1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুইসদের হারিয়ে নক আউট নিশ্চিত ব্রাজিলের

২৮ নভেম্বর ২০২২

অনেকটা প্রত্যাশিতই ছিল৷ দ্বিতীয়ার্ধের শুরু থেকে যেভাবে আক্রমণের পসরা সাজিয়েছিলেন বোঝা যাচ্ছিল যে-কোনো মুহূর্তে লক্ষ্য খুঁজে পাবে ব্রাজিলিয়ানদের পা৷

Fußball-WM Katar 2022 | Brasilien v Schweiz
মিডফিল্ডার কাসেমিরোর নেওয়া শট লক্ষ্য খুঁজে পেতে ভুল করেনি৷ ছবি: PEDRO NUNES/REUTERS

সেটা অবশ্য হয়েও গিয়েছিল৷ ৬৫ মিনিটের মাথায় লেফট উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের দেওয়া গোলে উদযাপন শুরু করেছিলেন ব্রাজিলের খেলোয়াড়েরা আর গোটা স্টেডিয়াম৷ 

কিন্তু প্রযুক্তির সহায়তায় রেফারি জানিয়ে দেন রিচার্লিসন অফসাইড ছিলেন৷ 

এরপর কাঙ্খিত গোলটি আসে ৮৩ মিনিটের মাথায়৷ মিডফিল্ডার কাসেমিরোর নেওয়া শট লক্ষ্য খুঁজে পেতে ভুল করেনি৷ 

শুরু থেকে খুব একটা আগ্রাসী না হলেও ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায় ব্রাজিল৷ মাঝ মাঠ থেকে পাসিং লাইন তৈরি করে প্রথমার্ধে বেশ কয়েকবার প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার চেষ্টা করে তারা৷ 

সুযোগও তৈরি হয়েছিল বেশ কয়েকটি৷ জয়ী দলের শেষ ষোলো নিশ্চিত হবে এমন ম্যাচে ২৭ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেওয়ার সুযোগ হারান ভিনিসিয়ুস জুনিয়র৷ আর সেন্টার ফরোয়ার্ডে থাকা রিচার্লিসনও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন৷ 

খেলার শুরু থেকেই রক্ষণ সামলানোর দিকে মনোযোগ দেয় সুইজারল্যান্ড৷ ফলে আক্রমণ করলেও তা কাজে লাগাতে পারছিল না ব্রাজিল৷

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আগে জিততে পারেনি ব্রাজিল৷ রাশিয়া বিশ্বকাপে সুইসদের রক্ষণ দেয়ালে আটকে গিয়েছিল সেলেসাওরা৷ কাতারেও ওই রক্ষণ দুর্গ শক্ত করে খেলছিল সুইসরা৷ হলুদ জার্সির খেলোয়াড়রা আক্রমণে উঠলেও দুর্গ ভেদ করতে পারছিল না৷ শেষ পর্যন্ত মিডফিল্ডার কাসেমিরো এনে দেন ব্রেক থ্রু ৷ ১-০ গোলের জয়ে দলকে তুলে নেন বিশ্বকাপের শেষ ষোলয়৷ 

এদিকে দিনের আরেক ম্যাচে শেষ সময়ে জোড়া গোল করে সার্বিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ক্যামেরুন৷ ম্যাচে প্রথমে ক্যামেরুন লিড নিলেও পরে জোড়া গোল করে লিড নিয়ে বিরতিতে যায় সার্বিয়া৷ বিরতি থেকে ফিরে আবারও গোলের দেখা পায় সার্বিয়া৷ তবে শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়ে সার্বিয়া ও ক্যামেরুন৷

অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে আফ্রিকার দেশ ঘানা৷ দুই গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করার পর দ্রুতই খেলায় সমতা এনেছিল দক্ষিণ কোরিয়া৷ কিন্তু শেষ পর্যন্ত কুদুস মোহাম্মদের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ঘানা৷ কুদুস মোট দুটি গোল করেন৷

আরআর/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ