি: picture-alliance / dpa

গাজা সীমান্ত খুলে দেয়ার পর বুধবার ত্রাণ সামগ্রী পৌছতে শুরু করেছে গাজায়৷ ইসরায়েল বলছে, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীবাহী ৬০টি ট্রাক প্রবেশ করেছে ভূখন্ডটিতে৷ ওসব পণ্য সরবরাহ করছে জাতিসংঘ এবং বিভিন্ন বেসরকারি সংস্থা৷ ইসরায়েল বলছে গাজার বিদ্যুত্‌কেন্দ্রগুলোতে এবং ঘরবাড়িতেও রান্নার গ্যাস সরবরাহ করা হবে৷ তবে জাতিসংঘ বলছে, ইসরায়েল খুব অল্প সময়ের জন্য সীমান্ত থেকে অবরোধ তুলে নেয়৷ এতো কম সময়ের মধ্যে ১৫ লাখ গাজাবাসীর কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছানো সম্ভব নয়৷

গত ৪ নভেম্বর গাজায় নতুন করে সহিংসতা দেখা দেয়ায় সীমান্তে অবরোধ আরো কড়াকড়ি করে ইসরায়েল৷ এর ফলে চরম মানবিক সংকটে পড়েছে প্যালেস্টাইনীরা৷ খাদ্য আর বিশুদ্ধ পানির অভাবে রয়েছে তারা৷ জ্বালানীর অভাবে গাজার একমাত্র বিদ্যুত্‌কেন্দ্রটিও বন্ধ হওয়ার পথে৷ এ অবস্থায় জরুরি পণ্য সরবরাহের জন্য গত ২২ দিনে তৃতীয়বারের মতো বুধবার সীমান্ত খুলে দিয়েছে ইসরায়েল৷ সেই সাথে হুঁশিয়ার করে দিয়েছে, ইসরায়েলী বসতিতে যদি কোন রকেট হামলার ঘটনা ঘটে তাহলে আবারো বন্ধ করে দেয়া হবে সীমান্ত৷

এদিকে গাজার মানবিক পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানে ৪৬ কোটি মার্কিন ডলার সাহায্য চেয়েছে জাতিসংঘ এবং বিভিন্ন সাহায্য সংস্থা৷ তারা বলছে, বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি অধিবাসী চরম দারিদ্র্য সীমার নীচে বাস করছে৷

তবে মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েলী প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, গাজায় কোন মানবিক সমস্যা নেই৷ তাঁর দাবি, বহির্বিশ্বে ভূখন্ডটির যে চিত্র তুলে ধরা হচ্ছে আসলে বাস্তব পরিস্থিতি সেরকম নয়৷ তিনি আরো বলেছেন, গাজায় ইসরায়েল এমন কিছু করেনি যার জন্য লজ্জিত হতে হবে৷

এদিকে, প্যালেস্টাইনীদের জন্য ৩ হাজার টন মানবিক সাহায্য বোঝাই জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে লিবিয়া৷ এই প্রথম কোন বিদেশী সরকার গাজার অবরুদ্ধ সীমান্ত দিয়ে সাহায্য পাঠাতে চাইছে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ