1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে ভারতের কাছে বাংলাদেশের প্রতিবাদ

৫ সেপ্টেম্বর ২০২৪

সীমান্তে এক কিশোরী হত্যার ঘটনায় দিল্লির কাছে প্রতিবাদ পাঠিয়েছে ঢাকা৷ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে৷

বাংলাদেশ ভারত সীমান্তে টহলরত বিএসএফ-এর একটি দল
আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর হিসাবে, ২০২৩ সালে ৩১ জন বাংলাদেশি সীমান্তে বিএসএফের গুলিতে বা নির্যাতনে নিহত হয়েছেনছবি: Biswa Kalyan Purkayastha

বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে৷ ১ সেপ্টেম্বর ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে মৌলভিবাজারের জুরি উপজেলার ১৩ বছর বয়সি স্বর্ণা দাসকে হত্যা করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷

বলা হয়েছে, ‘‘ভারতের হাইকমিশনের কাছে পাঠানো প্রতিবাদ লিপিতে বাংলাদেশ এই ধরনের নিষ্ঠুর কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে৷''

বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘‘বাংলাদেশ সরকার স্মরণ করিয়ে দিয়েছে যে এ ধরনের সীমান্ত হত্যার ঘটনা অনাকাঙ্খিত ও অযৌক্তিক এবং সীমান্ত কর্তৃপক্ষের জন্য ভারত-বাংলাদেশ যৌথ নির্দেশিকা, ১৯৭৫ সালের বিধানের লঙ্ঘন৷ ভারত সরকারকে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ এবং সব সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার৷''

বুধবার স্বর্ণার ভাই পিন্টু দাস ডয়চে ভেলেকে জানিয়েছেন, মায়ের সঙ্গে ভাইকে দেখতে ভারতের ত্রিপুরায় যাওয়ার সময় বিএসএফ-এর গুলিতে স্বর্ণা নিহত হয়৷ গতকাল পর্যন্ত এই ঘটনায় বাংলাদেশের সরকার কোনো প্রতিবাদ না করা নিয়ে ডয়চে ভেলের কাছে ক্ষোভ প্রকাশ করেন একজন আইনজীবী ও একজন মানবাধিকারকর্মী৷

এফএস/এসিবি

কাঁটাতারহীন সীমান্ত দিয়ে ঢুকতে পারে শরণার্থী

04:56

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ