1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুইস আল্পসে স্কি

আন্টিয়ে বিন্ডার/এসি১৬ জুলাই ২০১৫

স্কি করার কথা ভাবলে যে সব দেশ আর অঞ্চলগুলোর কথা মনে পড়ে, তাদের মধ্যে সুইস আল্পস সম্ভবত প্রথম স্থানে৷ সেখানেই চার হাজার মিটার উচ্চতায় স্কি করতে পাবেন সাস-ফে-তে৷

Euromaxx Screenshots 31.12.2014
ছবি: Robert Verdina

সুইজারল্যান্ডের ভালিস ক্যান্টন৷ এখানে চার হাজার মিটারের বেশি উচ্চতার ৪০টি গিরিশৃঙ্গ আছে৷ তার মধ্যে পড়বে মিশাবেল পর্বতমালা – যাতে রয়েছে ডোম পর্বত, সুইজারল্যান্ডের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ৷ গিরিশ্রেণির পাদদেশে পাওয়া যাবে স্কি খেলোয়াড়দের খুবই প্রিয় একটি রিসোর্ট, যার নাম সাস-ফে৷ স্কি মরসুম শুরু হবার সময়েই এখানে প্রচুর বরফ পড়ে থাকে৷ হোটেল মালিক বেয়াট আন্টামাটেন বললেন, ‘‘তার নানা কারণ আছে৷ প্রথমত আমাদের উচ্চতাই হল আঠেরো'শো মিটার৷ স্কি ঢালগুলো উঠে গেছে তিন হাজার ছ'শো মিটার অবধি৷ এখানে বছরে ৩৬০ দিন স্কি করা সম্ভব৷''

২১টি রোপওয়ে-তে চড়ে ওপরে ওঠা যায়৷ অতিথিদের একেবারে ওপরে নিয়ে যাবার জন্য রয়েছে বিখ্যাত মেট্রো আলপাইন রেলওয়ে, স্থানীয় পর্যটন বিভাগ যার নাম দিয়েছে ‘বিশ্বের সবচেয়ে উঁচু মেট্রো'৷

আলালিনহর্নে চার হাজার মিটারের বেশি উচ্চতায় বাতাসে অক্সিজেন একটু কম থাকলেও, স্কি মরসুম শুরু হওয়ার সময়েই এখানে তাপমাত্রা শূন্যের নীচে নেমে যায়৷ ফলে এখানে স্কি করার জন্য পেশাদারি স্কি খেলোয়াড়রাও আসেন, ট্রেনিং করেন৷ তাঁরা বলেন, ‘এখানে বরফটা আশ্চর্য! এতো উঁচুতে বলে পাউডারের মতো বরফ, যা আমার খুব ভালো লাগে৷এছাড়া নীচে থাকার জায়গাটাও দারুণ৷'

বরফের গুহা আর উষ্ণকুণ্ড

স্কি খেলার ঢালের একাংশ গিয়ে পড়েছে ছ'কিলোমিটার লম্বা ফে হিমবাহের উপর৷ একটা সুড়ঙ্গ দিয়ে হাজার হাজার বছরের পুরনো বরফের মধ্যে ঢোকা যায়৷ ভেতরে সাড়ে পাঁচ হাজার বর্গমিটার আয়তনের গুহাটি বিশ্বের বৃহত্তম বরফের গুহা বলে পরিচিত৷ এখানে বরফ কুঁদে তৈরি শিল্পকলা ছাড়া হিমবাহের গভীর ফাটলগুলোকেও দেখা যায়৷ সাস-ফে পর্যটন বিভাগের পিরমিন জোয়াস বললেন, ‘‘ওপরে বরফের আস্তরণটাকে হিসেবের মধ্যে ধরলে, আমরা প্রায় ১৫ মিটার বরফের তলায় আছি৷ এখানে দেখা যাচ্ছে, নতুন বরফ কীভাবে তৈরি হচ্ছে৷ দেখলে চমকে যেতে হয়৷''

শীতে সুইস আল্পসের স্পা-গুলো খুব পপুলার৷ স্পা বলতে উষ্ণ জলের কুণ্ড – প্রাকৃতিক কিংবা মানুষের গড়া৷ এ এলাকায় একেবারে নতুন হল অ্যাকোয়া আলালিন৷ তার ভেতরটা নাকি সুইজারল্যান্ডের খুঁটি ওপর দাঁড় করানো কুটিরগুলোর কায়দায় সাজানো৷ অ্যাকোয়া আলালিন-এর ম্যানেজার শঁতাল আন্টামাটেন বললেন, ‘‘এখানে কোনো খুঁটি নেই, তবুও আমরা ঐ ‘স্টাডেলন' কুটিরগুলোর কিছুটা অনুকরণ করেছি৷ আগে সাস-ফে-তে যে ধরনের চৌকো, কালো বাড়িঘর ছিল, তারও কিছুটা ছায়া পড়েছে৷''

রান্না বা খাবারদাবারের কথা উঠলে বলতে হয়, সুইজারল্যান্ডের আল্পস অঞ্চল বিশেষ করে ‘চিজ'-এর জন্য বিখ্যাত৷ ‘আর্ভু-স্টুবা' রেস্তোরাঁটিতে মেনু-র একেবারে ওপরে পাওয়া যাবে‘চিজ ফনডিউ': গলানো ‘চিজ'-এ তরকারি কিংবা মাংসের টুকরো ডুবিয়ে খাওয়া৷ ‘আর্ভু-স্টুবা' রেস্তোরাঁর মালিক জিয়ানকার্লো লোদিজানি বললেন, ‘‘এখানে চার ধরনের ‘চিজ' মেশানো হয়েছে: ফ্রাইবুর্গের ভাশরাঁ, গ্রেইয়েৎসার, ভালিস-এর পাহাড়ি ‘চিজ' আর ভালিস'এর রাক্লেট ‘চিজ'৷ এই সব মিলিয়ে ভালিস'এর ফনডিউ৷''

তারপর স্বভাবতই সকলে কাঠি ডুবিয়ে খাওয়া৷ স্কি খেলার ঢালের বরফ-ঠান্ডার পর একটু গা গরম করা আরকি!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ