1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধসুইজারল্যান্ড

সুইজারল্যান্ডে ছুরিকাঘাতে আহত ৬

১৬ মে ২০২৪

সুইজারল্যান্ডের সফিঙ্গেন শহরের রাস্তায় বুধবার এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে ছয় জন আহত হন৷ হামলাকারীকে আটক করা হয়েছে৷

জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৫৪তম বার্ষিক বৈঠকস্থলের সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মহড়া
তদন্তে সহায়ক হয় এমন ছবি ও ভিডিও শেয়ার করতে প্রত্যক্ষদর্শীদের অনুরোধ করেছে পুলিশছবি: Laurent Gillieron/KEYSTONE/picture alliance

পুলিশ বলছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর৷ হামলাকারীকেও হাসপাতালে নেওয়া হয়েছে৷ হামলাকারী নিজেই নিজেকে আহত করেন বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন৷

হামলাকারীর বয়স প্রায় ৪০ এবং তিনি ‘বিদেশি বংশোদ্ভূত বলে মনে হচ্ছে’ বলে দাবি পুলিশের৷ তিনি একাই হামলা চালিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ৷

জুরিখ থেকে ৬০ কিলোমিটার পশ্চিমের সফিঙ্গেন শহরের রেল স্টেশনে প্রথম এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেন হামলাকারী৷ এরপর নির্বিচারে আরও কয়েকজনের উপর হামলা শেষে একটি বাড়িতে আশ্রয় নেন৷

আহতদের মধ্যে দুজন স্কুল শিক্ষক ও একজন গর্ভবতী নারী আছেন৷ ঐ নারীর মুখে হামলা করা হয় এবং তার জীবন হুমকির মুখে নেই বলে তার স্বামী জানিয়েছেন৷

একটি বিশেষ টিম প্রায় দুই ঘণ্টা আলোচনা শেষে ঐ বাড়ি থেকে হামলাকারীকে আটক করেছে৷

তদন্তে সহায়ক হয় এমন ছবি ও ভিডিও শেয়ার করতে প্রত্যক্ষদর্শীদের অনুরোধ করেছে পুলিশ৷

জার্মানিতে একজনের যাবজ্জীবন

২০২৩ সালের জানুয়ারিতে ট্রেনে ছুরি হামলা চালিয়ে দুজনকে হত্যার দায়ে বুধবার ফিলিস্তিনি বংশোদ্ভূত একজন রাষ্ট্রহীন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জার্মানির একটি আদালত৷

আদালতে ঐ ব্যক্তিকে ইব্রাহিম এ. নামে ডাকা হয়েছে৷ বয়স ৩৪৷ উত্তরের শহর কিল ও হামবুর্গের মধ্যে চলাচলকারী এক ট্রেনে এই ঘটনা ঘটেছিল৷ এতে পাঁচজন আহতও হয়েছিলেন৷

ইব্রাহিম এ. ২০১৪ সালে জার্মানিতে এসেছিলেন৷ এর আগেও কয়েকবার তিনি অভিযুক্ত হয়েছিলেন৷ ট্রেনে হামলা করার কিছুদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন তিনি৷

জেডএইচ/এসিবি (এএফপি)

জার্মানিতে বেড়েছে অপরাধ

01:54

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ