1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুইডেনেও চরম দক্ষিণপন্থি বাতাস, নির্বাচনের ফলাফল অস্পষ্ট

১০ সেপ্টেম্বর ২০১৮

ইউরোপে আবার চরম দক্ষিণপন্থিদের নির্বাচনি সাফল্য৷সুইডেনে রবিবারের সাধারণ নির্বাচন ইউরোপীয় স্তরে বাড়তি আগ্রহ ও গুরুত্ব পাচ্ছে৷ প্রায় ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে উঠে এসেছে অভিবাসনবিরোধী ডেমোক্র্যাট দল৷

Schweden Wahlen Ministerpräsident Stefan Löfven
ছবি: picture-alliance/dpa/A. Aimo-Koivisto

‘উদারপন্থি' হিসেবে পরিচিত সমাজে এমন পরিবর্তন সত্ত্বেও হাল ছাড়তে প্রস্তুত নন সামাজিক গণতন্ত্রী দলের নেতা ও প্রধানমন্ত্রী স্টেফান ল্যোভেন৷ বিরোধীরা তাঁর পদত্যাগের দাবি করলেও তিনি মূল স্রোতের রাজনৈতিক দলগুলির সঙ্গে সহযোগিতার মাধ্যমে চরম দক্ষিণপন্থিদের প্রভাব সীমিত রাখতে চান৷ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পরই তিনি আগামী পদক্ষেপ নিতে চান৷ বুধবার সরকারিভাবে ফলাফল প্রকাশিত হবার কথা৷ এরপর তিনি বিরোধী দলগুলির সঙ্গেও জোট সরকার গড়ার বিষয়ে আলোচনা করতে চান৷ তারা অবশ্য সেই ডাকে সাড়া দিচ্ছে না৷

নির্বাচনি ফলাফলের চুলচেরা বিশ্লেষণ যা-ই হোক না কেন, সুইডেনে আগামী সরকার গড়ার কাজ যে মোটেই সহজ হবে না, এ বিষয়ে তেমন কোনো সন্দেহ নেই৷ কোনো দল বা জোটই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না৷ ক্ষমতাসীন সামাজিক গণতন্ত্রীরা সমর্থন হারানো সত্ত্বেও সামান্য ব্যবধানে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে জোট সরকার গড়ার সুযোগ পেতে চলেছে৷ সংসদে ১২টি আসন হারিয়ে ১০১টির মতো আসন পেয়েছে সামাজিক গণতন্ত্রীরা৷ জোটসঙ্গী সবুজ দলের সঙ্গে মিলে প্রায় ১৪৪টি আসন পেতে চলেছে তারা৷ এতকাল বাম দলের সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার চালিয়ে এসেছে এই জোট৷ সরকার গড়ার জন্য কমপক্ষে ১৭৫টি আসনের প্রয়োজন৷ অন্যদিকে মধ্য ও দক্ষিণপন্থিদের ‘অ্যালায়েন্স জোট' আসনের বিচারে আরো শক্তিশালী হয়ে উঠেছে৷ এই জোটের রক্ষণশীল দলও ১৪টি আসন হারিয়েছে৷ বিরোধী জোট ও মধ্যপন্থি দলের নেতা উল্ফ ক্রিস্টার্সসোন নিজে প্রধানমন্ত্রী হতে চান৷ তিনি বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগের ডাক দিয়েছেন৷ কোনো জোটই সুইডেন ডেমোক্র্যাট দলের সঙ্গে সরকার গড়তে প্রস্তুত না হওয়ায় রাজনৈতিক অচলাবস্থা দেখা দিতে পারে৷

সুইডেন ডেমোক্র্যাট দলের সাফল্যের ফলে ইউরোপের অন্যান্য চরম দক্ষিণপন্থি দলগুলিও উচ্ছ্বাস প্রকাশ করেছে৷ ইটালির উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মাটেও সালভিনি এই ফলকে স্বাগত জানিয়ে এক টুইট বার্তায় লেখেন, ‘‘বহু সাংস্কৃতিক মতবাদের জন্মস্থান ও বামপন্থি মডেল হিসেবে পরিচিত দেশ সুইডেন অনেক বছরের বলগাহীন, অনিয়ন্ত্রিত অভিবাসনের পর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে৷''

এসবি/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ