অপরাধসুইডেন
সুইডেনের স্কুলে বন্দুক হামলায় নিহত ১০
৪ ফেব্রুয়ারি ২০২৫
বিজ্ঞাপন
রাজধানী স্টকহোম থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে প্রাপ্তবয়স্কদের একটি স্কুলে এই গুলি চালানোর ঘটনা ঘটে।
ঘটনার পর সেখানে অভিযান শুরু করে পুলিশ৷ তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটিকে 'হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং গুরুতর অস্ত্র অপরাধ' হিসাবে বিবেচনা করা হচ্ছে।
হামলার শিকার হওয়া স্কুলটির নাম রিসবার্গস্কা। স্কুলটি এমন এক ক্যাম্পাসে অবস্থিত, যেখানে শিশুদের শিক্ষাব্যবস্থাও চালু রয়েছে।
ওরেব্রো শহরের এক মুখপাত্র তখন বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, "আমরা চারজন রোগী পেয়েছি, তবে আহতদের অবস্থা সম্পর্কে কিছু বলতে পারছি না। তাদের ওরেব্রো বিশ্ববিদ্যালয় হাসপাতালের জরুরি কক্ষে ভর্তি করা হয়েছে।"
স্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, গুলি চালানোর পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন।
এডিকে/এসিবি (রয়টার্স, সুইডিশ গণমাধ্যম)