দুইটি দেশই জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের সেনাবাহিনীতে রাশিয়ার গুপ্তচর থাকার আশঙ্কা।
বিজ্ঞাপন
রোববার রাশিয়ার একটি বিমান প্রথমে ডেনমার্ক এবং পরে সুইডেনের আকাশসীমায় ঢুকে পড়ে বলে অভিযোগ করেছে দুইটি দেশই। বাল্টিক সাগরের দিক থেকে বিমানটি প্রথমে ডেনমার্কের আকাশে ঢোকে এবং তার কিছুক্ষণের মধ্যেই সুইডেনের আকাশে যায় বলে জানানো হয়েছে। দুইটি দেশকেই ওই বিমানের বিষয়ে কোনোরকম খবর দেয়নি রাশিয়া।
ইউক্রেনের রাস্তায় রাশিয়ার বিধ্বস্ত সামরিক যান
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া৷ এখন পর্যন্ত রাশিয়া ৯৩৯টি ট্যাঙ্ক, ১৮৫টি প্লেন, ১৫৫টি হেলিকপ্টার, ৪২১টি আর্টিলারি ইউনিট ও আটটি জাহাজ হারিয়েছে বলে বুধবার জানায় ইউক্রেনের সেনাবাহিনী৷
ছবি: Vladyslav Musiienko/REUTERS
যুদ্ধ শুরু
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া৷ ছবিতে কিয়েভের কাছে হস্তোমেলে রাশিয়ার একটি বিধ্বস্ত ট্যাঙ্ক দেখা যাচ্ছে৷
ছবি: Vladyslav Musiienko/REUTERS
টি-৭২ ট্যাঙ্ক
ইয়াহিদনে গ্রামে পড়ে থাকা রাশিয়ার টি-৭২ ট্যাঙ্ক৷
ছবি: Vladyslav Musiienko/REUTERS
৯৩৯ ট্যাঙ্ক ধ্বংস?
যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার ৯৩৯টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে বলে বুধবার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী৷
ছবি: Vladyslav Musiienko/REUTERS
রাস্তায় বিধ্বস্ত সামরিক যান
কিয়েভ অঞ্চলে রুসানিভ গ্রামের রাস্তায় রাশিয়ার একটি বিধ্বস্ত সামরিক যান পড়ে থাকতে দেখা যাচ্ছে৷
ছবি: Vladyslav Musiienko/REUTERS
অন্য যানও ধ্বংস হয়েছে
ছবিটি কিয়েভ অঞ্চলের রুসানিভ গ্রামের৷ ট্যাঙ্ক ছাড়াও রাশিয়ার ১৮৫টি প্লেন ও ১৫৫টি হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী৷
ছবি: Vladyslav Musiienko/REUTERS
ধ্বংসের আরও তালিকা
যু্দ্ধে রাশিয়ার ৪২১টি আর্টিলারি ইউনিট ও আটটি জাহাজও ধ্বংস হয়েছে বলে বুধবার জানায় ইউক্রেনের সেনাবাহিনী৷
ছবি: Gleb Garanic/REUTERS
মূল্যবান ধাতু সংগ্রহ
বিধ্বস্ত রুশ ট্যাঙ্ক থেকে মূল্যবান ধাতু সংগ্রহ করছেন তারা৷
ছবি: Jorge Silva/REUTERS
ট্যাঙ্কের উপর হাঁটা
ধ্বংস হওয়া ট্যাঙ্কের উপর হাঁটছেন এক ব্যক্তি৷ ছবি কিয়েভ থেকে তোলা৷
ছবি: Marko Djurica/REUTERS
8 ছবি1 | 8
অভিযোগ, দুই দেশে চরবৃত্তির জন্য ওই বিমান পাঠানো হয়েছিল। কেন রাশিয়া একাজ করলো, তা জানতে সোমবারই দুই দেশের সরকার রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে। তবে রাশিয়ার তরফে এখনো পর্যন্ত এবিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার এএন-৩০ প্রপেলার বিমান ঢুকেছিল। বিমানটির বিস্তারিত তথ্য তাদের হাতে আছে। প্রয়োজনে তারা রাশিয়াকে তা দিতেও পারে।
ইউক্রেনের বাহিনীতে রাশিয়ার চর
এদিকে ইউক্রেনের প্রশাসন জানিয়েছে, ইউক্রেনজুড়ে গুপ্তচর ছড়িয়ে রেখেছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের সেনাবাহিনীতে এক রাশিয়ার গুপ্তচরকে চিহ্নিত করা হয়েছে। বাহিনীর খবর রাশিয়ার কাছে পাচার করছিল ওই ব্যক্তি। সেনা বাহিনীতে আরো এমন গুপ্তচর থাকার আশঙ্কা আছে বলে প্রশাসন সতর্ক করেছে।