1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সীমান্ত সমস্যা মেটাতে ভারত-চীন বৈঠকে ইতিবাচক সঙ্কেত

১৭ জানুয়ারি ২০১২

নতুনদিল্লি বৈঠকে সীমান্ত সমস্যা মেটাতে আরো এক ধাপ এগিয়ে গেল ভারত ও চীন৷ সীমান্ত বিরোধ মেটাতে এক যৌথ মেকানিজম গঠনের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে৷

ভারত-চীন সীমান্তে দুদেশের সেনারাছবি: picture-alliance/ dpa

বিশেষ প্রতিনিধি স্তরের এই পঞ্চদশ বৈঠকে ভারতের নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন এবং চীনের স্টেট কাউন্সিলার দাই বিনগুয়া৷

সীমান্ত সমস্যা যাতে ভারত ও চীনের সার্বিক সম্পর্ক বিঘ্নিত করতে না পারে, সেই লক্ষ্যে এক যৌথ সীমান্ত মেকানিজম গঠনের বিষয়টি আজ নতুনদিল্লিতে চূড়ান্ত করা হয় ভারত ও চীনের দুদিনের বিশেষ প্রতিনিধি স্তরের বৈঠকে৷ স্থির হয় শুধু সামরিক স্তরে নয়, রাজনৈতিক স্তরেও সীমান্ত সমস্যার মোকাবিলা করবে উভয় দেশ৷ দুদেশের সংসদীয়, রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে৷ ভারতের পক্ষে কমিটির নেতৃত্ব দেবেন পূর্ব এশিয়া বিভাগের যুগ্ম সচিব এবং চীনের পক্ষে সেদেশের সীমান্ত বিভাগের মহাঅধিকর্তা৷ উভয় তরফে নিয়মিত যোগাযোগ রাখা হবে৷

 ভারত-চীন সম্পর্ক জটিল ও স্পর্শকাতর নানা ইস্যুতে৷ দক্ষিণ চীন সাগরে তেল বিতর্ক, অরুণাচলপ্রদেশ ও লাদাখের কিছু এলাকার ওপর চীনের দাবি, হালে চীনে ভারতীয় ব্যবসায়ী ও কূটনীতিককে হেনস্থা, এবং ভিসা বিতর্ককে পাশে সরিয়ে চীনা প্রতিনিধি দাই বিনগুয়া ভারতের সঙ্গে সম্পর্কের সার্বিক উন্নতিতে জোরালো আশাবাদ ব্যক্ত করেন৷ ভারতের পক্ষে এই বৈঠককে বলা হয় যথেষ্ট কার্যকর ৷

তবে কি ভারত ও চীন তাদের শীতল সম্পর্ক সত্যিই কাটিয়ে উঠতে চলেছে ? কিসের বাধ্যবাধকতায় এই পরিবর্তন ? এর উত্তরে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. অমল মুখোপাধ্যায় ডয়চে ভেলেকে বললেন, একটা সময় ছিল কঠোর মতাদর্শ  চীনকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন রেখেছিল৷ সেই মতাদর্শটা কালক্রমে ঢিলে হতে থাকলো৷ চীন ঝুঁকলো মুক্ত বাজারের দিকে৷ সেক্ষেত্রে চীনের নজর বাজার দখল করার দিকে৷ ভারতের বিশাল বাজার চীন উপেক্ষা করতে পারেনা৷ এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে তীব্র বিরোধিতার লাইন নিতে চাইছেনা চীন৷

ড. মুখোপাধ্যায় মনে করেন, সমস্যাগুলো আছে৷ রাতারাতি মেটার নয়৷ মাঝে মধ্যে চীন হৈচৈ করবে ,কিন্ত সংঘাতের দিকে যাবেনা৷ নতুনদিল্লির বৈঠকে যে সৌহার্দপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, তা বহাল থাকবে উভয় তরফে ৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ