৩৩ বছরের ওই যুবকের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে এখনো স্পষ্ট করে কোনো তথ্য দেওয়া হয়নি।
বিজ্ঞাপন
প্রায় ৫০০ দিন ধরে আটক করে রাখা হয়েছিল ওই যুবককে। কিন্তু সুইডেন দূতাবাস বারবার তার কথা জিগ্যেস করলেও ইরানের তরফের কোনো স্পষ্ট উত্তর দেয়া হয়নি। অবশেষে মঙ্গলবার ইরান জানিয়েছে, ৩৩ বছরের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত কয়েকবছরে একের পর এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ইরান। গোপন তথ্য ফাঁস এবং রাষ্ট্রদ্রোহিতার মতো মামলা দিয়ে তাদের জেলে ঢোকানো হয়েছে। যা নিয়ে ইউরোপ এবং অ্যামেরিকা সরব। তাদের অভিযোগ, বিনা অপরাধে বহু নাগরিককে ইরান গ্রেপ্তার করে রেখেছে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
গাফুরিকে গ্রেপ্তার করা হয়েছে সরকার-বিরোধী বিক্ষোভ সমর্থন করার জন্য। মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। প্রবল কড়াকড়ি সত্ত্বেও বিক্ষোভ থামানো যায়নি। সাবেক ফুটবলার গাফুরি বিক্ষোভকারীদের সমর্থন করেছিলেন। বলা হয়েছে, তিনি রাষ্ট্রের বিরুদ্ধে প্রচার চালিয়েছেন।
ছবি: Alireza Zeinali/SPP/IMAGO
বরাবর বিদ্রোহী গাফুরি
গাফুরি হলেন ইরানের কুর্দ এলাকার সবচেয়ে নামী ফুটবলার। তিনি আমিনির পরিবারের কাছে সমবেদনা জানিয়েছেন। এর আগে তিনি মেয়েদের দর্শক হিসাবে মাঠে না থাকার সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন। এর আগেও তিনি বারবার কর্তৃপক্ষের সমালোচনা করেছেন।
ছবি: AFP
বিশ্বকাপের প্রতিবাদ
কাতার বিশ্বকাপে ইরানের ফুটবলাররা জাতীয় সংগীত গাননি। তারা এভাবে ইরানে মেয়েদের প্রতিবাদকে সমর্থন করেছেন। দলের অধিনায়ক এহসান হাজসাফি এই বিক্ষোভ নিয়ে বলেছেন, সরকারবিরোধী আন্দোলনকারীদের প্রতি তারা সহানুভূতিসম্মন্ন।
ছবি: Han Yan/Xinhua/IMAGO
আচরণ খতিয়ে দেখা হচ্ছে
ইরানের তরফে জানানো হয়েছে, ফুটবলারদের আচরণ খতিয়ে দেখা হচ্ছে। তেহরানের সিটি কাউন্সিলের চেয়ারম্যান জানিয়েছেন, তারা কিছুতেই জাতীয় সংগীতের অপমান সহ্য করবেন না। কুর্দিস্তানের এক রক্ষণশীল এমপি বলেছেন, যারা জাতীয় সংগীত গাইবে, তাদের কাতার পাঠানো হোক। বর্তমান প্লেয়ারদের দেশে ফেরানো হোক।
ছবি: Anthony Stanley/ATP photo agency/picture alliance
আন্দোলনকারীদের সমালোচনা
এর আগে আন্দোলনকারীরা ফুটবলারদের সমালোচনা করেছিলেন। তারা বলেছিলেন, ইরানের এই পরিস্থিতিতে কেন কাতারে যাচ্ছেন ফুটবলাররা?
ছবি: Anthony Stanley/ATP photo agency/picture alliance
কী হতে পারে?
ইরানের ফুটবলাররা দেশে ফিরলে কী হতে পারে, তা নিয়ে জল্পনা বাড়ছে। গার্ডিয়ানের রিপোর্ট বলছে, দেশে ফিরলে ইরানের ফুটবলাররা শাস্তির মুখে পড়তে পারেন এই আশঙ্কা বাড়ছে। সান জানিয়েছে, ফুটবলারদের জেল, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ডেইলি মেল জানিয়েছে, ইরানের ফুটবলারদের সতর্ক করে বলা হয়েছে, বাকি ম্যাচগুলিতে তারা যদি জাতীয় সংগীত না গায়, তাহলে কড়া শাস্তির মুখে পড়তে হবে।
ছবি: MARKO DJURICA/REUTERS
বিক্ষোভ চলছে
ইরানে এখনো বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকার কঠোরতম ব্যবস্থা নিচ্ছে। তাও বিক্ষোভ থামানো যাচ্ছে না।
ছবি: SalamPix/abaca/picture alliance
7 ছবি1 | 7
ইরানের বিচারবিভাগের মুখপাত্র জানিয়েছেন, ''সুইডেনের এই যুবক ফৌজদারি অপরাধ করেছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।''
গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম কূটনীতিক জোসেপ বরেল বলেছিলেন, সুইডেনের ওই যুবককে ৫০০ দিন ধরে ইরান আটকে রেখেছে। তারপরেই ইউরোপীয় ইউনিয়নে বিষয়টি নিয়ে রীতি তো আলোচনা হয়। ইউরোপীয় ইউনিয়নই কাজ করেন ওই যুবক।
ইরানের বিচারবিভাগের মুখপাত্র জানিয়েছেন, ওই যুবকের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া প্রায় শেষ। দ্রুত আদালতকে রিপোর্ট দেওয়া হবে। তার উপর দাঁড়িয়ে আদালত শাস্তি ঘোষণা করবে। এদিকে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ওই যুবকের দ্রুত মুক্তির দাবি করেছেন। ওই ব্যক্তিকে সুইডেনের হাতে তুলে দেওয়া কথা বলা হয়েছে।
এর আগে পাঁচজন মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছিল ইরান। তাদের গৃহবন্দি করা হয়েছে। ইরান বলেছে, অ্যামেরিকা যে ইরানের পাঁচ দশমিক ছয় বিলবিয়ন ইউরোর সম্পত্তি সিজ করেছে, তা ফেরত দিলে ওই ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে।