1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুইডেনের আকর্ষণীয় দ্বীপে পর্যটকদের ঢল

১২ জানুয়ারি ২০১৮

সুইডেনের ওলান্ড দ্বীপ পর্যটকদের কাছে খুবই প্রিয়৷ সেখানে রাজপরিবারের গ্রীষ্মকালীন আবাসও রয়েছে৷ দ্বীপের অতীত চরিত্র এখনো পুরোপুরি হারিয়ে যায়নি৷ ভবিষ্যতের জন্যও তা সংরক্ষণ করার উদ্যোগ চলছে৷

Lappland Landschaft Natur
ছবি: imago/blickwinkel

ওলান্ড দ্বীপে বেড়াতে গেলে সাধারণত সেতু পেরিয়েই যাত্রা শুরু হয়৷ হেমন্ত এলে দ্বীপের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রুক্ষ হয়ে ওঠে৷ যারা শান্ত পরিবেশ পছন্দ করেন, তাঁদের জন্য এটাই সেরা সময়৷ কারণ বাকি সময় পর্যটকদের ভিড় লেগে থাকে৷ তখন ওলান্ড দ্বীপের অপূর্ব প্রকৃতির স্বাদ পাওয়া কঠিন হয়৷

প্রায় ১৩৭ কিলোমিটার দীর্ঘ দ্বীপের উপকূলের সব প্রান্তেই একটি করে লাইটহাউস রয়েছে৷ উত্তরে তার নাম লম্বা এরিক৷ ওলান্ড স্থানীয় ইতিহাস মিউজিয়ামের ইয়ুলিউস সেয়েফ বলেন, ‘‘এই দ্বীপে সমুদ্রযাত্রার দীর্ঘ ঐতিহ্য রয়েছে৷ লাইটহাউসগুলি তারই চিহ্ন৷ দ্বীপের ঠিক সামনের জলপথে অনেক বাধা রয়েছে৷ তাই এতগুলি লাইটহাউস রয়েছে৷ দু'টি বড়, অন্যগুলি ছোট৷''

উইন্ড মিলও দ্বীপের নিসর্গের অবিচ্ছেদ্য অঙ্গ৷ আজ বেশিরভাগ মিলই অচল৷ আগে সারা বছর সমুদ্রের বাতাসের ধাক্কায় পাখা ঘুরতো৷ এখানকার কৃষিকাজে সেগুলির বিশেষ গুরুত্ব ছিল৷ ইয়ুলিউস সেয়েফ বলেন, ‘‘একটা সময় ছিল, যখন দ্বীপের প্রায় সব চাষির বাড়িতে নিজেদের চাহিদা মেটাতে উইন্ডমিল ছিল৷ ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ওলান্ড দ্বীপে প্রায় ২,০০০ মিল ছিল৷''

রাজপরিবারের গ্রীষ্মকালীন আবাস আছে যে দ্বীপে

02:36

This browser does not support the video element.

দ্বীপের সোললিডেন দুর্গও একটা বড় আকর্ষণ৷ ওলান্ড দ্বীপের সুবাতাস গ্রহণ করতে বিংশ শতাব্দীর শুরুতে সুইডেনের তৎকালীন রানি ভিক্টোরিয়া গ্রীষ্মকালীন আবাস হিসেবে দুর্গটি তৈরি করিয়েছিলেন৷ দুর্গের বাগানটি আজও এক দৃষ্টব্য৷ দুর্গের প্রতিনিধি আনা শিবলি বলেন, ‘‘দুর্গের বাগানের সবচেয়ে প্রাচীন অংশে এক ইংলিশ পার্ক ও এক ইটালীয় বাগান রয়েছে৷ রানি ভিক্টোরিয়ার আমলেই এগুলি তৈরি হয়েছিল৷ তাছাড়া পরে কিছু অংশ যোগ হয়েছে৷ আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে পার্কের রক্ষণাবেক্ষণ করি, যাতে ভবিষ্যতেও সেটি আকর্ষণীয় হয়ে থাকে৷''

পর্যটকদের কাছে সোললিডেন দুর্গ অত্যন্ত প্রিয় গন্তব্য৷ কার্ল গুস্তাফ, সিলভিয়া ও রাজপরিবারের সদস্যরা গ্রীষ্মকালে কোথায় যান, পর্যটকরা একবার সেই জায়গা দেখতে চান৷

আন্টিয়ে বিন্ডার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ