1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সীমান্ত চুক্তি নিয়ে চিন্তা-ভাবনা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৬ জুন ২০১৪

ভারত-বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি কার্যকর করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে ভারত৷ বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বৈঠকের পর জানা গেছে এ তথ্য৷

Symbolbild Grenze Indien Bangladesh
ছবি: AFP/Getty Images

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলি বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান, ‘‘ভারতের রাজ্যসভা স্থল সীমান্ত চুক্তির বিষয়টি অনুমোনের জন্য সক্রিয়ভাবে বিবেচনা করছে৷ আর তিস্তার জলবণ্টন চুক্তির ব্যাপারে ভারত অভ্যন্তরীণভাবে কথা বলছে ঐক্যমতে পৌঁছানোর জন্য৷ এছাড়া ১৩ বছরের নীচে এবং ৬৫ বছরের বেশি বয়সি বাংলাদেশিদের জন্য ‘মাল্টিপল এন্ট্রি ভিসা'-র বিষয়ও প্রস্তাব করছে ভারত৷''

বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত একটি সেমিনারে বক্তৃতাও দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজছবি: UNI

হাসিনাকে মোদীর আমন্ত্রণ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইতিমধ্যেই সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ৷ এ সময় তিনি হাসিনাকে ভারত সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া নিমন্ত্রণপত্র তুলে দিয়েছেন৷ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দু'জনের মধ্যে সৌজন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়৷

শেখ হাসিনা ও সুষমার মধ্যকার বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বলেন, ‘‘দু'জনের মধ্যে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে৷ সুষমা স্বরাজ ভারতীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সে দেশ সফরের জন্য বিশেষ আমন্ত্রণপত্র দিয়েছেন৷ যার উত্তরে যত দ্রুত সম্ভব ভারত সফর করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী৷''

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে খবরছবি: Reuters

প্রেস সচিব বলেন, ‘‘বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার বৈঠকে দু'দেশের মধ্যকার রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন বিষয় উঠে আসে৷ বাংলাদেশ দু'দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বলে সুষমা স্বরাজকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷''

দ্বিপক্ষীয় বৈঠক

এদিন ভারত ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় সকালে এক ঘণ্টা বৈঠক করেন৷ বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী ও ভারতের পক্ষে বাংলাদেশ সফররত পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নেতৃত্ব দেন৷ বৈঠকে দুই দেশের পররাষ্ট্র সচিবও উপস্থিত ছিলেন৷ দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়৷

সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সুষমা স্বরাজ৷ এরপর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে বক্তৃতা দেবেন তিনি৷ আর রাতে যোগ দেবেন তাঁর সম্মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া নৈশভোজে৷

শুক্রবার বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কথা রয়েছে সুষমা স্বরাজের৷

প্রসঙ্গত, তিন দিনের ‘শুভেচ্ছা সফরে' বুধবার রাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী৷ ভারতে সম্প্রতি বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর, সুষমা স্বরাজের এই সফরটি বাংলাদেশে দিল্লির পক্ষ থেকে উচ্চ রাজনৈতিক পর্যায়ের প্রথম সফর৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ