1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধসুইডেন

সুইডেনে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

৩০ এপ্রিল ২০২৫

সুইডেনের উপসালা শহরে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন৷ কী কারণে এমন হামলার ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ৷

সুইডেন উপসালা ২০২৫ | ভাকসালা চত্বরে গুলিবর্ষণের পর পুলিশের অভিযান
উপসালায় গুলি চালানোর উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশছবি: Fredrik Sandberg/TT News Agency/AP Photo/picture alliance

মঙ্গলবার বসন্তকালীন অনুষ্ঠান আয়োজনের ঠিক একদিন আগে রাজধানী স্টকহোমের নিকটবর্তী উপসালা শহরের কেন্দ্রে  হামলার এই ঘটনা ঘটে৷ বসন্তকালীন অনুষ্ঠানে প্রায় ১০ হাজার মানুষের জমায়েত হয়ে থাকে৷  

পুলিশ জানায়, মাস্ক পরিহিত এক ব্যক্তি এই হামলার ঘটনা ঘটিয়েছে৷ স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শহরের একটি সেলুনের পাশে হওয়া এই হামলার পর ওই ব্যক্তি স্কুটারে চড়ে ঘটনাস্থল ত্যাগ করে৷

হামলার উদ্দেশ্য

স্থানীয় পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে৷ তবে এটি কোনো ‘হেট ক্রাইম' কিংবা সন্ত্রাসী হামলা কিনা তা এখনো স্পষ্ট নয়৷

সুইডেনের বিচার মন্ত্রী গুনার স্ট্রমার এ হামলাকে ‘নিষ্ঠুর সহিংসতার ঘটনা' আখ্যায়িত করে জানান, আইন-শৃঙ্খলাবাহিনীর সাথে তার দপ্তরের যোগযোগ অব্যাহত রয়েছে৷

উল্লেখ্য, নর্ডিক দেশ সুইডেনে প্রায়ই গ্যাং বা অপরাধচক্রের সদস্যরা সহিংসতার ঘটনা ঘটিয়ে থাকে৷ বন্দুক নিয়ে এমন সহিংসতার ঘটনায় প্রায়ই ১৫ বছরের কম বয়সিদের জড়িত থাকার খবর পাওয়া যায়৷ চলতি মাসের শুরুর দিকে গুটেনবার্গ শহরে গ্যাংয়ের সহিংসতায় দুইজন নিহত হয়েছেন৷

তবে মঙ্গলবারের ঘটনাটির সাথে এমন কোনো চক্র জড়িত কিনা তা এখনো জানা যায়নি৷

আরআর/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ