ন্যাটোয় সুইডেনকে নেয়া নিয়ে নতুন করে এর্দোয়ানের সঙ্গে কথা বললেন ন্যাটো প্রধান।
বিজ্ঞাপন
শনিবার তৃতীয়বার তুরস্কের রাষ্ট্রপ্রধান হিসেবে শপথবাক্য পাঠ করেছেন রেচেপ তাইয়েপ এর্দোয়ান। সেই উপলক্ষে একাধিক পশ্চিমা দেশের রাষ্ট্রপ্রধানরা আংকারা গেছিলেন। ছিলেন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ। রোববার এর্দোয়ান এবং তুরস্কের নতুন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন তিনি।
ন্যাটো সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হলেও এদিন মূলত একটি বিষয়ের উপরেই সবচেয়ে বেশি জোর দিয়েছেন স্টলটেনবার্গ। এর্দোয়ানের কাছে তার আর্জি, সুইডেনকে ন্যাটোয় ঢোকানোর বিষয়ে তুরস্ক আরেকটু নমনীয় হোক। বস্তুত, তুরস্কের আপত্তির কারণেই সুইডেনকে ন্যাটোর সদস্যপদ দেয়া যাচ্ছে না।
বৈঠকের পর এর্দোয়ান কোনো মন্তব্য না করলেও রাজনৈতিক মহলের ধারণা, বিষয়টি নিয়ে তুরস্ক অভিমত পরিবর্তন করতেও পারে।
ইউরোপে ন্যাটোর সামরিক মহড়া
সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে৷ আরও কিছু মহড়ার পরিকল্পনা করা হয়েছে৷ ন্যাটোর সদস্য ও পার্টনার রাষ্ট্রগুলোর সেনারা এতে অংশ নিয়েছেন৷
ছবি: REMO CASILLI/REUTERS
সামরিক মহড়া
‘ডিফেন্ডার ইউরোপ’ ও ‘সুইফট রেসপন্স’ নামের দুটো সামরিক মহড়ায় ২০টি দেশের প্রায় ১৮ হাজার সেনা অংশ নিয়েছেন৷ পোল্যান্ড, নর্থ মেসিডোনিয়াসহ আটটি দেশে এসব মহড়া হয়েছে৷ ছবিতে নর্থ মেসিডোনিয়ায় ব্রিটিশ সেনাদের মহড়া করতে দেখা যাচ্ছে৷
ছবি: OGNEN TEOFILOVSKI/REUTERS
এস্তোনিয়ায় মহড়া
১৯৯১ সালের পর বাল্টিক দেশ এস্তোনিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে৷ এর নাম ‘হেজহগ’৷ ১৪ দেশের প্রায় ১৫ হাজার সেনা এতে অংশ নেন৷ ছবিতে রোমানিয়ায় ‘এক্সারসাইজ ট্রোজান ফুটপ্রিন্ট’ মহড়ার দৃশ্য দেখা যাচ্ছে৷ রোমানিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনারা এতে অংশ নেন৷
ছবি: REMO CASILLI/REUTERS
আরেক বাল্টিক দেশ লিথুয়ানিয়ায় মহড়া
লিথুয়ানিয়ায় অনুষ্ঠিত ‘আয়রন উল্ফ’ মহড়ায় অংশ নেন তিন হাজার সেনা৷ সঙ্গে ছিল প্রায় এক হাজার সামরিক যান৷ এর মধ্যে জার্মানির লেওপার্ড ২ ট্যাংকও ছিল৷
ছবি: REMO CASILLI/REUTERS
জার্মানি
জার্মানিতে অনুষ্ঠিত ‘ভেটিনার হাইডে’ মহড়ায় অংশ নেন প্রায় সাড়ে সাত হাজার সেনা৷
ছবি: FABIAN BIMMER/REUTERS
রাশিয়ার প্রতিবেশী ফিনল্যান্ডে
ন্যাটোর পার্টনার দেশ ফিনল্যান্ডে ‘অ্যারো ২২’ মহড়ায় ফিনিশ সেনাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মার্কিন, ব্রিটিশ, এস্তোনিয়ান ও লাটভিয়ান সেনারা৷ ছবিতে লাটভিয়ায় মহড়ার দৃশ্য দেখা যাচ্ছে৷
ছবি: INTS KALNINS/REUTERS
পূর্ব পরিকল্পিত
ন্যাটোর মুখপাত্র ওয়ানা লুঙ্গেস্কু জানান ইউক্রেন যুদ্ধ শুরু আগেই এসব মহড়ার পরিকল্পনা করা হয়েছিল৷
ছবি: OGNEN TEOFILOVSKI/REUTERS
এয়ার ও মিসাইল ডিফেন্স
আগামী মাসে পোল্যান্ড ও বাল্টিক দেশগুলোতে ‘রামস্টাইন লিগ্যাসি’ মহড়া অনুষ্ঠিত হবে৷ ২৩ দেশের সেনারা এতে অংশ নেবেন৷ এটি হবে ইউরোপের সবচেয়ে বড় এয়ার ও মিসাইল ডিফেন্স মহড়া৷
ছবি: KACPER PEMPEL/REUTERS
লাটভিয়ায় মহড়া
বাল্টিক দেশ লাটভিয়ায় মহড়ায় জার্মান ও ক্যানাডার সৈন্যরা অংশ নেন৷
ছবি: INTS KALNINS/REUTERS
8 ছবি1 | 8
এদিনের বৈঠকে এর্দোয়ান আবার জানিয়েছেন যে, সুইডেনের একটি অংশ কুর্দ যোদ্ধাদের সমর্থন করে। এর অর্থ, তারা সন্ত্রাসবাদকে সমর্থন করে। এবং এই কারণেই সুইডেনের ন্যাটোয় যোগদান তুরস্ক মেনে নেবে না।
স্টলটেনবার্গ জানিয়েছেন, গত কয়েকমাসে সুইডেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সন্ত্রাসবাদের সমর্থকদের জন্য নতুন আইন তৈরি করা হয়েছে। ফলে তুরস্ক এবার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে।
সুইডেন এবং ফিনল্যান্ড দীর্ঘদিন ধরে ইউরোপীয় রাজনীতিতে সমদূরত্বের নীতি নিয়ে চলছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তারা পুরনো নীতি থেকে সরে আসে এবং ন্যাটোয় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। ফিনল্যান্ডের ক্ষেত্রে সমস্যা না হলেও সুইডেনকে নিয়ে আপত্তি জানায় তুরস্ক।
স্টলটেনবার্গ বলেছেন, সুইডেন ন্যাটোয় যোগ দিলে সুইডেনের যেমন সুবিধা হবে, তেমন তুরস্কেরও সুবিধা হবে। সামগ্রিকভাবে ন্যাটো আরো শক্তিশালী হবে।