1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডয়চে ভেলের মুখোমুখি এএফডির মুখ্য প্রার্থী

১৮ আগস্ট ২০১৭

ডয়চে ভেলের সঙ্গে একটি সাক্ষাৎকারে আগামী নির্বাচনে ‘জার্মানির জন্য বিকল্প’ (এএফডি) দলের মুখ্য প্রার্থী আলেক্সান্ডার গাউল্যান্ড প্রত্যাখ্যাত অভিবাসীদের নিয়মমাফিক দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন৷

ডয়চে ভেলের প্রধান সম্পাদক ইনেস পোল ও সঞ্চালক জাফর আব্দুল-করিম গাউল্যান্ডের সাক্ষাৎকার নেনছবি: DW/R. Oberhammer

ডয়চে ভেলের প্রধান সম্পাদক ইনেস পোল ও সঞ্চালক জাফর আব্দুল-করিম গাউল্যান্ডের সাক্ষাৎকার নেন৷ সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে, উদ্বাস্তুদের জন্য জার্মানি তথা ইউরোপের বহির্সীমান্ত আরো শক্তভাবে বন্ধ করতে হবে৷ ৭৬ বছর বয়সি এএফডির এই রাজনীতিকের মতে, নথিপত্রবিহীন মানুষজনকে সীমান্ত পার হয়ে জার্মানিতে ঢুকতে দেওয়াটা ভুল৷

‘‘এ ধরনের মানুষদের জার্মানিতে ঢুকতে দেওয়াই উচিত নয়,’’ বরং তাদের জার্মানির বাইরে কিংবা ইউরোপের বাইরে থেকে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা উচিত, বলে গাউল্যান্ড মনে করেন৷ সিরিয়ার মতো সংকট পীড়িত এলাকা থেকে যারা পলায়নপর, জেনেভা চুক্তি অনুযায়ী তাদের সাময়িকভাবে আশ্রয় পাবার অধিকার থাকলেও, ইতিমধ্যে অধিকাংশ উদ্বাস্তু এখানে আসছেন অর্থনৈতিক কারণে, বলে গাউল্যান্ডের অভিমত৷

উন্নততর জীবনযাত্রার খোঁজ যেমন বৈধ, তেমন একটি রাষ্ট্রের পক্ষে ‘এখানে তোমাদের কোনো জায়গা নেই’ বলাটাও বৈধ, বলে গাউল্যান্ড মন্তব্য করেন৷ ‘‘নিজেদের স্বার্থের খেয়াল আমাদেরই রাখতে হবে এবং বিপুল সংখ্যায় উদ্বাস্তু নেওয়াটা জার্মানির স্বার্থে নয়,’’ বলেন গাউল্যান্ড৷ ‘‘জার্মানি সারা দুনিয়ার পা ফেলার পাপোশ নয়,’’ এই হলো তাঁর বক্তব্য৷

যে অভিবাসীরা লিবিয়া থেকে ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে আসছেন, তাদের জাহাজে করে সেখানে ফেরৎ পাঠাতে হবে – দাবি গাউল্যান্ডের৷ তারা যখন স্বেচ্ছায় আফ্রিকার দক্ষিণাঞ্চল থেকে লিবিয়া পার হয়ে এসেছেন, তখন তাদের সেখানে ফেরত পাঠানো চলতে পারে, বলে তাঁর মত৷

উদ্বাস্তু নীতি ও নির্বাচনি প্রচার

জার্মান সরকারের উদ্বাস্তু নীতির সমালোচনা এএফডি-র নির্বাচনি প্রচারের মূল ভিত্তি৷ আঙ্গেলা ম্যার্কেলের ‘‘ভ্রান্ত উদ্বাস্তু নীতি এএফডি-র পক্ষে একটি উপহার,’’ বলে বর্ণনা করেছেন গাউল্যান্ড৷ ২০১৫ সালের উদ্বাস্তু সংকট যাবৎ জার্মানিতে এএফডি-র জনসমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে: ইতিমধ্যে এএফডি জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে ১৩টি রাজ্যের বিধানসভায় প্রবেশ করেছে এবং আগামী ২৪ সেপ্টেম্বরের নির্বাচনে সংসদেও আসনগ্রহণের আশা করছে৷ এএফডি ৮ শতাংশ ভোট পেতে চলেছে, বলে অধিকাংশ জরিপে দেখা যাচ্ছে৷ গাউল্যান্ড স্বয়ং ২০১৩ সালে এএফডি-তে যোগদানের আগে ৪০ বছর ধরে সিডিইউ দলের সদস্য ছিলেন৷

‘ইসলাম জার্মানির অংশ নয়’

শুধু উদ্বাস্তু নীতির ক্ষেত্রেই নয়, ইসলামের প্রতি এএফডি-র মনোভাবও অন্যান্য দল থেকে আলাদা৷ ‘‘সাংস্কৃতিক ও ধর্মীয় সত্তা হিসেবে ইসলাম জার্মানির অঙ্গ নয়,’’ ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে বলেন গাউল্যান্ড৷ জার্মানিতে বর্তমানে আনুমানিক ৫০ লাখ মুসলিমের বাস সত্ত্বেও এএফডি তাদের নির্বাচনি ইশতাহারে এই অবস্থান ঘোষণা করেছে৷ ‘‘শরিয়া ও অপরাপর নির্দেশের কারণে ইসলাম এমন একটি ধর্ম, যার রীতিনীতি আমাদের সংবিধানের সঙ্গে মেলে না,’’ বলেন তিনি৷

ব্যক্তিগতভাবে যারা ইসলাম ধর্ম মেনে চলেন, তারা জার্মান সংবিধানের দ্বারা সুরক্ষিত, বলে গাউল্যান্ড উল্লেখ করেন৷ ‘‘কিন্তু আমরা যে ধীরে ধীরে ইসলামি রীতিনীতি এখানে আমদানি করব, সেটা চলতে পারে না,’’ বলেন এএফডি দলের মুখ্য প্রার্থী৷

তিনি নিজে কেন মুসলিমদের সঙ্গে কথাবার্তা বলেন না, এ প্রশ্নের জবাবে গাউল্যান্ড বলেন: ‘‘সরকারিভাবে মুসলিমদের সঙ্গে আলাপ-আলোচনার কোনো প্রয়োজন আমি বোধ করি না৷ আমার পারিপার্শ্বিকে যদি কেউ (কোনো মুসলিম) থাকেন, তাহলে আমি স্বভাবতই তার সঙ্গে কথা বলতে রাজি৷ সেটা কোনো সমস্যাই নয়৷’’

নিনা ভ্যার্কহয়জার/এসি

প্রতিবেদনটি কেমন লাগলো? জানান নীচে, মন্তব্যের ঘরে৷

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ