সুইজারল্যান্ডের বরফ পর্বতগুলো কি এক সময় আর থাকবে না?27.11.2009২৭ নভেম্বর ২০০৯সুইজারল্যান্ড পশ্চিম ইউরোপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ৷ এই দেশটির কথা মনে হলেই চোখে ভেসে ওঠে বরফের চাদর পরা সব পর্বতমালা৷ আছে বরফগলা নদী৷ কি অবস্থা সেখানকার?লিংক কপিবিজ্ঞাপন