সুইডেনের পশ্চিম উপকূলে ফিয়ালবাকা গ্রাম গলদা চিংড়ির জন্য বিখ্যাত৷ সাগরে ঝাঁপ ফেলে রেখে গলদা চিংড়ি ধরা হয়৷ টুরিস্টরা আসেন সেই চিংড়ি ধরা দেখার জন্য৷ পরে থাকে গলদা চিংড়ি খাবার মজা৷
বিজ্ঞাপন
সুইডেনের পশ্চিম উপকূল আজও বন্য, আদিম৷ ফিয়ালবাকা নামের গ্রামটি জেলেদের গ্রাম, কিন্তু তার গলদা চিংড়ি সারা দেশে বিখ্যাত৷ হেমন্ত হল চিংড়ির মরসুম৷ পেয়ার কার্লসন-এর মতো জেলেদের ব্যস্ততার সময়৷ তিনি বলেন, ‘‘চিংড়ির মরসুম শুরু হলে এখানে জমজমাট! কেননা যাদের এখানে ছুটি কাটানোর বাংলো আছে, তারাও এই সময় দু'-এক সপ্তাহের জন্য এখানে আসেন, চিংড়ি মাছ ধরতে আর চিংড়ি মাছ খেতে৷''
সুইডেন ছাড়া ইউরোপেয়ার অন্যান্য দেশ থেকেও আসেন গলদা চিংড়ির ভক্তরা৷ পেয়ার কার্লসন এই টুরিস্টদের জন্য গত দশ বছর ধরে তাঁর ‘চিংড়ি সাফারি' বা চিংড়ি ধরার অভিযানের ব্যবস্থা করেছেন৷ দু'ঘণ্টার টুর৷ এবার তাঁর নৌকায় রয়েছেন দক্ষিণ সুইডেনের একটি শহরের এক আইনজীবী কার্যালয়ের দশজন উকিল৷ সূর্যালোকের এখন কোনো অভাব নেই৷ স্টকহোমের ‘শেয়ারেন' দ্বীপপুঞ্জের মাঝখান দিয়ে ঘোরাফেরার সেরা সময় এটি৷ পেয়ার কার্লসন ছেলেবেলা থেকে এখানে মাছ ধরছেন, এলাকাটাকে খুব ভালোভাবে চেনেন৷ পেয়ার জানালেন: ‘‘আমরা এখান দিয়ে বেরব৷ এটা হল ফিস্কহলেম, মৎস্যদ্বীপ, সেখান থেকে আমরা যাব দক্ষিণে৷ সব মিলিয়ে দু'ঘণ্টা৷''
ঝাঁপ ফেলে চিংড়ি তোলা
বয়া দিয়ে দিয়ে যে সব জায়গায় পেয়ার চিংড়ি ধরার ঝাঁপ ফেলেছেন, সেগুলো চিহ্ন করা আছে৷ এখানে বিশ মিটার পানি, কাজেই ঝাঁপ টেনে তোলাও একটা পরিশ্রমের কাজ৷ ঝাঁপে চিংড়ি পড়েছে৷ তবে এই চিংড়িটা প্রাণে বেঁচে যাবে৷ পেয়ার বললেন: ‘‘এটা মেয়ে চিংড়ি৷ কাজেই ছেড়ে দিতে হবে৷''
সুইডেনের মাছ ধরার আইন সেইরকম৷ ঝাঁপ আবার জলে ফেলা হল, নতুন করে টোপ দিয়ে৷ পেয়ার জানালেন: ‘‘এটা হল সল্টেড হেরিং, চিংড়িরা এর গন্ধ পায়৷ হেরিং খাবার লোভে ঝাঁপির ভেতরে ঢুকে আর বেরতে পারে না৷''
ঝাঁপ আবার জলে ফেলার আগে পাইলটের কেবিন থেকে সংকেতের অপেক্ষায় থাকেন পেয়ার৷
মাছ খান, সুস্থ থাকুন
মাছে তেমন কোনো চর্বি নেই, রয়েছে প্রচুর প্রোটিন, যা শারীরিক ও মানসিকভাবে মানুষকে ফিট রাখতে সহায়তা করে৷ বলেন খাদ্য বিশেষজ্ঞরা৷
ছবি: DW/Sarah Wiertz
মাংসের বদলে মাছ
আজকাল প্রায়ই লক্ষ্য করা যায় অনেক জার্মানই মাংসের পরিবর্তে নানা ধরণের মাছ খেতে পছন্দ করেন৷ বিশেষকরে যাঁরা স্বাস্থ্য সচেতন তাঁরা তো অবশ্যই৷ মাছে তেমন কোনো চর্বি নেই, রয়েছে প্রচুর প্রোটিন, যা শারীরিক ও মানসিকভাবে মানুষকে ফিট রাখতে সহায়তা করে৷
ছবি: picture-alliance/dpa/T. Schamberger
খাবারের মুকুট
জার্মানিতে মাছকে বলা হয় ‘খাবারের মুকুট’৷ মাছ মস্তিষ্কের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে৷ জার্মান খাদ্য গবেষণা কেন্দ্রের পরামর্শ, প্রতিটি মানুষেরই সপ্তাহে অন্তত দু’দিন মাছ খাওয়া প্রয়োজন৷ মাছ হৃদরোগ ও ক্যানসার থেকেও দূরে থাকতে সাহায্য করে৷ মাছ বুদ্ধি বাড়াতে সাহায্য করে৷
ছবি: AP
নানা জাতের মাছ
জার্মানিতে নানা রকম মাছ পাওয়া যায়৷ ছোট বড়, নদীর মাছ, সামুদ্রিক মাছ, লোনা পানির মাছ, হ্রদের মাছ, তাজা মাছ, হিমায়িত, ধূমায়িত এবং টিনজাত মাছ৷
ছবি: picture alliance/Bildagentur Huber
মাছ ভাজি
জার্মানরা বেশিরভাগ ক্ষেত্রেই মাছ ভাজি খায়, আমাদের বাঙালিদের মতো রান্না করে খুবই কম খেয়ে থাকেন তাঁরা৷ ডয়চে ভেলের ক্যান্টিনে সপ্তাহে প্রায় দু’দিন মাছ দেওয়া হয়৷ ক্যান্টিনে এরকম একটি ট্রাউট মাছের ভাজির দাম ৭ ইউরো, বাইরে যার দাম প্রায় দ্বিগুণ৷
ছবি: Fotolia/Comugnero Silvana
কাটা মাছ
বাজারে পাঠানোর আগে এভাবেই মাছ ‘প্রসেস’ করা হয়৷ মাছ কেটে পরিষ্কার করে, কাঁটা বেছে ‘স্লাইস’ করে তবেই সেটা বাজারে যায়৷ তবে কিছুটা ছোট আকারের মাছ কার্প, ট্রাউট, হেরিং, সি ব্রাস ইত্যাদি মাছ আস্তই পাওয়া যায় বাজারে৷
ছবি: picture-alliance/dpa
সখের জেলে
জার্মানিতে অনেকেই সখ করে মাছ ধরেন, তবে তাঁদের অবশ্যই মাছ ধরার লাইসেন্স থাকতে হবে৷ তাছাড়া যে কোনো জায়াগায় মাছ ধরা যায় না, শুধু যেসব জায়গায় অনুমতি রয়েছে সেখানেই মাছ ধরা সম্ভব৷
ছবি: DW
তাজা মাছের বাজার
এভাবেই সুন্দর করে সাজানো থাকে মাছের বাজারে মাছগুলো৷ দেখে মনে হয়, মাছগুলো যেন মাছ-প্রেমীদের ডাকছে৷ মাছ মস্তিষ্ককে সজাগ রাখে, তাই ডাক্তাররা মাছ খেতে সবসময়ই পরামর্শ দিয়ে থাকেন, বিশেষকরে ছাত্র-ছাত্রী এবং বয়স্কদের৷ তবে সবার জন্যই মাছ খুব উপাদেয়৷
ছবি: picture-alliance/dpa
ধূমায়িত মাছ
ধূমায়িত বা ‘স্মোক্ড’ মাছ জার্মানদের কাছে বেশ প্রিয়, বিশেষ করে রুটির সাথে তাঁরা এ ধরনের বিশেষ প্রক্রিয়ায় রান্না করা মাছ খেতে পছন্দ করেন৷ ম্যাকরেল নামের এক মাছ যার মধ্যে খুব সামান্য হলেও আমাদের ইলিশের স্বাদ খুঁজে পাওয়া যায়৷ তবে সেই মাছ ‘স্মোক্ড’ অবস্থায়ই বেশি পাওয়া যায়৷
ছবি: picture-alliance/chromorange
বরফ দেওয়া মাছ
এভাবেই মাছকে যত্ন করে বরফের ওপর সুন্দর করে সাজিয়ে রাখা হয়৷ শুধুমাত্র মাছের জন্য রয়েছে আলাদা বাজার, সেখানে এ ধরনের মাছ পাওয়া যায়৷
ছবি: picture-alliance/dpa
মাছ খান, সুন্দর আর স্লিম থাকুন
মাছ খাওয়ার পরামর্শ আজকাল চারিদিকে শোনা যায়৷ ডাক্তার থেকে শুরু করে স্বাস্থ্য সচেতন যে কেউ এই পরমার্শ দেন৷ তবে ছোটবেলা থেকেই এই অভ্যাস গড়ে তোলা উচিত বলেও মনে করেন বিশেষজ্ঞরা৷ শরীরে আয়োডিনের ঘাটতিও পূরণ করে থাকে বেশ কিছু মাছ৷
ছবি: DW/Sarah Wiertz
10 ছবি1 | 10
নৌকা চালাচ্ছেন তাঁর ভাই লার্স৷ লার্স একো সাউন্ডিং দিয়ে সমুদ্রবক্ষের উপর নজর রেখেছেন৷ লার্স জানালেন, ‘‘সাগরের তলায় জমির ওপর নজর রাখতে হয়, চিংড়িরা যেখানে থাকে, পাথরের তলায়৷'' পেয়ার কার্লসন ঠিক সেখানেই তাঁর ঝাঁপটা আবার নামিয়ে দিলেন৷ পরেরটাতেও চিংড়ি পাওয়া গেল - এবার একটা মদ্দা৷ শুধু মেপে দেখতে হবে, চিংড়িটা ঠিকমতো বড় হয়েছে কিনা৷ পেয়ার বললেন: ‘‘চোখের পেছন থেকে লেজ পর্যন্ত আট সেন্টিমিটার হতে হবে৷ এই চিংড়িটা ৮২ মিলিমিটার, কাজেই ঠিক আছে৷'' এর চাইতে ছোট চিংড়িগুলোকে আবার ছেড়ে দিতে হবে, সুইডিশ আইনে তাই বলে৷ এই চিংড়িটা যাবে মাছের বাজারে৷ সেখানে এর দাম উঠবে প্রায় ১০০ ইউরো৷
আজকে উঠেছে পাঁচটা চিংড়ি৷ এই চিংড়ি সাফারিতে পেয়ার-এর নৌকায় ছিলেন দশজন৷ কাজেই কেউ অভুক্ত থাকবেন বলে মনে হয় না৷